নয়াদিল্লি, 26 জুলাই: গত অর্ধবর্ষ শেষে ভারতের বাহ্যিক ঋণ ছিল 624 বিলিয়ন ডলারের চেয়েও বেশি ৷ সর্বশেষ সরকারি তথ্য তুলে ধরে মঙ্গলবার সংসদে এমনটাই জানাল কেন্দ্র ৷ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও অন্য দেশ থেকে নেওয়া ঋণ সব মিলিয়ে এ বছরের মার্চের শেষে এই পরিমাণ ঋণ ছিল ৷ লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাময়িক তথ্য অনুসারে, দেশের বাহ্যিক ঋণের পরিমাণ 624.65 বিলিয়ন মার্কিন ডলার । সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, বহুপাক্ষিক সংস্থা থেকে তোলা বৈদেশিক ঋণের পরিমাণ 74.84 বিলিয়ন মার্কিন ডলার ৷ তার মধ্যে 63.45 বিলিয়ন মার্কিন ডলার সরকার ধার করেছে এবং বেসরকারি ঋণ নেওয়া হয়েছে আনুমানিক 11.39 বিলিয়ন ডলার ।
পাশাপাশি দ্বিপাক্ষিক বাহ্যিক ঋণের ক্ষেত্রে সরকার সিংহভাগ ঋণের জন্য দায়ী ৷ কারণ দ্বিপাক্ষিক বৈদেশিক ব্যবস্থার অধীনে ধার করা মোট 34.57 বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে 27.57 বিলিয়ন ডলারই ধার করেছে সরকার ৷ আর এই শ্রেণির ঋণের মধ্যে বেসরকারি ঋণ আনুমানিক 7 বিলিয়ন ডলার । এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আনুমানিক 22.26 বিলিয়ন ডলারের ঋণ নেওয়া হয়েছে ।
অর্থমন্ত্রী বলেছেন, "অনেক দীর্ঘমেয়াদি ঋণ রয়েছে । সেগুলি কম্পাইলার এবং ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর গাইড ফর এক্সটার্নাল ডেট স্ট্যাটিস্টিকস অনুসারে তারা গ্রস এক্সটার্নাল ডেট পজিশনের মধ্যে অন্তর্ভুক্ত ।" যদিও গণনার দেখা গিয়েছে, তিনটি বিদেশী ঋণের পরিমাণ দেশের মোট বকেয়া বাহ্যিক ঋণগুলির একটি ছোট অংশ মাত্র ৷ তা প্রায় 131.67 বিলিয়ন ৷ এই বিভাগের অধীনে বাহ্যিক ঋণগুলির মধ্যে রয়েছে রফতানি ঋণ, বাণিজ্যিক ঋণ, এনআরআই আমানত, রুপি ঋণ এবং স্বল্পমেয়াদি ঋণ ইত্যাদি।
আরও পড়ুন: বাড়ল পিএফে সুদের হার, বড় ঘোষণা মোদি সরকারের
ভারতের বৈদেশিক ঋণ 4 বছরে 12 শতাংশ বেড়েছে: কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ভারতের বাহ্যিক ঋণ বকেয়ার মধ্যে স্পেশাল ড্রয়িং রাইটসে (এসডিআর) বরাদ্দ, মুদ্রা ও আমানত, ঋণ সিকিউরিটিজ, ঋণ, বাণিজ্য ক্রেডিট এবং অগ্রিম, অন্যান্য ঋণ এবং সরাসরি বিনিয়োগ বা আন্তঃকোম্পানী ঋণ অন্তর্ভুক্ত । তথ্য বলছে, ভারতের বাহ্যিক ঋণের পরিমাণ গত চার বছরে প্রায় 12 শতাংশ বেড়েছে ৷ যা 2020 সালের মার্চ মাসে 558.3 বিলিয়ন মার্কিন ডলার ছিল ৷ তা থেকে 2023 সালের মার্চ মাসে রিজার্ভ ব্যাংকের তথ্য অনুসারে 624.7 বিলিয়ন হয়েছে । সংশোধিত তথ্য অনুসারে, 2021 সালে ভারতের বাহ্যিক ঋণ ছিল 573.4 বিলিয়ন এবং আরবিআই-এর আংশিকভাবে সংশোধিত তথ্য অনুসারে, এই ঋণের পরিমাণ 2022 সালের মার্চ মাসে 619.1 বিলিয়ন ছিল ।