ETV Bharat / business

India's Financial Growth: চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার 6.7 শতাংশ হবে, পূর্বাভাস মুডিসের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 2:44 PM IST

India Growth Projection in 2023 Calendar Year: ভারতের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির হার 5.5 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করল মুডি'স ইনভেস্টর সার্ভিস ৷ সংস্থার তরফে বলা হয়েছে, দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে জিডিপি বৃদ্ধির হার অনেকটাই উপরে হওয়ায়, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

India's Financial Growth ETV BHARAT
India's Financial Growth

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: 2023 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার 6.7 শতাংশ হবে ৷ শুক্রবার এমনই পূর্বাভাস দিল মুডি'স ইনভেস্টর সার্ভিস ৷ এই সংস্থার মতে ভারতীয় অর্থনীতি গতিশীল ও শক্তিশালী হওয়ায় এই বৃদ্ধির পূর্বভাস ৷ মুডি'স তার গ্লোবাল ম্যাক্রো আউটলুকে বলেছে, "গত বছরের থেকে এবার দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে (এপ্রিল থেকে জুন) জিডিপি বৃদ্ধির হার 7.8 শতাংশ হয়েছে ৷ সেই কারণেই চলতি অর্থবর্ষে আমরা ভারতের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির হার 5.5 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছি ৷’’

ওই সংস্থা জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ অর্থনীতির ভিত মজবুত হওয়ার কারণে, ঝুঁকি নিয়ে আর্থিক বৃদ্ধির হার বাড়িয়েছে ৷ এমনকি 2023 সালের দ্বিতীয় ত্রৈমাসিক বৃদ্ধির হার অনেকটা বেশি হওয়ায় প্রত্যাশা বাড়িয়েছে ৷ তবে, 2024 সালে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস 6.5 শতাংশ থেকে 6.1 শতাংশে নামিয়ে এনেছে ৷

তবে, ভারতে বর্ষার সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ জুন থেকে অক্টোবর পর্যন্ত অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির আশংকা করা হচ্ছে ৷ 29 অগস্ট পর্যন্ত সারা দেশে বৃষ্টির ঘাটতি আনুমানিক 9 শতাংশে পৌঁছে গিয়েছে ৷ পাশাপাশি, এ বছরের শেষে এবং 2024 সালের শুরুতে এল-নিনোর প্রভাব বাড়লে, তা ভারতের খাদ্যশস্যের বাজারেও প্রভাব ফেলবে ৷ যা মুদ্রাস্ফীতির একটা কারণ হতে পারে বলেও উল্লেখ করেছে মুডি'স ইনভেস্টর সার্ভিস ৷

আরও পড়ুন: প্রথম ত্রৈমাসিকেই 8 শতাংশ ছাড়াবে দেশের জিডিপি, অনুমান এসবিআইয়ের গবেষকদের

অগস্ট মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটি রেপো রেটে কোনও বদল আনেনি ৷ তৃতীয়বারের মতো তা অপরিবর্তিত রাখা হয়েছে ৷ খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং এন-নিনো সংক্রান্ত আবহাওয়ার অস্বাভাবিক বদলের আশংকা, আগামী বছরের আর্থিক নীতি সহজ করার বিষয়টিকে বিলম্বিত করবে বলেও মনে করা হচ্ছে ৷ তবে, ভারতের আভ্যন্তরীণ চাহিদা সবসময় বেশি ৷ সেই কারণে, যতক্ষণ মুদ্রাস্ফীতি মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে, ততক্ষণ ভারতের আর্থিক বৃদ্ধির হারের সম্ভাবনা উর্ধ্বমুখী থাকবে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: 2023 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধির হার 6.7 শতাংশ হবে ৷ শুক্রবার এমনই পূর্বাভাস দিল মুডি'স ইনভেস্টর সার্ভিস ৷ এই সংস্থার মতে ভারতীয় অর্থনীতি গতিশীল ও শক্তিশালী হওয়ায় এই বৃদ্ধির পূর্বভাস ৷ মুডি'স তার গ্লোবাল ম্যাক্রো আউটলুকে বলেছে, "গত বছরের থেকে এবার দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে (এপ্রিল থেকে জুন) জিডিপি বৃদ্ধির হার 7.8 শতাংশ হয়েছে ৷ সেই কারণেই চলতি অর্থবর্ষে আমরা ভারতের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির হার 5.5 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছি ৷’’

ওই সংস্থা জানিয়েছে, ভারতের অভ্যন্তরীণ অর্থনীতির ভিত মজবুত হওয়ার কারণে, ঝুঁকি নিয়ে আর্থিক বৃদ্ধির হার বাড়িয়েছে ৷ এমনকি 2023 সালের দ্বিতীয় ত্রৈমাসিক বৃদ্ধির হার অনেকটা বেশি হওয়ায় প্রত্যাশা বাড়িয়েছে ৷ তবে, 2024 সালে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস 6.5 শতাংশ থেকে 6.1 শতাংশে নামিয়ে এনেছে ৷

তবে, ভারতে বর্ষার সময় গড় বৃষ্টিপাতের পরিমাণ জুন থেকে অক্টোবর পর্যন্ত অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে খাদ্য দ্রব্যের মূল্যবৃদ্ধির আশংকা করা হচ্ছে ৷ 29 অগস্ট পর্যন্ত সারা দেশে বৃষ্টির ঘাটতি আনুমানিক 9 শতাংশে পৌঁছে গিয়েছে ৷ পাশাপাশি, এ বছরের শেষে এবং 2024 সালের শুরুতে এল-নিনোর প্রভাব বাড়লে, তা ভারতের খাদ্যশস্যের বাজারেও প্রভাব ফেলবে ৷ যা মুদ্রাস্ফীতির একটা কারণ হতে পারে বলেও উল্লেখ করেছে মুডি'স ইনভেস্টর সার্ভিস ৷

আরও পড়ুন: প্রথম ত্রৈমাসিকেই 8 শতাংশ ছাড়াবে দেশের জিডিপি, অনুমান এসবিআইয়ের গবেষকদের

অগস্ট মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অর্থনৈতিক নীতি নির্ধারণ কমিটি রেপো রেটে কোনও বদল আনেনি ৷ তৃতীয়বারের মতো তা অপরিবর্তিত রাখা হয়েছে ৷ খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি এবং এন-নিনো সংক্রান্ত আবহাওয়ার অস্বাভাবিক বদলের আশংকা, আগামী বছরের আর্থিক নীতি সহজ করার বিষয়টিকে বিলম্বিত করবে বলেও মনে করা হচ্ছে ৷ তবে, ভারতের আভ্যন্তরীণ চাহিদা সবসময় বেশি ৷ সেই কারণে, যতক্ষণ মুদ্রাস্ফীতি মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে, ততক্ষণ ভারতের আর্থিক বৃদ্ধির হারের সম্ভাবনা উর্ধ্বমুখী থাকবে ৷ (খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.