ETV Bharat / business

Tina Ambani: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে অনিল আম্বানির স্ত্রী টিনাকে জিজ্ঞাসাবাদ ইডির

বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ৷ সোমবার এই অভিযোগে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন শিল্পপতি অনিল আম্বানি ৷ মঙ্গলবার একই অভিযোগে ইডি জিজ্ঞাসাবাদ করল তাঁর স্ত্রী টিনা আম্বানিকে ৷

Tina Ambani
Tina Ambani
author img

By

Published : Jul 4, 2023, 3:22 PM IST

মুম্বই, 4 জুলাই: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী টিনা আম্বানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন ৷ এ দিন সকালে দক্ষিণ মুম্বইয়ে ইডির অফিসে তিনি হাজির হন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা ৷

প্রসঙ্গত, সোমবার একই অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ৷ সেখানে তাঁর বয়ানও রেকর্ড করে ইডি ৷ তদন্তকারীদের সূত্রে খবর মিলেছে, সম্প্রতি তাঁর বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় ৷ সেই নিয়ে তদন্ত শুরু করে ইডি ৷ সেই তদন্তের সূত্রেই তাঁকে সোমবার তলব করা হয়েছিল ৷

ইডির তলব পেয়ে ওই দিন সকাল 10টা নাগাদ সেখানে যান অনিল ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর সংস্থার বেশ কয়েকজন আধিকারিকও ৷ কিছুক্ষণ অপেক্ষার পর তাঁকে একাই ভিতরে যেতে হয় ৷ তাঁর সঙ্গে যে আধিকারিকরা গিয়েছিলেন, তাঁদের বাইরে রেখেই ভিতরে যান তিনি ৷

তবে ধীরুভাই আম্বানির ছোট ছেলে অনিলের জন্য ইডির দফতরে হাজিরার বিষয়টি এই প্রথমবার ছিল না ৷ এর আগে 2020 সালে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে হয়েছিল ৷ সেই সময় ইয়েস ব্যাংক প্রোমোটার রানা কাপুর ও আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ সংক্রান্ত একটি মামলার তদন্তে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনিল আম্বানি ৷

এছাড়া মুকেশ আম্বানির ছোট ভাই অনিলের বিরুদ্ধে গত বছরের অগস্টে দু’টি সুইস ব্যাংক অ্যাকাউন্টে থাকা 814 কোটি টাকারও বেশি অপ্রকাশিত তহবিলের উপর 420 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই নিয়ে আয়কর দফতর তাঁকে কালো টাকা বিরোধী আইনের অধীনে একটি নোটিশও পাঠায় । তবে সেই নোটিশ ও এই নিয়ে জরিমানা দেওয়া থেকে বম্বে হাইকোর্ট অনিলকে স্বস্তি দেয় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ৷

আরও পড়ুন: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে অনিল অম্বানিকে ইডির জিজ্ঞাসাবাদ

মুম্বই, 4 জুলাই: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে মঙ্গলবার শিল্পপতি অনিল আম্বানির স্ত্রী টিনা আম্বানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন ৷ এ দিন সকালে দক্ষিণ মুম্বইয়ে ইডির অফিসে তিনি হাজির হন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির আধিকারিকরা ৷

প্রসঙ্গত, সোমবার একই অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে হাজিরা দেন রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ৷ সেখানে তাঁর বয়ানও রেকর্ড করে ইডি ৷ তদন্তকারীদের সূত্রে খবর মিলেছে, সম্প্রতি তাঁর বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইনের একাধিক ধারায় অভিযোগ দায়ের হয় ৷ সেই নিয়ে তদন্ত শুরু করে ইডি ৷ সেই তদন্তের সূত্রেই তাঁকে সোমবার তলব করা হয়েছিল ৷

ইডির তলব পেয়ে ওই দিন সকাল 10টা নাগাদ সেখানে যান অনিল ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর সংস্থার বেশ কয়েকজন আধিকারিকও ৷ কিছুক্ষণ অপেক্ষার পর তাঁকে একাই ভিতরে যেতে হয় ৷ তাঁর সঙ্গে যে আধিকারিকরা গিয়েছিলেন, তাঁদের বাইরে রেখেই ভিতরে যান তিনি ৷

তবে ধীরুভাই আম্বানির ছোট ছেলে অনিলের জন্য ইডির দফতরে হাজিরার বিষয়টি এই প্রথমবার ছিল না ৷ এর আগে 2020 সালে তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিতে হয়েছিল ৷ সেই সময় ইয়েস ব্যাংক প্রোমোটার রানা কাপুর ও আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ সংক্রান্ত একটি মামলার তদন্তে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অনিল আম্বানি ৷

এছাড়া মুকেশ আম্বানির ছোট ভাই অনিলের বিরুদ্ধে গত বছরের অগস্টে দু’টি সুইস ব্যাংক অ্যাকাউন্টে থাকা 814 কোটি টাকারও বেশি অপ্রকাশিত তহবিলের উপর 420 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই নিয়ে আয়কর দফতর তাঁকে কালো টাকা বিরোধী আইনের অধীনে একটি নোটিশও পাঠায় । তবে সেই নোটিশ ও এই নিয়ে জরিমানা দেওয়া থেকে বম্বে হাইকোর্ট অনিলকে স্বস্তি দেয় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে ৷

আরও পড়ুন: বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে অনিল অম্বানিকে ইডির জিজ্ঞাসাবাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.