মুম্বই, 2 নভেম্বর: মূল্যবৃদ্ধি (Inflation) নিয়ে অপরিণত কোনও পদক্ষেপ অর্থনীতি (Economy) ও নাগরিকদের উপর বোঝা হয়ে দাঁড়াতে পারে ৷ বুধবার এমনটাই জানিয়েছেন আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das) ৷ তিনি আরও জানিয়েছেন, আরবিআই (RBI) অর্থনীতিকে সাহায্য করতে চায়৷ মূল্যবৃদ্ধির গতি বাড়িয়ে দিতে চায় না ৷
বুধবার তিনি হাজির হয়েছিলেন এফআইবিএসি (FIBAC) কনফারেন্সে ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি জানান যে অর্থনীতির সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি এড়ানো গিয়েছে ৷ এর কারণ তিনি সুদের কম হার রাখা বলেই জানিয়েছেন ৷
তিনি আরও জানান, সুদের হার নির্ধারণ নিয়ে মনিটারি পলিসি কমিটি (MPC) বৃহস্পতিবার বৈঠক করতে চলেছে সরকারকে জানানোর জন্য ৷ তবে এই সব বিষয় জনসমক্ষে জানানো যাবে না বলেও তিনি জানিয়েছেন ৷ তাঁর কথায়, কেন্দ্রীয় ব্যাঙ্ক ও সরকারের মধ্যে কী কথা হচ্ছে, তা জানানোর অনুমতি তাঁকে আইন দেয় না ৷
তিনি আরও জানান, পরপর তিন ত্রৈমাসিকে কনজিউমার প্রাইস ইনডেক্স 6 শতাংশের উপরে থাকায় আলোচনায় সেই বিষয়টির দিকে নজর দেওয়া হবে ৷ মূল্যবৃদ্ধি 2 থেকে 6 শতাংশের মধ্যে রাখার চেষ্টা করা হবে ৷
তিনি টাকার দামে পতন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন ৷ এই বিষয়টিকে তিনি আবেগের দিক থেকে না দেখার অনুরোধ করেছেন ৷ অন্তর্দেশীয় ক্ষেত্রে পরিস্থিতি ঠিক আছে বলেই তাঁর দাবি ৷