ETV Bharat / business

RuPay and Mir Cards: রুপে ও মির কার্ডে গ্রহণে উদ্যোগী ভারত-রাশিয়া - রুপে এবং মির কার্ড

রুপে ও মির কার্ড একে-অপরের দেশে গ্রহণ করা যায় কি না, সেই সম্ভাবনা খতিয়ে দেখছে ভারত ও রাশিয়া ৷

RuPay and Mir Cards ETV Bharat
রুপে ও মির কার্ড
author img

By

Published : Apr 30, 2023, 5:36 PM IST

নয়াদিল্লি, 30 এপ্রিল: মস্কোর উপর পশ্চিমী দেশগুলির আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেই ঝঞ্ঝাটমুক্ত ভাবে অর্থপ্রদানের জন্য একে অপরের দেশে রুপে এবং মির কার্ড গ্রহণ করা যায় কি না, তার ভাবনাচিন্তা করছে ভারত এবং রাশিয়া ৷

বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার (IRIGC-TEC) উপর সাম্প্রতিক উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ সরকারি কমিশনের বৈঠকে এই কার্ডগুলি গ্রহণের অনুমতি দেওয়ার সুযোগ অন্বেষণে আলোচনা করা হয়েছে এবং এতে দু দেশই সম্মত হয়েছে বলে জানিয়েছে সূত্র । রুপে (ভারত) এবং মির কার্ডের (রাশিয়া) পারস্পরিক স্বীকৃতি ভারতীয় এবং রাশিয়ান নাগরিকদের তাঁদের নিজ নিজ দেশে ভারতীয় রুপি এবং রাশিয়ান রুবেলে নির্ঝঞ্ঝাটে অর্থ প্রদান করতে সাহায্য করবে ৷

বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সভাপতিত্বে হওয়া বৈঠকে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এবং ব্যাংক অফ রাশিয়ার ইউনিফায়েড পেমেন্ট সিস্টেম (এফপিএস)-এর ইন্টারঅ্যাকশনের সম্ভাবনা অন্বেষণ করতে সম্মত হয়েছে দু দেশ ।

এ ছাড়াও সীমান্ত পারের অর্থপ্রদানের জন্য রাশিয়ান ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম, ব্যাংক অফ রাশিয়ার সার্ভিসেস ব্যুরো অফ ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম গ্রহণ করার বিষয়েও সম্মত হয়েছে । বর্তমানে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে ভারত থেকে বিদেশি অর্থপ্রদান এবং বিদেশ থেকে ভারতে অর্থপ্রদান করা হয় ৷ নিষেধাজ্ঞা আরোপিত থাকায় ভারতের পক্ষে সুইফট নেটওয়ার্ক ছাড়া অন্য বিকল্প বেছে নেওয়া সম্ভব হবে না ।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ইউপিআই এবং পেনাও-এর মধ্যে আন্তঃসীমান্ত সংযোগ চালু করেছেন । ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং সিঙ্গাপুরের পেনাও-এর সংযোগ এখন দুই দেশের লোকেদের দ্রুত এবং সাশ্রয়ী ডিজিটাল লেনদেনের অনুমতি দিয়েছে । এটি সিঙ্গাপুরে ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে অভিবাসী শ্রমিক এবং ছাত্রদের, সিঙ্গাপুর থেকে ভারতে তাত্ক্ষণিক এবং কম খরচে অর্থ স্থানান্তরের মাধ্যমে সাহায্য করে ৷ উলটো ক্ষেত্রেও একই সহযোগিতা পান সিঙ্গাপুরের নাগরিকরা ৷

আরও পড়ুন: বছরে বিদেশ ভ্রমণে 1200 কোটি টাকা ব্যয় ভারতীয়দের !

নয়াদিল্লি, 30 এপ্রিল: মস্কোর উপর পশ্চিমী দেশগুলির আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেই ঝঞ্ঝাটমুক্ত ভাবে অর্থপ্রদানের জন্য একে অপরের দেশে রুপে এবং মির কার্ড গ্রহণ করা যায় কি না, তার ভাবনাচিন্তা করছে ভারত এবং রাশিয়া ৷

বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার (IRIGC-TEC) উপর সাম্প্রতিক উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ সরকারি কমিশনের বৈঠকে এই কার্ডগুলি গ্রহণের অনুমতি দেওয়ার সুযোগ অন্বেষণে আলোচনা করা হয়েছে এবং এতে দু দেশই সম্মত হয়েছে বলে জানিয়েছে সূত্র । রুপে (ভারত) এবং মির কার্ডের (রাশিয়া) পারস্পরিক স্বীকৃতি ভারতীয় এবং রাশিয়ান নাগরিকদের তাঁদের নিজ নিজ দেশে ভারতীয় রুপি এবং রাশিয়ান রুবেলে নির্ঝঞ্ঝাটে অর্থ প্রদান করতে সাহায্য করবে ৷

বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভের সভাপতিত্বে হওয়া বৈঠকে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এবং ব্যাংক অফ রাশিয়ার ইউনিফায়েড পেমেন্ট সিস্টেম (এফপিএস)-এর ইন্টারঅ্যাকশনের সম্ভাবনা অন্বেষণ করতে সম্মত হয়েছে দু দেশ ।

এ ছাড়াও সীমান্ত পারের অর্থপ্রদানের জন্য রাশিয়ান ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম, ব্যাংক অফ রাশিয়ার সার্ভিসেস ব্যুরো অফ ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেম গ্রহণ করার বিষয়েও সম্মত হয়েছে । বর্তমানে সুইফট নেটওয়ার্কের মাধ্যমে ভারত থেকে বিদেশি অর্থপ্রদান এবং বিদেশ থেকে ভারতে অর্থপ্রদান করা হয় ৷ নিষেধাজ্ঞা আরোপিত থাকায় ভারতের পক্ষে সুইফট নেটওয়ার্ক ছাড়া অন্য বিকল্প বেছে নেওয়া সম্ভব হবে না ।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ইউপিআই এবং পেনাও-এর মধ্যে আন্তঃসীমান্ত সংযোগ চালু করেছেন । ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবং সিঙ্গাপুরের পেনাও-এর সংযোগ এখন দুই দেশের লোকেদের দ্রুত এবং সাশ্রয়ী ডিজিটাল লেনদেনের অনুমতি দিয়েছে । এটি সিঙ্গাপুরে ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে অভিবাসী শ্রমিক এবং ছাত্রদের, সিঙ্গাপুর থেকে ভারতে তাত্ক্ষণিক এবং কম খরচে অর্থ স্থানান্তরের মাধ্যমে সাহায্য করে ৷ উলটো ক্ষেত্রেও একই সহযোগিতা পান সিঙ্গাপুরের নাগরিকরা ৷

আরও পড়ুন: বছরে বিদেশ ভ্রমণে 1200 কোটি টাকা ব্যয় ভারতীয়দের !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.