ETV Bharat / business

International Trade in Rupees: শীঘ্রই আন্তর্জাতিক বাণিজ্যেক লেনদেন ভারতীয় মুদ্রায়, জানালেন পীযূষ গোয়েল - ভারতীয় মুদ্রা

গোটা বিশ্ব চায় ভারতের সঙ্গে ব্যবসায়িক চুক্তি ৷ শীঘ্রই ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হতে চলেছে । এর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) অন্যান্য দেশের ব্যাংকের সঙ্গে কথা বলছে । কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ৷

International Trade
ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক বাণিজ্যি
author img

By

Published : Apr 23, 2023, 7:48 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: খুশির খবর দেশবাসীর জন্যে ৷ ভারতীয় মুদ্রায় শীঘ্রই চালু হবে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন ৷ শনিবার এমনটাই আশা জুগিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ৷ তিনি জানিয়েছেন, ব্যবসায়ীরা শীঘ্রই বিদেশিদের সঙ্গে দেশীয় মুদ্রা অর্থাৎ রুপিতে বাণিজ্য করবে । পীযূষ গোয়েল বলেন, "বিভিন্ন দেশের অনেক ব্যাংক ভারতীয় ব্যাংকগুলির সঙ্গে বিশেষ ভোস্ট্রো অ্যাকাউন্ট খুলছে । রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ব্রিটেন, সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ড-সহ 18টি দেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলির সঙ্গে স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট (এসআরভিএ) খোলার জন্য 60টি অনুরোধ অনুমোদন করেছে ৷"

অন্যান্য দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য হবে: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানান, কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এই বিষয়ে অনেক দেশের ব্যাংকের সঙ্গে কথা বলছে । এ বিষয়ে সমঝোতা হলে শিগগিরই বহু দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা ব্যবহার করা হবে । তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং কানাডার মতো উন্নত দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য আলোচনা খুব ভালো পর্যায়ে রয়েছে ।

সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি চায়: জানা গিয়েছে, কাউন্সিল এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন গ্রুপও রুপিতে বৈদেশিক বাণিজ্য করার জন্য ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত । মন্ত্রী বলেছেন, "সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে প্রবেশ করতে চায় । টেক্সটাইল সেক্টরের জন্য প্রোডাকশন লিংক ইনসেনটিভ স্কিমের দ্বিতীয় ধাপ নিয়ে ভালো আলোচনা হয়েছে । আমি আশা করি খুব শীঘ্রই আমরা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করার জন্য অনুমোদন পাব ।"

টাস্ক ফোর্স গঠন করা হবে: টেক্সটাইল সেক্টরের প্রচারের বিষয়ে বস্ত্র মন্ত্রক একটি ইএসজি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন । কীভাবে টেক্সটাইলকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে এই টাস্কফোর্সকে । হস্তশিল্প এবং তাঁত পণ্যের বিক্রয় ও প্রচারের জন্য মন্ত্রক একটি পোর্টালও চালু করেছে । রফতানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "টেক্সটাইল খাতে 100 বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ।"

আরও পড়ুন: 9 মাসে আরবিআই-এর বিদেশি মুদ্রার ভান্ডারের পরিমাণ সর্বোচ্চ

নয়াদিল্লি, 23 এপ্রিল: খুশির খবর দেশবাসীর জন্যে ৷ ভারতীয় মুদ্রায় শীঘ্রই চালু হবে আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেন ৷ শনিবার এমনটাই আশা জুগিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ৷ তিনি জানিয়েছেন, ব্যবসায়ীরা শীঘ্রই বিদেশিদের সঙ্গে দেশীয় মুদ্রা অর্থাৎ রুপিতে বাণিজ্য করবে । পীযূষ গোয়েল বলেন, "বিভিন্ন দেশের অনেক ব্যাংক ভারতীয় ব্যাংকগুলির সঙ্গে বিশেষ ভোস্ট্রো অ্যাকাউন্ট খুলছে । রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ব্রিটেন, সিঙ্গাপুর এবং নিউজিল্যান্ড-সহ 18টি দেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলির সঙ্গে স্পেশাল রুপি ভোস্ট্রো অ্যাকাউন্ট (এসআরভিএ) খোলার জন্য 60টি অনুরোধ অনুমোদন করেছে ৷"

অন্যান্য দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য হবে: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানান, কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এই বিষয়ে অনেক দেশের ব্যাংকের সঙ্গে কথা বলছে । এ বিষয়ে সমঝোতা হলে শিগগিরই বহু দেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রা ব্যবহার করা হবে । তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং কানাডার মতো উন্নত দেশগুলির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য আলোচনা খুব ভালো পর্যায়ে রয়েছে ।

সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি চায়: জানা গিয়েছে, কাউন্সিল এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন গ্রুপও রুপিতে বৈদেশিক বাণিজ্য করার জন্য ভারতের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত । মন্ত্রী বলেছেন, "সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে প্রবেশ করতে চায় । টেক্সটাইল সেক্টরের জন্য প্রোডাকশন লিংক ইনসেনটিভ স্কিমের দ্বিতীয় ধাপ নিয়ে ভালো আলোচনা হয়েছে । আমি আশা করি খুব শীঘ্রই আমরা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করার জন্য অনুমোদন পাব ।"

টাস্ক ফোর্স গঠন করা হবে: টেক্সটাইল সেক্টরের প্রচারের বিষয়ে বস্ত্র মন্ত্রক একটি ইএসজি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন । কীভাবে টেক্সটাইলকে আরও পরিবেশবান্ধব ও টেকসই করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে এই টাস্কফোর্সকে । হস্তশিল্প এবং তাঁত পণ্যের বিক্রয় ও প্রচারের জন্য মন্ত্রক একটি পোর্টালও চালু করেছে । রফতানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "টেক্সটাইল খাতে 100 বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ।"

আরও পড়ুন: 9 মাসে আরবিআই-এর বিদেশি মুদ্রার ভান্ডারের পরিমাণ সর্বোচ্চ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.