ETV Bharat / business

Maruti Suzuki New SUV: ভারতের বাজারে নতুন দু’টি এসইউভি আনল মারুতি সুজুকি - জিমনি ও ফ্রনক্স

ভারতীয় গ্রাহকদের জন্য দু’টো নতুন গাড়ি নিয়ে এল মারুতি সুজুকি ৷ বৃহস্পতিবার অটো এক্সপোতে (Auto Expo 2023) এই গাড়ি দু’টির উদ্বোধন করেন সংস্থার এমডি ও সিইও হিসাসি তাকেউচি ৷

Maruti Suzuki New SUV
Maruti Suzuki New SUV
author img

By

Published : Jan 12, 2023, 4:24 PM IST

গ্রেটার নয়ডা, 12 জানুয়ারি: এসইউভি (SUV) বা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টেক্কা দিতে চায় মারুতি সুজুকি ৷ তাই ওই সংস্থার তরফে ভারতে জিমনি ও ফ্রনক্স (Jimny and Fronx) নামে দু’টি গাড়ির মডেলের উন্মোচন করা হল ৷ মারুতি সুজুকি (Maruti Suzuki) দেশের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা ৷ তারা এবার এসইউভি-তে নিজেদের উপস্থিতি জোরদার করে চায় ৷ আর অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে 50 শতাংশ বাজার নিজেদের দখলে ফিরিয়ে আনতে চায় ৷

এদিন অটো এক্সপো 2023-এই গাড়িগুলিকে উন্মোচন করা হয় ৷ তার পর সংস্থার এমডি ও সিইও হিসাসি তাকেউচি জানান, কোম্পানির মধ্যমেয়াদী লক্ষ্য হল 50 শতাংশ বাজার ফিরে পাওয়া এবং এসইউভি বিভাগে এক নম্বর অবস্থান সুরক্ষিত করা ৷ সেই লক্ষ্যপূরণের জন্যই সংস্থার তরফে দু’টি নতুন গাড়ি বাজারে আনা হল ।

তিনি আরও বলেন, "আমি আত্মবিশ্বাসী যে মারুতি সুজুকি 2023-24 আর্থিক বছরে এসইউভি সেগমেন্টে এক নম্বর স্থান অর্জন করবে ৷" একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ভারতীয় বাজারে এসইউভি-এর প্রতি গ্রাহকদের পছন্দের দ্রুত পরিবর্তন হয়েছে । তাঁর সংস্থার সম্প্রতি বাজারে নিয়ে আসা এসইউভি গ্র্যান্ড ভিটারা এবং ব্রেজা গ্রাহকদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে ৷ অনেকেই এই গাড়ি কিনতে চাইছেন ৷

অর্ধ শতাব্দীর ঐতিহ্য নিয়ে এসেছে জিমনি । সুজুকি বিশ্বব্যাপী 199টি দেশ ও অঞ্চলে জিমনির 3.2 মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি করেছে । কিন্তু জিমনিকে ভারতীয় গ্রাহকদের জন্য বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন তাকেউচি ৷ তিনি বলেন, "জিমনিতে পাঁচটি দরজা থাকছে ৷ ভারতেই এই মডেল প্রথম উন্মোচন করা হচ্ছে ।’’ তিনি আরও জানান, সব ধরনের পরিস্থিতিতে এই গাড়ি চলতে পারবে ৷

তাকেউচি উল্লেখ করেছেন যে ফ্রনক্স মডেলের গাড়িটিতে একটি নতুন এক-লিটার টার্বো বুস্টারজেট ডাইরেক্ট ইনজেকশন ইঞ্জিন থাকছে ৷ সংস্থার উভয় মডেলের বুকিং শুরু করেছে ৷ এই গাড়িগুলি নেক্সার আউটলেট থেকেই বিক্রি হবে ৷ মনে করা হচ্ছে, আগামী আর্থিক বছরের প্রথম দিকে গাড়ি হাতে পাবেন গ্রাহকরা ৷ গত অর্থবছরে, এসইউভি বিভাগে মারুতি সুজুকির বাজার শেয়ার ছিল মাত্র 10.9 শতাংশ ।

মারুতি সুজুকির যাত্রীবাহী গাড়ি বিক্রি কমে যেতেই এসইউভির বিক্রিও কমতে শুরু করে স্বাভাবিকভাবে ৷ 2019 আর্থিক বছরে 51 শতাংশ থেকে এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বিক্রি প্রায় 42 শতাংশে নেমে এসেছে ।

আরও পড়ুন: চলতি বছরে বিশ্বব্যাপী গাড়ি বিক্রিতে তৃতীয় স্থানে হুন্ডাই

গ্রেটার নয়ডা, 12 জানুয়ারি: এসইউভি (SUV) বা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে টেক্কা দিতে চায় মারুতি সুজুকি ৷ তাই ওই সংস্থার তরফে ভারতে জিমনি ও ফ্রনক্স (Jimny and Fronx) নামে দু’টি গাড়ির মডেলের উন্মোচন করা হল ৷ মারুতি সুজুকি (Maruti Suzuki) দেশের বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা ৷ তারা এবার এসইউভি-তে নিজেদের উপস্থিতি জোরদার করে চায় ৷ আর অভ্যন্তরীণ যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে 50 শতাংশ বাজার নিজেদের দখলে ফিরিয়ে আনতে চায় ৷

এদিন অটো এক্সপো 2023-এই গাড়িগুলিকে উন্মোচন করা হয় ৷ তার পর সংস্থার এমডি ও সিইও হিসাসি তাকেউচি জানান, কোম্পানির মধ্যমেয়াদী লক্ষ্য হল 50 শতাংশ বাজার ফিরে পাওয়া এবং এসইউভি বিভাগে এক নম্বর অবস্থান সুরক্ষিত করা ৷ সেই লক্ষ্যপূরণের জন্যই সংস্থার তরফে দু’টি নতুন গাড়ি বাজারে আনা হল ।

তিনি আরও বলেন, "আমি আত্মবিশ্বাসী যে মারুতি সুজুকি 2023-24 আর্থিক বছরে এসইউভি সেগমেন্টে এক নম্বর স্থান অর্জন করবে ৷" একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, ভারতীয় বাজারে এসইউভি-এর প্রতি গ্রাহকদের পছন্দের দ্রুত পরিবর্তন হয়েছে । তাঁর সংস্থার সম্প্রতি বাজারে নিয়ে আসা এসইউভি গ্র্যান্ড ভিটারা এবং ব্রেজা গ্রাহকদের কাছ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে ৷ অনেকেই এই গাড়ি কিনতে চাইছেন ৷

অর্ধ শতাব্দীর ঐতিহ্য নিয়ে এসেছে জিমনি । সুজুকি বিশ্বব্যাপী 199টি দেশ ও অঞ্চলে জিমনির 3.2 মিলিয়নেরও বেশি ইউনিট বিক্রি করেছে । কিন্তু জিমনিকে ভারতীয় গ্রাহকদের জন্য বিশেষ কিছু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন তাকেউচি ৷ তিনি বলেন, "জিমনিতে পাঁচটি দরজা থাকছে ৷ ভারতেই এই মডেল প্রথম উন্মোচন করা হচ্ছে ।’’ তিনি আরও জানান, সব ধরনের পরিস্থিতিতে এই গাড়ি চলতে পারবে ৷

তাকেউচি উল্লেখ করেছেন যে ফ্রনক্স মডেলের গাড়িটিতে একটি নতুন এক-লিটার টার্বো বুস্টারজেট ডাইরেক্ট ইনজেকশন ইঞ্জিন থাকছে ৷ সংস্থার উভয় মডেলের বুকিং শুরু করেছে ৷ এই গাড়িগুলি নেক্সার আউটলেট থেকেই বিক্রি হবে ৷ মনে করা হচ্ছে, আগামী আর্থিক বছরের প্রথম দিকে গাড়ি হাতে পাবেন গ্রাহকরা ৷ গত অর্থবছরে, এসইউভি বিভাগে মারুতি সুজুকির বাজার শেয়ার ছিল মাত্র 10.9 শতাংশ ।

মারুতি সুজুকির যাত্রীবাহী গাড়ি বিক্রি কমে যেতেই এসইউভির বিক্রিও কমতে শুরু করে স্বাভাবিকভাবে ৷ 2019 আর্থিক বছরে 51 শতাংশ থেকে এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বিক্রি প্রায় 42 শতাংশে নেমে এসেছে ।

আরও পড়ুন: চলতি বছরে বিশ্বব্যাপী গাড়ি বিক্রিতে তৃতীয় স্থানে হুন্ডাই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.