ETV Bharat / business

Google New Features: ছোট ব্যবসায়ীদের সাহায্য করতে নয়া ফিচার গুগলে - গুগল

Google New Features to Help Small Merchants: নতুন শপিং ফিচারের ঘোষণা করল গুগল ৷ এর মাধ্যমে সাহায্য হবে ছোট ব্যবসায়ীদের ৷ আপনি ব্যবসা করেন ? তাহলে অবশ্যই জেনে নিন গুগলের এই নয়া ফিচার ৷

Google New Features
নয়া ফিচার গুগলে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 12:48 PM IST

সান ফ্রান্সিসকো, 4 নভেম্বর: ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে নতুন শপিং ফিচার নিয়ে হাজির গুগল ৷ এবার ছোট ব্যবসায়ীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে তাদের পণ্যের ছবি আপডেট করতে পারবেন ৷ তবে সেটি হবে কল্পনাভিত্তিক এআই ছবি ৷ এতে নতুন গ্রাহকদের পণ্যের প্রতি আকর্ষণ করা আরও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ।

ছোট ব্যবসার এই নতুন বৈশিষ্ট্যের সঙ্গে ব্যবসায়ীরা নিজেদের সার্চ এবং গুগল ম্যাপে শনাক্ত করাতে পারে ৷ এতে ব্যবসায়ীদের খুঁজে পেতে সুবিধা হবে ৷ সার্চের মাধ্যমে বিক্রি হওয়া পণ্যগুলিতে ছোট ব্যবসা শীর্ষক লেবেল থাকবে ৷ ম্যাপ থেকে হওয়া ব্যবসার ক্ষেত্রেও এই লেবেল থাকবে ৷ বুধবার গভীর রাতে এ কথা জানিয়েছে গুগল। কোম্পানির তরফে বলা হয়েছে, "এই নতুন লেবেলগুলি ক্রেতাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে সাহায্য করবে ৷ পুরো বিকিকিনির বিষয়টিকে সহজ করে তুলবে এই নয়া ফিচার ।"

গুগল প্রোডাক্ট স্টুডিও চালু করছে ৷ ব্যাবসায়ীদের পণ্যের ছবি তৈরি করতে এবং ব্যবহার করতে সাহায্য করবে এআই ট্যুলের একটি সেট ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত মার্চেন্ট সেন্টার নেক্সট ব্যবহারকারীদের জন্য এটি তৈরি করা হয়েছে ৷ গুগল উল্লেখ করেছে, "এর মধ্যে রয়েছে আমাদের পরীক্ষামূলক এআই-পাওয়ারড সিন জেনারেশন ফিচার, যা একটি টেক্সট-টু-ইমেজ জেনারেটিভ এআই মডেল ব্যবহার করে আপনার মনের মতো যেকোনও পণ্যের সৃজনশীল ছবি তৈরি করতে সাহায্য করবে ।"

প্রোডাক্ট স্টুডিও অনুপ্রেরণা জোগাতে ছুটির থিমের দৃশ্য-সহ কয়েকটি প্রম্পট আইডিয়া শেয়ার করবে । অতীতে আপনার জন্য ভালো কাজ করেছে এমন প্রম্পটগুলিকে পুনরায় ব্যবহার করা সহজ । এছাড়াও আপনি বিভ্রান্তিকর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারেন বা এক ক্লিকে আপনার পণ্যের ছবিগুলির রেজোলিউশন বাড়াতে পারেন ৷ এই মাস থেকে নির্বাচিত দেশগুলিতে কিছু খুচরো বিক্রেতার সার্চে দেখা যাবে নলেজ প্যানেল ৷ আগে যা ব্যবসার সদর দফতরের অবস্থান বা কর্মচারীর সংখ্যার মতো বিশদ বিবরণ দেখাত ৷ এখন সেখানে বর্তমান ডিলস, শিপিং এবং রিটার্ন নীতি, গ্রাহক পরিষেবার তথ্য এবং রেটিং ও অন্যান্য সহায়ক শপিং তথ্য দেখাতে শুরু করবে ৷ গুগল জানিয়েছে, নলেজ প্যানেলটিতে আরও ব্যবসায়ীদের দেখাবে ৷ তাঁদের ব্যবসার একটি সহায়ক স্ন্যাপশট অফার করবে । আপনি ইতিমধ্যেই শেয়ার করছেন এমন তথ্য, সেইসঙ্গে ওয়েব জুড়ে অন্যান্য বিষয় সম্পর্কিত তথ্য প্রদর্শিত হবে ৷

আরও পড়ুন: হাতের নাগালে পিক্সেল সিরিজের ফোন, ভারতে ডিভাইসগুলি তৈরির ভাবনা গুগলের

সান ফ্রান্সিসকো, 4 নভেম্বর: ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে নতুন শপিং ফিচার নিয়ে হাজির গুগল ৷ এবার ছোট ব্যবসায়ীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে তাদের পণ্যের ছবি আপডেট করতে পারবেন ৷ তবে সেটি হবে কল্পনাভিত্তিক এআই ছবি ৷ এতে নতুন গ্রাহকদের পণ্যের প্রতি আকর্ষণ করা আরও সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ।

ছোট ব্যবসার এই নতুন বৈশিষ্ট্যের সঙ্গে ব্যবসায়ীরা নিজেদের সার্চ এবং গুগল ম্যাপে শনাক্ত করাতে পারে ৷ এতে ব্যবসায়ীদের খুঁজে পেতে সুবিধা হবে ৷ সার্চের মাধ্যমে বিক্রি হওয়া পণ্যগুলিতে ছোট ব্যবসা শীর্ষক লেবেল থাকবে ৷ ম্যাপ থেকে হওয়া ব্যবসার ক্ষেত্রেও এই লেবেল থাকবে ৷ বুধবার গভীর রাতে এ কথা জানিয়েছে গুগল। কোম্পানির তরফে বলা হয়েছে, "এই নতুন লেবেলগুলি ক্রেতাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে সাহায্য করবে ৷ পুরো বিকিকিনির বিষয়টিকে সহজ করে তুলবে এই নয়া ফিচার ।"

গুগল প্রোডাক্ট স্টুডিও চালু করছে ৷ ব্যাবসায়ীদের পণ্যের ছবি তৈরি করতে এবং ব্যবহার করতে সাহায্য করবে এআই ট্যুলের একটি সেট ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত মার্চেন্ট সেন্টার নেক্সট ব্যবহারকারীদের জন্য এটি তৈরি করা হয়েছে ৷ গুগল উল্লেখ করেছে, "এর মধ্যে রয়েছে আমাদের পরীক্ষামূলক এআই-পাওয়ারড সিন জেনারেশন ফিচার, যা একটি টেক্সট-টু-ইমেজ জেনারেটিভ এআই মডেল ব্যবহার করে আপনার মনের মতো যেকোনও পণ্যের সৃজনশীল ছবি তৈরি করতে সাহায্য করবে ।"

প্রোডাক্ট স্টুডিও অনুপ্রেরণা জোগাতে ছুটির থিমের দৃশ্য-সহ কয়েকটি প্রম্পট আইডিয়া শেয়ার করবে । অতীতে আপনার জন্য ভালো কাজ করেছে এমন প্রম্পটগুলিকে পুনরায় ব্যবহার করা সহজ । এছাড়াও আপনি বিভ্রান্তিকর ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারেন বা এক ক্লিকে আপনার পণ্যের ছবিগুলির রেজোলিউশন বাড়াতে পারেন ৷ এই মাস থেকে নির্বাচিত দেশগুলিতে কিছু খুচরো বিক্রেতার সার্চে দেখা যাবে নলেজ প্যানেল ৷ আগে যা ব্যবসার সদর দফতরের অবস্থান বা কর্মচারীর সংখ্যার মতো বিশদ বিবরণ দেখাত ৷ এখন সেখানে বর্তমান ডিলস, শিপিং এবং রিটার্ন নীতি, গ্রাহক পরিষেবার তথ্য এবং রেটিং ও অন্যান্য সহায়ক শপিং তথ্য দেখাতে শুরু করবে ৷ গুগল জানিয়েছে, নলেজ প্যানেলটিতে আরও ব্যবসায়ীদের দেখাবে ৷ তাঁদের ব্যবসার একটি সহায়ক স্ন্যাপশট অফার করবে । আপনি ইতিমধ্যেই শেয়ার করছেন এমন তথ্য, সেইসঙ্গে ওয়েব জুড়ে অন্যান্য বিষয় সম্পর্কিত তথ্য প্রদর্শিত হবে ৷

আরও পড়ুন: হাতের নাগালে পিক্সেল সিরিজের ফোন, ভারতে ডিভাইসগুলি তৈরির ভাবনা গুগলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.