নয়াদিল্লি, 27 অক্টোবর: দাম বাড়ল ভারতীয় মুদ্রার (Rupee Rises against US dollar)৷ মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম 67 পয়সা (Rupee rises 67 paise) বেড়েছে ৷ বর্তমানে এক মার্কিন ডলার কেনার জন্য ভারতীয় মুদ্রায় খরচ করতে হচ্ছে 82.14 টাকা ৷ বৃহস্পতিবার বাজার খোলার পরই কিছুটা উত্তরণ হয় ভারতীয় মুদ্রার ৷
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রায়, অভ্যন্তরীণ ইউনিটটি ডলারের সাপেক্ষে 82.15-এ খোলে ৷ এরপর সেই মূল্য 82.14 হয় ৷ আগের থেকে ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য বাড়ে 67 পয়সা ৷
মঙ্গলবার আগের সেশনে, রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রা ডলারের তুলনায় 7 পয়সা বৃদ্ধি পেয়ে 82.81 এ থেমেছিল । দীপাবলি উপলক্ষে বুধবার ফরেক্স মার্কেট বন্ধ ছিল । ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইজার্সের ট্রেজারি প্রধান অনিল কুমার বানসালি বলেছেন, ডলার সূচক 110 স্তরের নিচে নেমে যাওয়ার পরে রুপি শক্তিশালী হয়েছে । ডলার সূচক 0.06 শতাংশ বেড়ে 109.76 এ দাঁড়িয়েছে ।
আরও পড়ুন: টাকার দামে ফের রেকর্ড পতন, 1 ডলার কিনতে খরচ 83 টাকা 6 পয়সা
গত সপ্তাহেই টাকার দামে রেকর্ড পতনের সাক্ষী হয়েছে ভারতীয় অর্থনীতি (Indian Economy)৷ গত বৃহস্পতিবার মার্কিন ডলারের সাপেক্ষে 6 পয়সা পড়ে যায় ভারতীয় মুদ্রার দাম ৷ 1 মার্কিন ডলারের দাম হয়ে যায় 83.06 টাকা ৷
অনিল কুমার বানসালি আরও জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি 90 মার্কিন ডলার থেকে 94 মার্কিন ডলার প্রতি ব্যারেল হওয়ায় তা রুপির বৃদ্ধিকে সীমাবদ্ধ করবে ৷ কারণ তেল দেশের জন্য একটি প্রধান আমদানিজাত পণ্য । তেল কোম্পানি এবং আমদানিকারকরা এই সুযোগটি ব্যবহার করে সস্তা দামে ডলার কেনার জন্য ব্যবহার করবে ৷