নয়াদিল্লি, 2 এপ্রিল: এবার শেয়ার বাজারের হাল হকিকত নির্ভর করবে অনেকগুলি বিষয়ের উপর ৷ যেমন সুদের হার নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক সভার ফলাফল থেকে সামষ্টিক অর্থনৈতিক ডেটা এবং বিশ্বব্যাপী প্রবণতা ৷ এই সপ্তাহে স্টক মার্কেটের উপরের দিকে থাকবে না নীচের দিকে তা নির্ধারণ করবে এই বিষয়গুলি । এমনই দাবি করেছেন স্টক মার্কেট বিশ্লেষকরা । এছাড়াও, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (এফপিআই) কার্যক্রমও বাজারের ওঠা-নামাকে প্রভাবিত করবে । মঙ্গলবার 'মহাবীর জয়ন্তী' এবং শুক্রবার 'গুড ফ্রাইডে' উপলক্ষে স্টক মার্কেটে ছুটি থাকবে ।
স্বস্তিকা ইনভেস্টমার্ট লিমিটেডের সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট প্রবেশ গৌর বলেন, "বিনিয়োগকারীরা এফপিআই (FPIs) এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের (DIIs) প্রবণতার দিকে নজর রাখবে ৷ এফপিআই এখন নেট ক্রেতা । রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকেও বাজারের নজর থাকবে । এমপিসি সভার ফলাফল 6 এপ্রিল ঘোষণা করা হবে ।" শনিবার যে গাড়ি বিক্রির পরিসংখ্যান এসেছে তা খুবই ভালো । মারুতি সুজুকি (Maruti Suzuki), হুন্ডাই (Hyundai) এবং টাটা মোটরস (Tata Motors) গত আর্থিক বছরে সবচেয়ে বেশি বার্ষিক বিক্রয় করেছে । এটি এখন পর্যন্ত অটোমোবাইল শিল্পের সেরা পারফরম্যান্স বলে জানা গিয়েছে ।
রেলিগেয়ার ব্রোকিং-এর প্রযুক্তিগত গবেষণার ভাইস-প্রেসিডেন্ট অজিত মিশ্র জানান, এই সপ্তাহে ছুটির দিন রয়েছে । বাজারের অংশগ্রহণকারীরা বেশ কিছু উন্নয়ন এবং তথ্যের কারণে ব্যস্ত থাকবে । সামষ্টিক অর্থনৈতিক ফ্রন্টে, ম্যানুফ্যাকচারিং পিএমআই এবং পরিষেবাগুলির পিএমআই পরিসংখ্যান 3 এবং 5 এপ্রিল আসবে । বাজার বিশেষ করে 6 এপ্রিল আসন্ন এমপিসি সভার ফলাফলের উপর নজর রাখবে । দেশীয় কারণগুলি ছাড়াও বিদেশি তহবিলের প্রবাহও বাজারের ওঠা-নামাকে প্রভাবিত করবে বলে তিনি জানিয়েছেন ।
গত সপ্তাহে, 30 শেয়ারের বিএসই (BSE) সেনসেক্স 1 হাজার 464.42 পয়েন্ট বা 2.54 শতাংশ বেড়েছে । শুক্রবার সেনসেক্স 1 হাজার 031.43 পয়েন্ট বা 1.78 শতাংশ বৃদ্ধির সঙ্গে 58 হাজার 991.52 পয়েন্ট বন্ধ হয়েছে । মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস-এর রিটেল রিসার্চের প্রধান সিদ্ধার্থ খেমকা জানান, অদূর ভবিষ্যতে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকে বাজারের ওপর নজর থাকবে । শুক্রবার এশিয়া, ইউরোপ ও আমেরিকার বাজারও ইতিবাচক মনোভাব নিয়ে বন্ধ হয়েছে । জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের গবেষণা প্রধান বিনোদ নায়ারের বক্তব্য, বিনিয়োগকারীরা এমপিসি সভার ফলাফলের সঙ্গে পিএমআই তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন । এর বাইরে সবার চোখ থাকবে আমেরিকার ব্যক্তিগত বিষয়ক পরিসংখ্যানের দিকে । এর ভিত্তিতে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যত অবস্থান নির্ধারণ করা হবে ।
আরও পড়ুন: উপার্জন নেই? আর্থিক নিশ্চয়তা দেবে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা পলিসি