ETV Bharat / business

Repo Rate Unchanged: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক, ঘোষণা শক্তিকান্ত দাসের - শক্তিকান্ত দাস

কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি রেপো রেট 6.50 শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ বৃহস্পতিবার এ কথা জানালেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷

Shaktikanta Das
শক্তিকান্ত দাস
author img

By

Published : Jun 8, 2023, 12:38 PM IST

হায়দরাবাদ, 8 জুন: পরিবর্তিত হল না রেপো রেট ৷ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেওয়ার যে সুদের হার, সেই রেপো রেট 6.50 শতাংশই থাকছে বলে ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানানোর সময় তিনি বলেন, যে রেপো রেট প্রতিটি ব্যক্তির ব্যয়ের উপর প্রভাব ফেলে, তাকে 6.5% থেকে আর সংশোধন করা হয়নি ।

ঘোষণাটি বাজার এবং শিল্পের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । রিজার্ভ ব্যাংক রেপো রেট 6.50 শতাংশ থেকে পরিবর্তন করেনি । 2022 সালের মে মাস থেকে পরপর ছয় বার রেপো রেট 250 বেসিস পয়েন্ট বৃদ্ধির পর গত এপ্রিলে এই সুদের হার বৃদ্ধিতে রাশ টানা হয়েছিল ৷ তারপর থেকে আর বাড়ানো হয়নি রেপো রেট ৷

দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণায়, আরবিআই-এর গভর্নর বলেন যে, এমপিসি সর্বসম্মতিক্রমে 6.5 শতাংশে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । এটি সুদের হার অক্ষত রাখতে সাহায্য করবে বলে জানান গভর্নর ৷ তিনি আরও জানান, যদিও মুদ্রাস্ফীতির হার এখনও রিজার্ভ ব্যাংকের লক্ষ্যমাত্রা 4 শতাংশের উপরে রয়েছে এবং বছরের বাকি সময়েও সেটাই থাকবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

মঙ্গলবার থেকে তিন দিনের আলোচনার পর এমপিসি সিদ্ধান্তে পৌঁছেছে । শক্তিকান্ত দাস বলেন, এমপিসি 6, 7 ও 8 জুন বৈঠক করেছে । মুদ্রাস্ফীতির হার বর্তমান অর্থবছরে 5.2 শতাংশ থাকবে বলে আশা করা হয়েছিল ৷ তবে সেই প্রোজেকশন থেকে সামান্য হ্রাস করে মুদ্রাস্ফীতির হার 5.1 শতাংশ থাকবে বলে মনে করা হচ্ছে ৷ চলতি হিসাব ঘাটতি চতুর্থ ত্রৈমাসিকে আরও কমবে বলে আশা করা হচ্ছে । চলতি বছরের জানুয়ারি থেকে ভারতীয় টাকা স্থিতিশীল রয়েছে । শক্তিকান্ত দাসের দাবি, মুদ্রানীতির পদক্ষেপগুলি কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করছে ।

হায়দরাবাদ, 8 জুন: পরিবর্তিত হল না রেপো রেট ৷ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেওয়ার যে সুদের হার, সেই রেপো রেট 6.50 শতাংশই থাকছে বলে ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটির (এমপিসি) সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানানোর সময় তিনি বলেন, যে রেপো রেট প্রতিটি ব্যক্তির ব্যয়ের উপর প্রভাব ফেলে, তাকে 6.5% থেকে আর সংশোধন করা হয়নি ।

ঘোষণাটি বাজার এবং শিল্পের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । রিজার্ভ ব্যাংক রেপো রেট 6.50 শতাংশ থেকে পরিবর্তন করেনি । 2022 সালের মে মাস থেকে পরপর ছয় বার রেপো রেট 250 বেসিস পয়েন্ট বৃদ্ধির পর গত এপ্রিলে এই সুদের হার বৃদ্ধিতে রাশ টানা হয়েছিল ৷ তারপর থেকে আর বাড়ানো হয়নি রেপো রেট ৷

দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণায়, আরবিআই-এর গভর্নর বলেন যে, এমপিসি সর্বসম্মতিক্রমে 6.5 শতাংশে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । এটি সুদের হার অক্ষত রাখতে সাহায্য করবে বলে জানান গভর্নর ৷ তিনি আরও জানান, যদিও মুদ্রাস্ফীতির হার এখনও রিজার্ভ ব্যাংকের লক্ষ্যমাত্রা 4 শতাংশের উপরে রয়েছে এবং বছরের বাকি সময়েও সেটাই থাকবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন: রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক

মঙ্গলবার থেকে তিন দিনের আলোচনার পর এমপিসি সিদ্ধান্তে পৌঁছেছে । শক্তিকান্ত দাস বলেন, এমপিসি 6, 7 ও 8 জুন বৈঠক করেছে । মুদ্রাস্ফীতির হার বর্তমান অর্থবছরে 5.2 শতাংশ থাকবে বলে আশা করা হয়েছিল ৷ তবে সেই প্রোজেকশন থেকে সামান্য হ্রাস করে মুদ্রাস্ফীতির হার 5.1 শতাংশ থাকবে বলে মনে করা হচ্ছে ৷ চলতি হিসাব ঘাটতি চতুর্থ ত্রৈমাসিকে আরও কমবে বলে আশা করা হচ্ছে । চলতি বছরের জানুয়ারি থেকে ভারতীয় টাকা স্থিতিশীল রয়েছে । শক্তিকান্ত দাসের দাবি, মুদ্রানীতির পদক্ষেপগুলি কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.