নয়াদিল্লি, 27 অগস্ট: শুক্রবার মার্কিন ট্রেজারি উপসচিব ওয়ালি অ্যাডেমো বলেছেন, "ভারত রাশিয়ার তেলের দাম নিয়ন্ত্রণ করার প্রস্তাবের বিষয়ে আগ্রহ দেখিয়েছে (Russian oil price cap proposal) ।"প্রাইস ক্যাপ নিশ্চিত করবে রাশিয়ার জন্য যাতে কর কিছুটা কম করা যায় (India great interest Russian oil price cap) ৷ সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই কথা জানিয়েছেন তিনি । ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এর আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র (Russian oil price cap proposal)।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই কমল টাকার দাম
তিনি আরও বলেন, "প্রাইস ক্যাপ কোয়ালিশন সম্পর্কে ভারতীয় কর্মকর্তা এবং নীতি নির্ধারকদের সঙ্গে আমার কথোপকথনে, তাঁরা খুব আগ্রহ দেখিয়েছেন ৷ কারণ এটি গ্রাহকদের জন্য জ্বালানির দাম কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করতে পারে ৷ একইসঙ্গে এই বিষয়ে ভারতের উদ্দেশ্যকেও সফল করতে পারে ৷"
তিনি আরও বলেন, "আমরা তাঁদের এই বিষয়ে তথ্য প্রদান করছি এবং আমরা কথোপকথন চালিয়ে যাব, ভারত এবং অন্যান্য কয়েকটি দেশ রাশিয়ার কাছ থেকে বেশি পরিমাণে তেল কিনছে ৷ এই পটভূমিতে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের দাম কমানোর উপায় খুঁজছে । শুক্রবার, অ্যাডেমো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন । ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো থেকে শুরু করে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে ।