ETV Bharat / business

আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে ভারতীয় অর্থনীতি, আশা আরবিআই প্রধানের - আরবিআই

RBI Governor Shaktikanta Das: আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে ভারতীয় অর্থনীতি ৷ এমনই আশার কথা শোলালেন শীর্ষ ব্যাঙ্কের প্রধান শক্তিকান্ত দাস ৷

RBI
আরবিআই
author img

By PTI

Published : Jan 18, 2024, 7:09 PM IST

Updated : Jan 18, 2024, 7:16 PM IST

দাভোস(সুইজারল্যান্ড), 18 জানুয়ারি: ভারতীয় অর্থনীতি আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, মুদ্রাস্ফীতি আরও কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় একথাই জানিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি সাম্প্রতিক বছরগুলিতে গৃহীত কাঠামোগত সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারকে কৃতিত্ব দিয়েছেন ৷ তাঁর কথায়, সরকার ভারতীয় অর্থনীতি মধ্যম এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়েছে । আরবিআই প্রধান বলেছেন, "বিশ্বব্যাপী চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশের মধ্যেও ভারত বৃদ্ধি এবং স্থিতিশীলতার ছবি তুলে ধরতে পেরেছে ।"

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় 'উচ্চ প্রবৃদ্ধি, নিম্ন ঝুঁকি: দ্য ইন্ডিয়া স্টোরি' বিষয়ক সেশনে বক্তব্য রাখতে গিয়ে শক্তিকান্ত দাস বলেন, বৈশ্বিক অর্থনীতির উপর সাম্প্রতিক তথ্যগুলি মূল্যবৃদ্ধির হ্রাসের বিষয়ে আশ্বস্ত করেছে ৷ যদিও প্রবৃদ্ধি কম রয়েছে । বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে । তবে ভূ-রাজনৈতিক কারণ এবং জলবায়ুর ঝুঁকিগুলি উদ্বেগের বিষয় হয়ে রয়ে গিয়েছে ৷" তাঁর দাবি, এমন বিপরীত পরিস্থিতিতেও ভারতীয় অর্থনীতি ইতিবাচক পথ ধরেই এগিয়ে চলেছে।

আরবিআই গভর্নর জানান, ভারতে জিডিপি এই বছর 7.2 শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে । দৃঢ় অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে ভারত দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ সাম্প্রতিককালে অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠেছে ৷ ভারতরে আর্থিক নীতি এবং এ সংক্রান্ত পদক্ষেপই এই পরিবর্তনের জন্য দায়ী বলে মনে করেন শীর্ষ ব্যাঙ্কের প্রধান। অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, খাদ্যমূল্যের ধাক্কা সামলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতের ৷

আরও পড়ুন:

  1. 'দুর্নীতিগ্রস্ত আরবিআই গভর্নর থেকে অর্থমন্ত্রী ', ইস্তফা চেয়ে বোমা-হুমকি শক্তিকান্তের মেলে!
  2. 6 শতাংশে বৃদ্ধির হার, 2047 সালের মধ্যে ভারত নিম্ন মধ্যম অর্থনীতিতেই থাকবে: রঘুরাম রাজন
  3. বাড়ছে না ইএমআইয়ের খরচ, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7% করল রিজার্ভ ব্যাংক

দাভোস(সুইজারল্যান্ড), 18 জানুয়ারি: ভারতীয় অর্থনীতি আগামী অর্থবর্ষে 7 শতাংশ বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, মুদ্রাস্ফীতি আরও কম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় একথাই জানিয়েছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি সাম্প্রতিক বছরগুলিতে গৃহীত কাঠামোগত সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারকে কৃতিত্ব দিয়েছেন ৷ তাঁর কথায়, সরকার ভারতীয় অর্থনীতি মধ্যম এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়েছে । আরবিআই প্রধান বলেছেন, "বিশ্বব্যাপী চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশের মধ্যেও ভারত বৃদ্ধি এবং স্থিতিশীলতার ছবি তুলে ধরতে পেরেছে ।"

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় 'উচ্চ প্রবৃদ্ধি, নিম্ন ঝুঁকি: দ্য ইন্ডিয়া স্টোরি' বিষয়ক সেশনে বক্তব্য রাখতে গিয়ে শক্তিকান্ত দাস বলেন, বৈশ্বিক অর্থনীতির উপর সাম্প্রতিক তথ্যগুলি মূল্যবৃদ্ধির হ্রাসের বিষয়ে আশ্বস্ত করেছে ৷ যদিও প্রবৃদ্ধি কম রয়েছে । বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে । তবে ভূ-রাজনৈতিক কারণ এবং জলবায়ুর ঝুঁকিগুলি উদ্বেগের বিষয় হয়ে রয়ে গিয়েছে ৷" তাঁর দাবি, এমন বিপরীত পরিস্থিতিতেও ভারতীয় অর্থনীতি ইতিবাচক পথ ধরেই এগিয়ে চলেছে।

আরবিআই গভর্নর জানান, ভারতে জিডিপি এই বছর 7.2 শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে । দৃঢ় অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে ভারত দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে ৷ সাম্প্রতিককালে অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠেছে ৷ ভারতরে আর্থিক নীতি এবং এ সংক্রান্ত পদক্ষেপই এই পরিবর্তনের জন্য দায়ী বলে মনে করেন শীর্ষ ব্যাঙ্কের প্রধান। অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, খাদ্যমূল্যের ধাক্কা সামলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতের ৷

আরও পড়ুন:

  1. 'দুর্নীতিগ্রস্ত আরবিআই গভর্নর থেকে অর্থমন্ত্রী ', ইস্তফা চেয়ে বোমা-হুমকি শক্তিকান্তের মেলে!
  2. 6 শতাংশে বৃদ্ধির হার, 2047 সালের মধ্যে ভারত নিম্ন মধ্যম অর্থনীতিতেই থাকবে: রঘুরাম রাজন
  3. বাড়ছে না ইএমআইয়ের খরচ, চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির অনুমান বাড়িয়ে 7% করল রিজার্ভ ব্যাংক
Last Updated : Jan 18, 2024, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.