ETV Bharat / business

Personal Loan: ব্যক্তিগত ঋণ নিতে চান ? জেনে নিন মাপকাঠিগুলি - Timely payment

ব্যক্তিগত ঋণ নেওয়া অনেকক্ষেত্রেই (Personal Loan) ঝুঁকি সম্পন্ন ৷ তাই নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন তার ভালো এবং মন্দ দিকগুলি ৷ জেনে নিন কীভাবে তা যাচাই করবেন ৷

Personal Loan
Personal Loan
author img

By

Published : Nov 24, 2022, 5:37 PM IST

হায়দরাবাদ, 24 নভেম্বর: অনেক সংস্থা এখন স্বেচ্ছায় ব্যক্তিগত ঋণ (Personal Loan) দিচ্ছে । এই সংস্থাগুলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে ঋণের পরিমাণ জমা করে (Deposit Loan Amounts) । কিন্তু জরুরি পরিস্থিতিতেই (Emergency Situation) এই ঋণগুলি নেওয়া দরকার ৷ তবে সম্পূর্ণ তথ্য যাচাই করার পর সেগুলি নেওয়া উচিত ৷ নয়তো এই ঋণ আপনাকে বিপাকে ফেলে দেবে ৷ এমনকী আর্থিক সংকটে পড়তে পারেন আপনি ৷

সাম্প্রতিককালে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) তাদের লোন অ্যাকাউন্টের সংখ্যা বাড়ানোর জন্য বিপুল পরিমাণে ব্যক্তিগত ঋণ দিচ্ছে । কখনও কখনও লোন দেওয়ার সময় তারা ক্রেডিট স্কোর নিয়েও মাথা ঘামায় না । যদি আপনার ব্যক্তিগত ঋণের দরকার পরে তবে প্রথমেই সিদ্ধান্ত নিন কোন সংস্থা আপনার প্রয়োজন অনুযায়ী ঋণ দেবে । এরপর সুদের হার (Interest Rate) এবং প্রসেসিং ফি (Processing Fee) পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে । সমস্ত তথ্যের জন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে আগে খোঁজ নিন । তারপর সেগুলির নোট নিন ৷ শুধুমাত্র তথ্য সংগ্রহ করুন ৷ কিন্তু একবারে সমস্ত সংস্থার লোনের জন্য আবেদন করবেন না । এই ধরনের কাজ আপনার ক্রেডিট রিপোর্টকে প্রভাবিত করবে ৷

তাড়াহুড়ো করে ঋণ নিতে গিয়ে অনেকেই নিয়ম-কানুন মেনে চলেন না । বিভিন্ন সংস্থার বিভিন্ন শর্ত রয়েছে । কেউ কেউ অগ্রিম টাকা দেওয়ার ফি সংগ্রহ করে এবং ঋণের সঙ্গে বীমা পলিসি (Insurance Policies) নেওয়ার জন্য জোর দেয় । এই সমস্ত শর্তগুলি আপনি তখনই জানতে পারবেন যখন ঋণ চুক্তিটি ভালোভাবে দেখে নেবেন । তাই এই বিষয়ে তাড়াহুড়ো করার দরকার নেই ৷ ভালো করে পড়ে দেখে নিন চুক্তিপত্র ৷ নইলে এটাই আপনার ক্ষতির কারণ হয়ে উঠবে ।

আপনি হয়তো জরুরি প্রয়োজনে ঋণ নিচ্ছেন ৷ কিন্তু এই ঋণ আপনার প্রয়োজন সম্পূর্ণরূপে নাও মেটাতে পারে । সুতরাং, এমন একটি ফার্ম বা সংস্থার কাছে যাওয়া ভালো যা সর্বাধিক ঋণ দেবে । বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক এবং এনবিএফসিগুলি (NBFC) আপনার যতটা দরকার ততটা ঋণ দিতে পারে না । কিছু সময় আপনার প্রয়োজন না-থাকা সত্ত্বেও তারা অ্যাকাউন্টে যোগ্য পরিমাণের টাকা জমা করবে । এ ব্যাপারে প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করতে হবে । যদি প্রয়োজনের চেয়ে বড় ঋণ নেওয়া হয়, তাহলে ইএমআই (সমান মাসিক কিস্তি) একটি বড় বোঝা ঘাড়ে চেপে বসবে ।

সময়মত ঋণের কিস্তি (Timely payment) পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ । কিছু সংস্থা ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনা না-করে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ দিয়ে দেয় । আগে নিশ্চিত করুন যে ইএমআই বা কিস্তি আপনার আয়ের 50 শতাংশ অতিক্রম করবে না । যদি আপনার সমস্ত আয় আপনি কিস্তিতেই দিয়ে দেন ৷ ভবিষ্যতে তাহলে আপনার আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে । কিস্তি না-দিতে পারলে পরে জরিমানা এবং সুদের হার বোঝা তৈরি করবে ।

আরও পড়ুন: সম্পত্তি হস্তান্তরের সুবিধার্থে ভেবেচিন্তে বাছুন নমিনি

ভালো এবং খারাপ ঋণের মধ্যে পার্থক্য জানাটা গুরুত্বপূর্ণ । সেই সমস্ত জিনিসগুলি কেনা দরকার যেগুলির সময়ের সঙ্গে সঙ্গে মূল্য বাড়বে । বিলাসিতা এবং আকাঙ্খা পূরণের জন্য ঋণ নিলে সেটি সবসময় মাথার উপর আর্থিক বোঝা হয়ে থাকবে । ক্রেডিট কার্ডের বিল শোধ করার জন্য কখনই ব্যক্তিগত ঋণ নেওয়া উচিত নয় ৷

হায়দরাবাদ, 24 নভেম্বর: অনেক সংস্থা এখন স্বেচ্ছায় ব্যক্তিগত ঋণ (Personal Loan) দিচ্ছে । এই সংস্থাগুলি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাংকে ঋণের পরিমাণ জমা করে (Deposit Loan Amounts) । কিন্তু জরুরি পরিস্থিতিতেই (Emergency Situation) এই ঋণগুলি নেওয়া দরকার ৷ তবে সম্পূর্ণ তথ্য যাচাই করার পর সেগুলি নেওয়া উচিত ৷ নয়তো এই ঋণ আপনাকে বিপাকে ফেলে দেবে ৷ এমনকী আর্থিক সংকটে পড়তে পারেন আপনি ৷

সাম্প্রতিককালে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) তাদের লোন অ্যাকাউন্টের সংখ্যা বাড়ানোর জন্য বিপুল পরিমাণে ব্যক্তিগত ঋণ দিচ্ছে । কখনও কখনও লোন দেওয়ার সময় তারা ক্রেডিট স্কোর নিয়েও মাথা ঘামায় না । যদি আপনার ব্যক্তিগত ঋণের দরকার পরে তবে প্রথমেই সিদ্ধান্ত নিন কোন সংস্থা আপনার প্রয়োজন অনুযায়ী ঋণ দেবে । এরপর সুদের হার (Interest Rate) এবং প্রসেসিং ফি (Processing Fee) পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে । সমস্ত তথ্যের জন্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে গিয়ে আগে খোঁজ নিন । তারপর সেগুলির নোট নিন ৷ শুধুমাত্র তথ্য সংগ্রহ করুন ৷ কিন্তু একবারে সমস্ত সংস্থার লোনের জন্য আবেদন করবেন না । এই ধরনের কাজ আপনার ক্রেডিট রিপোর্টকে প্রভাবিত করবে ৷

তাড়াহুড়ো করে ঋণ নিতে গিয়ে অনেকেই নিয়ম-কানুন মেনে চলেন না । বিভিন্ন সংস্থার বিভিন্ন শর্ত রয়েছে । কেউ কেউ অগ্রিম টাকা দেওয়ার ফি সংগ্রহ করে এবং ঋণের সঙ্গে বীমা পলিসি (Insurance Policies) নেওয়ার জন্য জোর দেয় । এই সমস্ত শর্তগুলি আপনি তখনই জানতে পারবেন যখন ঋণ চুক্তিটি ভালোভাবে দেখে নেবেন । তাই এই বিষয়ে তাড়াহুড়ো করার দরকার নেই ৷ ভালো করে পড়ে দেখে নিন চুক্তিপত্র ৷ নইলে এটাই আপনার ক্ষতির কারণ হয়ে উঠবে ।

আপনি হয়তো জরুরি প্রয়োজনে ঋণ নিচ্ছেন ৷ কিন্তু এই ঋণ আপনার প্রয়োজন সম্পূর্ণরূপে নাও মেটাতে পারে । সুতরাং, এমন একটি ফার্ম বা সংস্থার কাছে যাওয়া ভালো যা সর্বাধিক ঋণ দেবে । বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক এবং এনবিএফসিগুলি (NBFC) আপনার যতটা দরকার ততটা ঋণ দিতে পারে না । কিছু সময় আপনার প্রয়োজন না-থাকা সত্ত্বেও তারা অ্যাকাউন্টে যোগ্য পরিমাণের টাকা জমা করবে । এ ব্যাপারে প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করতে হবে । যদি প্রয়োজনের চেয়ে বড় ঋণ নেওয়া হয়, তাহলে ইএমআই (সমান মাসিক কিস্তি) একটি বড় বোঝা ঘাড়ে চেপে বসবে ।

সময়মত ঋণের কিস্তি (Timely payment) পরিশোধ করা খুবই গুরুত্বপূর্ণ । কিছু সংস্থা ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনা না-করে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে ঋণ দিয়ে দেয় । আগে নিশ্চিত করুন যে ইএমআই বা কিস্তি আপনার আয়ের 50 শতাংশ অতিক্রম করবে না । যদি আপনার সমস্ত আয় আপনি কিস্তিতেই দিয়ে দেন ৷ ভবিষ্যতে তাহলে আপনার আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে । কিস্তি না-দিতে পারলে পরে জরিমানা এবং সুদের হার বোঝা তৈরি করবে ।

আরও পড়ুন: সম্পত্তি হস্তান্তরের সুবিধার্থে ভেবেচিন্তে বাছুন নমিনি

ভালো এবং খারাপ ঋণের মধ্যে পার্থক্য জানাটা গুরুত্বপূর্ণ । সেই সমস্ত জিনিসগুলি কেনা দরকার যেগুলির সময়ের সঙ্গে সঙ্গে মূল্য বাড়বে । বিলাসিতা এবং আকাঙ্খা পূরণের জন্য ঋণ নিলে সেটি সবসময় মাথার উপর আর্থিক বোঝা হয়ে থাকবে । ক্রেডিট কার্ডের বিল শোধ করার জন্য কখনই ব্যক্তিগত ঋণ নেওয়া উচিত নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.