ETV Bharat / business

CRISIL on Indian GDP: 2024 অর্থবর্ষে ভারতের জিডিপি 6 শতাংশ বৃদ্ধি পাবে

ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল অর্থবর্ষ 2024-এ আরও ভালো ভারতীয় জিডিপি-র আশা প্রকাশ করেছে (CRISIL on Indian GDP)। ক্রিসিল বলেছে, বিশ্বের সমসাময়িক ঘটনা ভারতীয় অর্থনীতিতে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না । 2024 অর্থবর্ষে ভারতের জিডিপি 6 শতাংশ বৃদ্ধি পেতে পারে ৷

Indian GDP
জিডিপি
author img

By

Published : Mar 16, 2023, 9:55 PM IST

হায়দরাবাদ, 16 মার্চ: বিশ্ব বাজারের অবস্থা ভালো নয় ৷ এই অবস্থাকে বিচার করে ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল লিমিটেড (Credit Rating Agency CRISIL) বৃহস্পতিবার অনুমান করেছে, ভারতের সমস্ত দেশিয় পণ্যের উৎপাদন (জিডিপি) 2024 সালের মধ্যে 6 শতাংশে পৌঁছবে । ভৌগলিক-রাজনৈতিক ঘটনাগুলির পারস্পরিক প্রভাবে অত্যন্ত উচ্চ মূল্যস্ফীতি এবং এর মোকাবিলায় সুদের হারের তীব্র বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে আরও খারাপ করেছে বলে ক্রিসিল উল্ল্যেখ করেছে ।

আগামী বছর মূল্যস্ফীতি 5 শতাংশ থাকার সম্ভাবনা: ক্রেডিট রেটিং এজেন্সি বলেছে, অভ্যন্তরীণ বিষয়ে 2024 অর্থবর্ষে সুদের হার বৃদ্ধির প্রভাব অব্যাহত থাকবে । ক্রিসিলের মতে, অপরিশোধিত তেল এবং দ্রব্যমূল্যের দাম কিছুটা নিয়ন্তনে থাকার কারণে আর্থিক বছর 2024 মূল্যস্ফীতির গড় 5 শতাংশ হবে বলে আশা করা হচ্ছে (Indian Economy in FY 2024)। তবে ভালো রবি ফসলের উৎপাদন খাদ্যে মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে সাহায্য করবে ৷ অন্যদিকে মন্থর অর্থনীতি মূল মুদ্রাস্ফীতিকে (food Inflation) কমিয়ে আনবে ।

এল নিনো ঘটনার সম্ভাবনা: ক্রেডিট রেটিং এজেন্সি বলেছে, তাপপ্রবাহ এবং বিশ্ব আবহাওয়া সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে যে আগামী কয়েক মাসের মধ্যে এল নিনোর ঘটনা ঘটতে পারে । ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আমিশ মেহতা বলেছেন, "ভারতের মধ্যমেয়াদি বৃদ্ধির সম্ভাবনা ভালো । আগামী পাঁচ অর্থবছরে, মূলধন ও উৎপাদনশীলতা বৃদ্ধির পেছনে জিডিপি বার্ষিক 6.8 শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি । বর্তমানে, প্রায় 9 শতাংশ অবকাঠামো এবং শিল্প ক্যাপেক্স সবুজ ।"

তিনি জানান, এই সংখ্যা 2027 অর্থবর্ষের মধ্যে 15 শতাংশে বৃদ্ধি পেতে পারে । প্রধান অর্থনীতিবিদ ধর্মকীর্তি জোশীর মতে, ভারতের বাহ্যিক দুর্বলতা কম কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট (Current Account Deficit) এবং স্বল্পমেয়াদি বাহ্যিক ঋণের সঙ্গে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: বিশ্বের খারাপ ব্যাংকিং পরিস্থিতির প্রভাব পড়ল সেনসেক্স ও নিফটিতে

হায়দরাবাদ, 16 মার্চ: বিশ্ব বাজারের অবস্থা ভালো নয় ৷ এই অবস্থাকে বিচার করে ক্রেডিট রেটিং এজেন্সি ক্রিসিল লিমিটেড (Credit Rating Agency CRISIL) বৃহস্পতিবার অনুমান করেছে, ভারতের সমস্ত দেশিয় পণ্যের উৎপাদন (জিডিপি) 2024 সালের মধ্যে 6 শতাংশে পৌঁছবে । ভৌগলিক-রাজনৈতিক ঘটনাগুলির পারস্পরিক প্রভাবে অত্যন্ত উচ্চ মূল্যস্ফীতি এবং এর মোকাবিলায় সুদের হারের তীব্র বৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে আরও খারাপ করেছে বলে ক্রিসিল উল্ল্যেখ করেছে ।

আগামী বছর মূল্যস্ফীতি 5 শতাংশ থাকার সম্ভাবনা: ক্রেডিট রেটিং এজেন্সি বলেছে, অভ্যন্তরীণ বিষয়ে 2024 অর্থবর্ষে সুদের হার বৃদ্ধির প্রভাব অব্যাহত থাকবে । ক্রিসিলের মতে, অপরিশোধিত তেল এবং দ্রব্যমূল্যের দাম কিছুটা নিয়ন্তনে থাকার কারণে আর্থিক বছর 2024 মূল্যস্ফীতির গড় 5 শতাংশ হবে বলে আশা করা হচ্ছে (Indian Economy in FY 2024)। তবে ভালো রবি ফসলের উৎপাদন খাদ্যে মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে সাহায্য করবে ৷ অন্যদিকে মন্থর অর্থনীতি মূল মুদ্রাস্ফীতিকে (food Inflation) কমিয়ে আনবে ।

এল নিনো ঘটনার সম্ভাবনা: ক্রেডিট রেটিং এজেন্সি বলেছে, তাপপ্রবাহ এবং বিশ্ব আবহাওয়া সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে যে আগামী কয়েক মাসের মধ্যে এল নিনোর ঘটনা ঘটতে পারে । ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আমিশ মেহতা বলেছেন, "ভারতের মধ্যমেয়াদি বৃদ্ধির সম্ভাবনা ভালো । আগামী পাঁচ অর্থবছরে, মূলধন ও উৎপাদনশীলতা বৃদ্ধির পেছনে জিডিপি বার্ষিক 6.8 শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি । বর্তমানে, প্রায় 9 শতাংশ অবকাঠামো এবং শিল্প ক্যাপেক্স সবুজ ।"

তিনি জানান, এই সংখ্যা 2027 অর্থবর্ষের মধ্যে 15 শতাংশে বৃদ্ধি পেতে পারে । প্রধান অর্থনীতিবিদ ধর্মকীর্তি জোশীর মতে, ভারতের বাহ্যিক দুর্বলতা কম কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট (Current Account Deficit) এবং স্বল্পমেয়াদি বাহ্যিক ঋণের সঙ্গে হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: বিশ্বের খারাপ ব্যাংকিং পরিস্থিতির প্রভাব পড়ল সেনসেক্স ও নিফটিতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.