কলকাতা, 9 অক্টোবর: ‘সকলের জন্য এক পলিসি’, যে কোনও বিমা সংস্থার ক্ষেত্রে এটি খুব সাধারণ একটা স্লোগান ৷ আর তাই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিমা সংস্থাগুলি তাদের বিশেষ স্কিমগুলি চালু করে ৷ তারা কঠর পরিশ্রম করে, যাতে তাদের গ্রাহকরা কোনওরকম ঝামেলার মধ্যে না পড়েই বিমা কিনতে পারেন ৷ বিমা গ্রাহকরা সবসময় নতুন কিছু চান ৷ তাই ভালো বিমা এবং পরিষেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংস্থাগুলি ৷
একই সঙ্গে গ্রাহকরা কোনও বিমা কেনার সময় বেশি টাকা খরচ করতে চান না ৷ আর তাই বিমা সংস্থাগুলিও সেই মতো বিভিন্ন পলিসি নিয়ে আসেন সব স্তরের গ্রাহকদের জন্য ৷ ‘আপনার সাধ্যের মধ্যে খরচ’ (PAYC), এই স্লোগানটি বলা যেতে পারে সাম্প্রতিক সময়ে মোটর গাড়ির বিমার (Motor Insurance Policy) ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে ৷ এই পদ্ধতিটি ইতিমধ্যে অনেক উন্নত দেশে ব্যাপকভাবে ব্যবহার করা হয় ৷ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) সম্প্রতি আমাদের দেশে এই ধরনের বিমাগুলি অনুমোদন দিয়েছে ৷
‘আপনার সাধ্যের মধ্যে খরচ’ (Pay-as-You-Consume Policy), এই স্লোগান আসলে একটি অ্যাড-অন কভার, যা সম্পূর্ণভাবে মোটর বিমা নীতির অধীনে পড়ে ৷ এটি বিমা গ্রাহককে তার গাড়ির ব্যবহারের উপর ভিত্তি করে কভারেজ বেছে নেওয়ার স্বাধীনতা দেয় ৷ কত প্রিমিয়াম দিতে হবে তা নির্ভর করে, কতটা দূরত্বে ভ্রমণ করা হচ্ছে তার উপর ৷ সেই মতো বিমা কভারেজ (Motor Insurance) বেছে নেওয়া হয় ৷ বিমা কোম্পানির দেওয়া বিভিন্ন ধাপের পলিসি থেকে তা বেছে নেওয়া যায় ৷ এটা বিমাকারী সংস্থার উপর নির্ভর করে বদল হতে থাকে ৷
আরও পড়ুন: স্বপ্নের বাড়ি বা গাড়ি কিনতে নির্ঝঞ্ঝাটে ঋণ কীভাবে নেবেন ?
পূর্ব-নির্ধারিত ব্যবহারের সীমা অতিক্রম করলে আমাদের কী করা উচিত ? চিন্তার কোনও কারণ নেই ৷ এক্ষেত্রে গ্রাহক অন্য অতিরিক্ত কলামে যেতে পারেন এবং আগের পলিসি সঙ্গে অতিরিক্ত প্রিমিয়াম যোগ করে বিমার সুবিধা লাভ করতে পারেন ৷ সাধারণত অটোমোবাইল ক্ষেত্রে বিমা প্রিমিয়াম গাড়ির মডেল এবং কতদিনের পুরনো তার উপর নির্ভর করে নির্ধারণ করা হয় ৷ আর এর ফলে গ্রাহককে ব্যক্তিগত প্রয়োজন অনুসারে পলিসি নির্ধারণ করতে সহায়তা করে ৷