ETV Bharat / business

Gold and Silver ETFs: বিনিয়োগে বৈচিত্র আনতে সোনা, রুপোয় আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের

author img

By

Published : Oct 17, 2022, 1:21 PM IST

সোনা এবং রুপোয় ডিজিট্যাল বিনিয়োগের (Gold and Silver ETFs) আগ্রহ বাড়ছে ভারতীয়দের মধ্যে ৷ বিনিয়োগে বৈচিত্র আনতেই এই পদক্ষেপ করছেন বিনিয়োগকারীদের একাংশ ৷

Investors diversified their investments by Gold and silver ETFs
Gold and silver ETFs: বিনিয়োগে বৈচিত্র আনতে সোনা, রুপোয় আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের

হায়দরাবাদ, 17 অক্টোবর: দেরিতে হলেও ডিজিট্যাল বিনিয়োগের জন্য সোনা এবং রুপোকে বেছে নিচ্ছে আমজনতা ৷ অর্থাৎ, ডিজিট্যাল লেনদেনের মাধ্যমেই সোনা ও রুপোয় বিনিয়োগের (Gold and Silver ETFs) আগ্রহ বাড়ছে ভারতীয়দের মধ্যে ৷ ওয়াকিবহাল মহল বলছে, যাঁরা বাজারে বিনিয়োগ করেন, তাঁদের অনেকেই এখন আর নির্দিষ্ট কোনও ক্ষেত্রে আবদ্ধ থাকতে চাইছেন না ৷ বরং বিনিয়োগের পরিসর বাড়াতে চাইছেন ৷ এর ফলেই সোনা ও রুপোয় বিনিয়োগ বাড়ছে ৷

ঠিক এই ধরনের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ তহবিল চালু করেছে মোতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড (Motilal Oswal Mutual Fund) ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে, মোতিলাল ওসওয়াল গোল্ড অ্য়ান্ড সিলভার এক্সচেঞ্জ ট্রেড ফান্ডস (Motilal Oswal Gold and Silver Exchange Traded Mutual Funds) ৷ এই এক্সচেঞ্জ ট্রেড ফান্ডসটি (ETFs) শুরু করার জন্য সংস্থার তরফে বিনিয়োগকারীদের যে অফার বা এনএফও (NFO) দেওয়া হচ্ছে, তা আগামী 7 নভেম্বর শেষ হয়ে যাবে ৷

আরও পড়ুন: দীর্ঘমেয়াদে ভালো লাভের জন্য ইউএলআইপি-তে বিনিয়োগ কার্যকরী

এই তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ এই তহবিলে সর্বনিম্ন 500 টাকা বিনিয়োগ করা যাবে ৷ এর আওতায় সোনা এবং রুপোর পাশাপাশি অন্যান্য মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করা যাবে ৷

এছাড়াও, সোনায় বিনিয়োগের আরও অনেকগুলি প্রকল্প রয়েছে ৷ যার মধ্যে অন্যতম, আইসিআইসিআই প্রুডেনসিয়াল গোল্ড ইটিএফ, নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বীস, এসবিআই-ইটিএফ গোল্ড, কোটাক গোল্ড ইটিএফ এবং এইচডিএফসি গোল্ড ইটিএফ ৷ অন্যদিকে, রুপোয় বিনিয়োগের জন্য রয়েছে আইসিআইসিআই প্রুডেনসিয়াল সিলভার ইটিএফ, নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ এবং আদিত্য বিড়লা সিলভার ইটিএফ ৷

নিয়ম অনুসারে, এই ধরনের বিনিয়োগে 70 শতাংশ টাকা সোনায় এবং বাকি টাকা রুপোয় বিনিয়োগ করা হয় ৷ যেসব বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগের পরিসর বাড়িয়ে তাতে বৈচিত্র আনতে চান, তাঁদের কথা ভেবেই এই ধরনের প্রকল্প বাজারে আনা হয় ৷

আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড একটি উদ্ভাবনী প্রকল্প বাজারে এনেছে ৷ এর আওতায় একটিমাত্র বিনিয়োগের মাধ্যমেই একাধিক ক্ষেত্রে টাকা খাটানো সম্ভব ৷ আগামী 10 নভেম্বর এর এনএফও বন্ধ হয়ে যাবে ৷ এই প্রকল্পে ন্যূনতম 100 টাকা বিনিয়োগ করা যাবে ৷

হায়দরাবাদ, 17 অক্টোবর: দেরিতে হলেও ডিজিট্যাল বিনিয়োগের জন্য সোনা এবং রুপোকে বেছে নিচ্ছে আমজনতা ৷ অর্থাৎ, ডিজিট্যাল লেনদেনের মাধ্যমেই সোনা ও রুপোয় বিনিয়োগের (Gold and Silver ETFs) আগ্রহ বাড়ছে ভারতীয়দের মধ্যে ৷ ওয়াকিবহাল মহল বলছে, যাঁরা বাজারে বিনিয়োগ করেন, তাঁদের অনেকেই এখন আর নির্দিষ্ট কোনও ক্ষেত্রে আবদ্ধ থাকতে চাইছেন না ৷ বরং বিনিয়োগের পরিসর বাড়াতে চাইছেন ৷ এর ফলেই সোনা ও রুপোয় বিনিয়োগ বাড়ছে ৷

ঠিক এই ধরনের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ তহবিল চালু করেছে মোতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ড (Motilal Oswal Mutual Fund) ৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে, মোতিলাল ওসওয়াল গোল্ড অ্য়ান্ড সিলভার এক্সচেঞ্জ ট্রেড ফান্ডস (Motilal Oswal Gold and Silver Exchange Traded Mutual Funds) ৷ এই এক্সচেঞ্জ ট্রেড ফান্ডসটি (ETFs) শুরু করার জন্য সংস্থার তরফে বিনিয়োগকারীদের যে অফার বা এনএফও (NFO) দেওয়া হচ্ছে, তা আগামী 7 নভেম্বর শেষ হয়ে যাবে ৷

আরও পড়ুন: দীর্ঘমেয়াদে ভালো লাভের জন্য ইউএলআইপি-তে বিনিয়োগ কার্যকরী

এই তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ মুখোপাধ্যায় ৷ এই তহবিলে সর্বনিম্ন 500 টাকা বিনিয়োগ করা যাবে ৷ এর আওতায় সোনা এবং রুপোর পাশাপাশি অন্যান্য মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করা যাবে ৷

এছাড়াও, সোনায় বিনিয়োগের আরও অনেকগুলি প্রকল্প রয়েছে ৷ যার মধ্যে অন্যতম, আইসিআইসিআই প্রুডেনসিয়াল গোল্ড ইটিএফ, নিপ্পন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বীস, এসবিআই-ইটিএফ গোল্ড, কোটাক গোল্ড ইটিএফ এবং এইচডিএফসি গোল্ড ইটিএফ ৷ অন্যদিকে, রুপোয় বিনিয়োগের জন্য রয়েছে আইসিআইসিআই প্রুডেনসিয়াল সিলভার ইটিএফ, নিপ্পন ইন্ডিয়া সিলভার ইটিএফ এবং আদিত্য বিড়লা সিলভার ইটিএফ ৷

নিয়ম অনুসারে, এই ধরনের বিনিয়োগে 70 শতাংশ টাকা সোনায় এবং বাকি টাকা রুপোয় বিনিয়োগ করা হয় ৷ যেসব বিনিয়োগকারীরা তাঁদের বিনিয়োগের পরিসর বাড়িয়ে তাতে বৈচিত্র আনতে চান, তাঁদের কথা ভেবেই এই ধরনের প্রকল্প বাজারে আনা হয় ৷

আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড একটি উদ্ভাবনী প্রকল্প বাজারে এনেছে ৷ এর আওতায় একটিমাত্র বিনিয়োগের মাধ্যমেই একাধিক ক্ষেত্রে টাকা খাটানো সম্ভব ৷ আগামী 10 নভেম্বর এর এনএফও বন্ধ হয়ে যাবে ৷ এই প্রকল্পে ন্যূনতম 100 টাকা বিনিয়োগ করা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.