ETV Bharat / business

Third-Largest Economy: জাপানকেও ছাপিয়ে 2030-এর মধ্যে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে ভারত! - অর্থনীতি

2030 সালের মধ্যে জাপানকেও ছাপিয়ে যেতে চলেছে ভারত ৷ পরিণত হবে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে ৷ এমনটাই জানিয়েছে এসএন্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স ৷

Third Largest Economy
ভারতীয় অর্থনীতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 9:12 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর: বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের ৷ তবে খুব শীঘ্র জাপানকে ছাপিয়ে যেতে চলেছে 130 কোটির এই দেশ ৷ 2030 সালের মধ্যে মার্কিন ডলার 7.3 ট্রিলিয়ন জিডিপি-সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে ভারত ৷ এমনই আশার কথা তার সর্বশেষ সংখ্যা পিএমআইতে বলেছে এসএন্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স । 2021 এবং 2022 সালে দুই বছর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ভারতীয় অর্থনীতি ৷ এই ধারা বজায় রয়েছে 2023 সালেও।

2024 সালের মার্চে শেষ হতে চলেছে অর্থবছর ৷ এ সময়ের মধ্যে ভারতের মোট দেশীয় পণ্য (জিডিপি) 6.2-6.3 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ এই অর্থবছরে সবচেয়ে দ্রুত বাড়ছে অর্থনীতি । এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি এপ্রিল-জুন প্রান্তিকে 7.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে । এসএন্ডপি গ্লোবাল বলেছে, ভারতের জিডিপি 2022 সালে 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে 2030 সালের মধ্যে 7.3 ট্রিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে ৷ অর্থনৈতিক প্রসারণের এই দ্রুত গতির ফলে 2030 সালের মধ্যে ভারতীয় জিডিপির আকার জাপানের জিডিপিকে ছাড়িয়ে যাবে, যা ভারতকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি করে তুলবে ৷

আরও পড়ুন: 2050 সালের মধ্যে 30 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছবে ভারত, দাবি এইচডিএফসি চেয়ারম্যানের

2022 সালের মধ্যে ভারতীয় জিডিপির আকার ইতিমধ্যে ব্রিটেন এবং ফ্রান্সের জিডিপির চেয়েও বড় হয়ে গিয়েছে । 2030 সালের মধ্যে ভারতের জিডিপি জার্মানিকেও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আমেরিকা বর্তমানে 25.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের জিডিপি-সহ বিশ্বের বৃহত্তম অর্থনীতি । এটি বিশ্বের জিডিপির এক চতুর্থাংশ । চিন হল দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, যার জিডিপি আকার প্রায় 18 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের জিডিপির প্রায় 17.9 শতাংশ । মার্কিন ডলার 4.2 ট্রিলিয়ন জিডিপি-সহ জাপান তৃতীয় স্থানে রয়েছে ৷ তারপরে রয়েছে মার্কিন ডলার 4 ট্রিলিয়ন জিডিপি-সহ জার্মানি । (সংবাদ সংস্থা-পিটিআই)

নয়াদিল্লি, 24 অক্টোবর: বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের ৷ তবে খুব শীঘ্র জাপানকে ছাপিয়ে যেতে চলেছে 130 কোটির এই দেশ ৷ 2030 সালের মধ্যে মার্কিন ডলার 7.3 ট্রিলিয়ন জিডিপি-সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে ভারত ৷ এমনই আশার কথা তার সর্বশেষ সংখ্যা পিএমআইতে বলেছে এসএন্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স । 2021 এবং 2022 সালে দুই বছর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ভারতীয় অর্থনীতি ৷ এই ধারা বজায় রয়েছে 2023 সালেও।

2024 সালের মার্চে শেষ হতে চলেছে অর্থবছর ৷ এ সময়ের মধ্যে ভারতের মোট দেশীয় পণ্য (জিডিপি) 6.2-6.3 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ৷ এই অর্থবছরে সবচেয়ে দ্রুত বাড়ছে অর্থনীতি । এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি এপ্রিল-জুন প্রান্তিকে 7.8 শতাংশ বৃদ্ধি পেয়েছে । এসএন্ডপি গ্লোবাল বলেছে, ভারতের জিডিপি 2022 সালে 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে 2030 সালের মধ্যে 7.3 ট্রিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে ৷ অর্থনৈতিক প্রসারণের এই দ্রুত গতির ফলে 2030 সালের মধ্যে ভারতীয় জিডিপির আকার জাপানের জিডিপিকে ছাড়িয়ে যাবে, যা ভারতকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি করে তুলবে ৷

আরও পড়ুন: 2050 সালের মধ্যে 30 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছবে ভারত, দাবি এইচডিএফসি চেয়ারম্যানের

2022 সালের মধ্যে ভারতীয় জিডিপির আকার ইতিমধ্যে ব্রিটেন এবং ফ্রান্সের জিডিপির চেয়েও বড় হয়ে গিয়েছে । 2030 সালের মধ্যে ভারতের জিডিপি জার্মানিকেও ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আমেরিকা বর্তমানে 25.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের জিডিপি-সহ বিশ্বের বৃহত্তম অর্থনীতি । এটি বিশ্বের জিডিপির এক চতুর্থাংশ । চিন হল দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, যার জিডিপি আকার প্রায় 18 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের জিডিপির প্রায় 17.9 শতাংশ । মার্কিন ডলার 4.2 ট্রিলিয়ন জিডিপি-সহ জাপান তৃতীয় স্থানে রয়েছে ৷ তারপরে রয়েছে মার্কিন ডলার 4 ট্রিলিয়ন জিডিপি-সহ জার্মানি । (সংবাদ সংস্থা-পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.