ETV Bharat / business

Budget Session 2023: দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5%, দীর্ঘ সময় ঋণের খরচ বেশি থাকবে; পূর্বাভাস অর্থনৈতিক সমীক্ষায় - Nirmala Sitharaman tables Economic Survey

সংসদের বাজেট অধিবেশনের (Budget Session 2023) শুরুর দিনে আজ অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Tables Economic Survey)৷

Nirmala Sitharaman ETV Bharat
অর্থনৈতিক সমীক্ষা পেশ নির্মলার
author img

By

Published : Jan 31, 2023, 1:51 PM IST

Updated : Jan 31, 2023, 2:31 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: 2023-24 অর্থবছরে দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 শতাংশ ৷ অর্থনৈতিক সমীক্ষায় এমনই পূর্বাভাস মিলেছে ৷ পাশাপাশি মনে করা হচ্ছে যে, এই বছরে বাড়বে ঋণ নেওয়ার খরচ ৷ আজ সংসদের বাজেট অধিবেশনের (Budget Session 2023) শুরুতেই অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Tables Economic Survey)৷

লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ নির্মলা সীতারমনের: মঙ্গলবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন ৷ এরপর বেলা 12.50-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন । মৃত্যুবরণকারী প্রাক্তন সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে এ দিন অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ সংসদের অধিবেশনে অনূর্ধ্ব-19 মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য শেফালি ভার্মার দলকে অভিনন্দন জানানো হয়েছে । এটাই আইসিসি অনূর্ধ্ব-19 মহিলা টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপ টুর্নামেন্ট (Nirmala Sitharaman News)৷

ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি থাকবে: সংসদে পেশ করা প্রাক-বাজেট অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিই থাকবে । এটি পিপিপি (ক্রয় ক্ষমতা সমতা) শর্তে তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিনিময় হারের দিক থেকে পঞ্চম বৃহত্তম । অতিমারির সময়ে ধীর গতিতে চলা অর্থনীতি প্রায় পুনরুদ্ধার করা গিয়েছে ৷

আরও পড়ুন: ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে, মত প্রধানমন্ত্রীর

মুদ্রাস্ফীতির হার থাকবে 6.8%: সংসদে বাজেট অধিবেশনের আগে অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, চলতি অর্থবছরের জন্য 6.8% মুদ্রাস্ফীতির হার ব্যক্তিগত খরচ রোধ করার জন্য যথেষ্ট নয় আবার বিনিয়োগকে দুর্বল করবে এতটাও কম নয় । ঋণ নেওয়ার খরচ দীর্ঘ সময়ের জন্য 'উচ্চতর' থাকতে পারে, যখন আবদ্ধ মুদ্রাস্ফীতি আঁটসাঁটো চক্রকে দীর্ঘায়িত করতে পারে ।

চাপে পড়তে পারে ভারতীয় টাকা: অর্থনৈতিক সমীক্ষা বলছে, মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার সঙ্গে ভারতীয় টাকার অবমূল্যায়নের একটি চ্যালেঞ্জ রয়ে গিয়েছে । চলতি হিসাবের ঘাটতি ক্রমাগত বাড়তে পারে কারণ বৈশ্বিক পণ্যের দাম বাড়তে পারে এবং টাকার মূল্য চাপে পড়তে পারে । অতিমারি থেকে ভারতের অর্থনীতির পুনরুদ্ধার তুলনামূলকভাবে দ্রুত ছিল ৷ অভ্যন্তরীণ চাহিদার দ্বারা সমর্থিত বৃদ্ধি এবং মূলধন বিনিয়োগ বৃদ্ধি ইকো সমীক্ষা পর্যবেক্ষণ করেছে ।

আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 শতাংশ: অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে রফতানির বৃদ্ধি (গ্রোথ) কম হয়েছে । সমীক্ষার উপসংহারে বলা হয়েছে যে, ভারত বেশিরভাগ অর্থনীতির তুলনায় অসাধারণ ভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে । বর্তমান অর্থবছরে 7 শতাংশের তুলনায় 2023-24 সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 শতাংশ ৷ যেখানে সংসদে পেশ করা অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2021-22 সালে এটি ছিল 8.7 শতাংশ ।

নয়াদিল্লি, 31 জানুয়ারি: 2023-24 অর্থবছরে দেশের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 শতাংশ ৷ অর্থনৈতিক সমীক্ষায় এমনই পূর্বাভাস মিলেছে ৷ পাশাপাশি মনে করা হচ্ছে যে, এই বছরে বাড়বে ঋণ নেওয়ার খরচ ৷ আজ সংসদের বাজেট অধিবেশনের (Budget Session 2023) শুরুতেই অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman Tables Economic Survey)৷

লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ নির্মলা সীতারমনের: মঙ্গলবার সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন ৷ এরপর বেলা 12.50-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন । মৃত্যুবরণকারী প্রাক্তন সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে এ দিন অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় ৷ সংসদের অধিবেশনে অনূর্ধ্ব-19 মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য শেফালি ভার্মার দলকে অভিনন্দন জানানো হয়েছে । এটাই আইসিসি অনূর্ধ্ব-19 মহিলা টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপ টুর্নামেন্ট (Nirmala Sitharaman News)৷

ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি থাকবে: সংসদে পেশ করা প্রাক-বাজেট অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতিই থাকবে । এটি পিপিপি (ক্রয় ক্ষমতা সমতা) শর্তে তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং বিনিময় হারের দিক থেকে পঞ্চম বৃহত্তম । অতিমারির সময়ে ধীর গতিতে চলা অর্থনীতি প্রায় পুনরুদ্ধার করা গিয়েছে ৷

আরও পড়ুন: ভারতের বাজেট বিশ্বকে আশার আলো দেখাবে, মত প্রধানমন্ত্রীর

মুদ্রাস্ফীতির হার থাকবে 6.8%: সংসদে বাজেট অধিবেশনের আগে অর্থনৈতিক সমীক্ষায় উল্লেখ করা হয়েছে যে, চলতি অর্থবছরের জন্য 6.8% মুদ্রাস্ফীতির হার ব্যক্তিগত খরচ রোধ করার জন্য যথেষ্ট নয় আবার বিনিয়োগকে দুর্বল করবে এতটাও কম নয় । ঋণ নেওয়ার খরচ দীর্ঘ সময়ের জন্য 'উচ্চতর' থাকতে পারে, যখন আবদ্ধ মুদ্রাস্ফীতি আঁটসাঁটো চক্রকে দীর্ঘায়িত করতে পারে ।

চাপে পড়তে পারে ভারতীয় টাকা: অর্থনৈতিক সমীক্ষা বলছে, মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনার সঙ্গে ভারতীয় টাকার অবমূল্যায়নের একটি চ্যালেঞ্জ রয়ে গিয়েছে । চলতি হিসাবের ঘাটতি ক্রমাগত বাড়তে পারে কারণ বৈশ্বিক পণ্যের দাম বাড়তে পারে এবং টাকার মূল্য চাপে পড়তে পারে । অতিমারি থেকে ভারতের অর্থনীতির পুনরুদ্ধার তুলনামূলকভাবে দ্রুত ছিল ৷ অভ্যন্তরীণ চাহিদার দ্বারা সমর্থিত বৃদ্ধি এবং মূলধন বিনিয়োগ বৃদ্ধি ইকো সমীক্ষা পর্যবেক্ষণ করেছে ।

আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 শতাংশ: অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে রফতানির বৃদ্ধি (গ্রোথ) কম হয়েছে । সমীক্ষার উপসংহারে বলা হয়েছে যে, ভারত বেশিরভাগ অর্থনীতির তুলনায় অসাধারণ ভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করেছে । বর্তমান অর্থবছরে 7 শতাংশের তুলনায় 2023-24 সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার হবে 6.5 শতাংশ ৷ যেখানে সংসদে পেশ করা অর্থনৈতিক সমীক্ষা অনুসারে 2021-22 সালে এটি ছিল 8.7 শতাংশ ।

Last Updated : Jan 31, 2023, 2:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.