ETV Bharat / business

Credit Card vs Buy Now Pay Later: ক্রেডিট কার্ড বনাম বাই নাউ পে লেটার, কোনটি বেশি ভাল? - Which option is best for you

পুজো চলে এল, এরপর দিপাবলী ৷ সারা অক্টোবর মাস জুড়ে উৎসবের মরশুম ৷ কেনাকাটা তো করবেন ৷ কিন্তু হাতে নগদ নেই ৷ তাহলে জেনে নিন ক্রেডিট কার্ড (Credit Card) না এখন কিনুন পরে টাকা দিন(Buy Now Pay Later), কোনটা আপনার জন্য একেবারে সেরা পথ হবে (Better Option for You) ৷

Credit Card vs Buy Now Pay Later which is the better option
Credit Card vs Buy Now Pay Later which is the better option
author img

By

Published : Sep 26, 2022, 2:15 PM IST

Updated : Sep 26, 2022, 2:25 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: উৎসবের মরশুম এসে গিয়েছে (Festive Season) ৷ ক্রেতাদের আকৃষ্ট করতে হাজির বিভিন্ন অফার । ইতিমধ্যে ই-কমার্স জায়ান্টগুলি বড় ছাড়ের ঘোষণাও করেছে ৷ যার ফলে গ্রাহকরা দোলাচলে ভুগছেন ।

আশা করা হচ্ছে, গত দুই বছরের মতো এবার উৎসবে কেনাকাটা অনেক বেশি হবে । ধারে, নগদ ছাড়া কেনাকাটার ক্ষেত্রে এখন ক্রেডিট কার্ড (Credit Card) এবং বাই নাও পে লেটার (বিএনপিএল), গ্রাহকদের কাছে দুটি বিকল্প রয়েছে । আসুন দেখে নেওয়া যাক এই দুটির মধ্যে কোনটি বেশি উপকারী ।

নতুন ঋণগ্রহীতারা ক্রেডিট স্কোরের ফলে ক্রেডিট কার্ড থেকে বঞ্চিত হয়েছেন । তাই ফিনটেক কোম্পানিগুলি এই ধরনের ঋণগ্রহীতাদের লক্ষ্য করে এবং তাদের বিএনপিএল (BNPL) সুবিধা দেয় । হাতে নগদ ছাড়া অবিলম্বে কিছু কেনা এবং তারপর কিস্তিতে টাকা ফেরত দেওয়া হল সংক্ষেপে বিএনপিএল ।

বাই নাউ পে লেটার

আপনি যখন কিছু কিনবেন তখন অ্যাপে ঋণের পরিমাণ আগে থেকেই নির্ধারিত থাকে । তারপরেই আপনি নির্দিষ্ট ঋণ সীমার মধ্যে কিছু কিনতে পারেন । সেই বিলটি 15-45 দিনের মধ্যে মেটাতে হয় ৷ এমনকী বিল মেটাতে একদিন দেরি হলে তার জন্য জরিমানা দিতে হতে পারে । এর জেরে আপনাকে পরে বেশি টাকা দিতে হতে পারে ৷ অবশেষে এটি আপনার ক্রেডিট স্কোরকেও প্রভাবিত করবে ।

ক্রেডিট কার্ড

সাধারণত ব্যাংকগুলি ক্রেডিট কার্ড দেয় সেসব গ্রাহকদের যাদের ভালো ক্রেডিট স্কোর আছে । ঋণগ্রহীতা টাকা পরিশোধের জন্য 45-50 দিন সময় পাবেন । টাকা পরিশোধে দেরি হলে সেক্ষেত্রে সর্বোচ্চ 45 শতাংশ বার্ষিক সুদে নেওয়া হবে । কিন্তু বিএনপিএল অফারের ক্ষেত্রে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর প্রভাব ফেলে না কোম্পানিগুলোর কাছে । তাই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই সুবিধা কিছু ঋণগ্রহীতাদেরই দেওয়া হয় । নতুবা নির্ধারিত সময়ের পরে টাকা দেওয়ার কারণে ক্রেডিট স্কোর কমে যায় এবং এটি পুনরুদ্ধার করা বেশ কঠিন ।

ক্রেডিট কার্ডে একটি ন্যূনতম পেমেন্ট অপশন আছে । সঠিক সময়ে টাকা না মেটালে ব্যাঙ্কগুলি ফি চার্জ করবে । আর যদি বেশি বড় বিলগুলি হয় সেক্ষেত্রে তা ইএমআই-এ রূপান্তর করার সম্ভাবনাও রয়েছে ৷ যদিও, বিএনপিএল (Buy Now Pay Later) অপশনের ক্ষেত্রে এটা হয় না ৷

আরও পড়ুন: শুরু উৎসবের মরশুম, অক্টোবরে 21 দিন ব্যাংক বন্ধ

তাই এই দুটির মধ্যে বেছে নেওয়ার আগে আপনার আর্থিক অবস্থার দিকে নজর দেওয়া ভাল । ব্যয়বহুল জিনিস ক্রেডিট কার্ডে কেনা যেতে পারে এবং কিস্তিতে তার টাকা ফেরত দেওয়া যেতে পারে । বিএনপিএলতে এমন সুবিধা নেই । আপনি যদি এখন কিছু কিনতে চান এবং অল্প সময়ের মধ্যে তার টাকা ফেরত দিতে চান, তাহলে বাই নাউ পে লেটার সেরা পথ (Which option is best for you) ।

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: উৎসবের মরশুম এসে গিয়েছে (Festive Season) ৷ ক্রেতাদের আকৃষ্ট করতে হাজির বিভিন্ন অফার । ইতিমধ্যে ই-কমার্স জায়ান্টগুলি বড় ছাড়ের ঘোষণাও করেছে ৷ যার ফলে গ্রাহকরা দোলাচলে ভুগছেন ।

আশা করা হচ্ছে, গত দুই বছরের মতো এবার উৎসবে কেনাকাটা অনেক বেশি হবে । ধারে, নগদ ছাড়া কেনাকাটার ক্ষেত্রে এখন ক্রেডিট কার্ড (Credit Card) এবং বাই নাও পে লেটার (বিএনপিএল), গ্রাহকদের কাছে দুটি বিকল্প রয়েছে । আসুন দেখে নেওয়া যাক এই দুটির মধ্যে কোনটি বেশি উপকারী ।

নতুন ঋণগ্রহীতারা ক্রেডিট স্কোরের ফলে ক্রেডিট কার্ড থেকে বঞ্চিত হয়েছেন । তাই ফিনটেক কোম্পানিগুলি এই ধরনের ঋণগ্রহীতাদের লক্ষ্য করে এবং তাদের বিএনপিএল (BNPL) সুবিধা দেয় । হাতে নগদ ছাড়া অবিলম্বে কিছু কেনা এবং তারপর কিস্তিতে টাকা ফেরত দেওয়া হল সংক্ষেপে বিএনপিএল ।

বাই নাউ পে লেটার

আপনি যখন কিছু কিনবেন তখন অ্যাপে ঋণের পরিমাণ আগে থেকেই নির্ধারিত থাকে । তারপরেই আপনি নির্দিষ্ট ঋণ সীমার মধ্যে কিছু কিনতে পারেন । সেই বিলটি 15-45 দিনের মধ্যে মেটাতে হয় ৷ এমনকী বিল মেটাতে একদিন দেরি হলে তার জন্য জরিমানা দিতে হতে পারে । এর জেরে আপনাকে পরে বেশি টাকা দিতে হতে পারে ৷ অবশেষে এটি আপনার ক্রেডিট স্কোরকেও প্রভাবিত করবে ।

ক্রেডিট কার্ড

সাধারণত ব্যাংকগুলি ক্রেডিট কার্ড দেয় সেসব গ্রাহকদের যাদের ভালো ক্রেডিট স্কোর আছে । ঋণগ্রহীতা টাকা পরিশোধের জন্য 45-50 দিন সময় পাবেন । টাকা পরিশোধে দেরি হলে সেক্ষেত্রে সর্বোচ্চ 45 শতাংশ বার্ষিক সুদে নেওয়া হবে । কিন্তু বিএনপিএল অফারের ক্ষেত্রে ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর প্রভাব ফেলে না কোম্পানিগুলোর কাছে । তাই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই সুবিধা কিছু ঋণগ্রহীতাদেরই দেওয়া হয় । নতুবা নির্ধারিত সময়ের পরে টাকা দেওয়ার কারণে ক্রেডিট স্কোর কমে যায় এবং এটি পুনরুদ্ধার করা বেশ কঠিন ।

ক্রেডিট কার্ডে একটি ন্যূনতম পেমেন্ট অপশন আছে । সঠিক সময়ে টাকা না মেটালে ব্যাঙ্কগুলি ফি চার্জ করবে । আর যদি বেশি বড় বিলগুলি হয় সেক্ষেত্রে তা ইএমআই-এ রূপান্তর করার সম্ভাবনাও রয়েছে ৷ যদিও, বিএনপিএল (Buy Now Pay Later) অপশনের ক্ষেত্রে এটা হয় না ৷

আরও পড়ুন: শুরু উৎসবের মরশুম, অক্টোবরে 21 দিন ব্যাংক বন্ধ

তাই এই দুটির মধ্যে বেছে নেওয়ার আগে আপনার আর্থিক অবস্থার দিকে নজর দেওয়া ভাল । ব্যয়বহুল জিনিস ক্রেডিট কার্ডে কেনা যেতে পারে এবং কিস্তিতে তার টাকা ফেরত দেওয়া যেতে পারে । বিএনপিএলতে এমন সুবিধা নেই । আপনি যদি এখন কিছু কিনতে চান এবং অল্প সময়ের মধ্যে তার টাকা ফেরত দিতে চান, তাহলে বাই নাউ পে লেটার সেরা পথ (Which option is best for you) ।

Last Updated : Sep 26, 2022, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.