নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: আয়কর ছাড়ের উর্ধ্বসীমা 5 লাখ থেকে বাড়িয়ে 7 লাখ করল কেন্দ্র ৷ সংসদে বাজেট (Budget 2023 Updates) পেশ এ কথা জানান নির্মলা সীতারমন ৷ দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে দাম বেড়েছে সিগারেট, সোনা, রুপো ও হিরের ৷
বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা
আয়কর ছাড়ের সীমা বেড়ে হল 7 লাখ ৷ মধ্যবিত্তদের সুবিধা দিতে বার্ষিক 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না বলে জানালেন নির্মলা । আগে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হত না । আয়কর রিটার্ন প্রক্রিয়াকরণের সময়কাল 16 দিন কমানো হয়েছে ৷
0-3 লাখ – শূন্য
3-6 লাখ – 5%
6-9 লাখ - 10%
9-12 লাখ - 15%
12- 15 লাখ - 20%
15 লাখের - 30% এর উপরে
-
#WATCH | Union Finance Minister Nirmala Sitharaman announces new personal Income Tax slabs. #UnionBudget2023
— ANI (@ANI) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Video: Sansad TV) pic.twitter.com/sxSQ4uzMWZ
">#WATCH | Union Finance Minister Nirmala Sitharaman announces new personal Income Tax slabs. #UnionBudget2023
— ANI (@ANI) February 1, 2023
(Video: Sansad TV) pic.twitter.com/sxSQ4uzMWZ#WATCH | Union Finance Minister Nirmala Sitharaman announces new personal Income Tax slabs. #UnionBudget2023
— ANI (@ANI) February 1, 2023
(Video: Sansad TV) pic.twitter.com/sxSQ4uzMWZ
মহিলাদের জন্য বিশেষ স্বল্পসঞ্চয়ী প্রকল্প
মহিলাদের জন্য আনা হয়েছে স্বল্পসঞ্চয় প্রকল্প । 2 বছরের জন্য রাখা যাবে 2 লক্ষ টাকা । সুদের হার থাকবে 7.5 শতাংশ । এই প্রকল্পের নাম মহিলা সম্মানপত্র। 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই টাকা রাখা যাবে ।
রান্নাঘরের চিমনিতে শুল্ক কমছে
রান্নাঘরের চিমনিতে শুল্ক কমানোর ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ৷
আরও দামি সিগারেট, সোনা, রুপো, হিরে
আরও দামি হবে সিগারেট ৷ দাম বাড়বে সোনা, রুপো ও হিরের ৷ জানালেন নির্মলা ৷
-
Budget: Govt announces new airports, helipads, water aero drones, advanced landing grounds to boost air connectivity
— ANI Digital (@ani_digital) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/KHILCpTivV#NirmalaSitharaman #UnionBudget2023 #UnionBudget #Airport #Helipads #BudgetSession #Budget2023 pic.twitter.com/RgYBnj2UUk
">Budget: Govt announces new airports, helipads, water aero drones, advanced landing grounds to boost air connectivity
— ANI Digital (@ani_digital) February 1, 2023
Read @ANI Story | https://t.co/KHILCpTivV#NirmalaSitharaman #UnionBudget2023 #UnionBudget #Airport #Helipads #BudgetSession #Budget2023 pic.twitter.com/RgYBnj2UUkBudget: Govt announces new airports, helipads, water aero drones, advanced landing grounds to boost air connectivity
— ANI Digital (@ani_digital) February 1, 2023
Read @ANI Story | https://t.co/KHILCpTivV#NirmalaSitharaman #UnionBudget2023 #UnionBudget #Airport #Helipads #BudgetSession #Budget2023 pic.twitter.com/RgYBnj2UUk
সঞ্চয়ে আয়কর ছাড় প্রবীণদের
30 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন প্রবীণরা । প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল 15 লক্ষ টাকা । সেটা করা হল 30 লক্ষ টাকা । এ ছাড়া পোস্ট অফিসে টাকা রাখার ক্ষেত্রেও বিশেষ ছাড় ঘোষণা ।
পিএম-কিষান প্রকল্পের অধীনে 2.2 লক্ষ কোটি টাকার নগদ স্থানান্তর
কেন্দ্রীয় সরকার পিএম-কিষান প্রকল্পের অধীনে 2.2 লক্ষ কোটি টাকার নগদ স্থানান্তর করেছে ৷
কর প্রাপ্তি 23.3 লক্ষ কোটি
মোট কর প্রাপ্তি 23.3 লক্ষ কোটিতে পৌঁছেছে ৷
জটিল পরিবহণ পরিকাঠামো প্রকল্পে বরাদ্দ
100টি জটিল পরিবহণ পরিকাঠামো প্রকল্পের জন্য 75,000 কোটি টাকা বরাদ্দ ৷
জাতীয় হাইড্রোজেন মিশন
জাতীয় হাইড্রোজেন মিশনে 19,700 কোটি ব্যয় হবে ৷
-
I propose to provide relief on Customs Duty on import of certain parts & inputs like camera lens & continue the concessional duty on lithium-ion cells for batteries for another year: FM Nirmala Sitharaman pic.twitter.com/ZOq2u0cP08
— ANI (@ANI) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I propose to provide relief on Customs Duty on import of certain parts & inputs like camera lens & continue the concessional duty on lithium-ion cells for batteries for another year: FM Nirmala Sitharaman pic.twitter.com/ZOq2u0cP08
— ANI (@ANI) February 1, 2023I propose to provide relief on Customs Duty on import of certain parts & inputs like camera lens & continue the concessional duty on lithium-ion cells for batteries for another year: FM Nirmala Sitharaman pic.twitter.com/ZOq2u0cP08
— ANI (@ANI) February 1, 2023
শহরের পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ
শহরের পরিকাঠামো উন্নয়নে তহবিলের জন্য প্রতি বছর 10,000 কোটি টাকা বরাদ্দ ৷
সরকারি ক্ষেত্রে প্যানই সাধারণ পরিচয়পত্র
ডিজিট্যাল ক্ষেত্রে মূল পরিচয়পত্র হিসেবে বিবেবিচ হবে প্যান কার্ড ।
যুবকদের জন্য ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রকল্প
3 বছরে 47 লক্ষ যুবকদের সহায়তা প্রদানের জন্য দেশজুড়ে জাতীয় শিক্ষানবিশ প্রকল্পের অধীনে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা দেওয়া হবে ৷
প্রধানমন্ত্রী প্রণাম প্রকল্প
বিকল্প সার ব্যবহারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী প্রণাম প্রকল্প চালু করা হবে ৷
মিষ্টি প্রকল্পের ঘোষণা
কেন্দ্রীয় সরকার নতুন প্রকল্পের অধীনে উপকূলরেখা বরাবর ম্যানগ্রোভ রোপণ করবে ৷
ভোটমুখী কর্ণাটককে বিপুল কেন্দ্রীয় সাহায্য
ভোটমুখী কর্ণাটকে সেচ ব্যবস্থার উন্নতিতে 5,300 কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য ঘোষণা করলেন নির্মলা সীতারমন ।
উপজাতি গোষ্ঠী উন্নয়ন মিশন
প্রধানমন্ত্রী আদিম উপজাতি গোষ্ঠী উন্নয়ন মিশন চালু করা হচ্ছে । এটি দেশের দুর্বল উপজাতীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করবে । এটি ঘর, বিশুদ্ধ পানীয় জল এবং নিকাশির ব্যবস্থা করবে ।
তৈরি হবে জাতীয় ডিজিটাল লাইব্রেরি
বিভিন্ন জায়গায়, ভাষার, বিষয়ের বই শিশু ও কিশোর-কিশোরীরা যাতে সহজেই পায়, সে জন্য একটি জাতীয় ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হবে ।
রাজ্যগুলিকে বিনা সুদে ঋণ
মূলধন বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে সমর্থন, আমি রাজ্য সরকারগুলিকে আরও এক বছরের জন্য 50 বছরের সুদমুক্ত ঋণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি ।
মহিলাদের ক্ষমতায়ন
দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে 81 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের সংগঠিত করেছে ৷ আমরা এই দলগুলোকে অর্থনৈতিক ক্ষমতায়নের দ্বিতীয় পর্যায়ে পৌঁছতে সাহায্য করব ৷
আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বেড়ে হল 79 হাজার কোটি টাকা।
রেলে নতুন বরাদ্দ
2.4 লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করা হল রেলের জন্য ।
রাজ্যগুলিকে অনুদান এবং সহায়তায় বরাদ্দ
রাজ্যগুলিকে অনুদান এবং সহায়তার জন্য 13.7 লক্ষ কোটি টাকার মূলধন ব্যয়ে বাজেট করা হয়েছে, যা জিডিপির 4.5 শতাংশ হবে ।
ইনফ্রা বিনিয়োগ
উৎপাদনশীলতার পরিকাঠামোতে বিনিয়োগের একটি বড় গুণক প্রভাব রয়েছে । আর্থিক বৃদ্ধি এবং কর্মসংস্থানে, কোভিড অতিমারির পরে বেসরকারি বিনিয়োগ পুনর্নবীকরণ করা হয়েছে ।
কর্মসংস্থান সৃষ্টিতে মূলধন বিনিয়োগের পরিধি বৃদ্ধি
কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন সুযোগ সৃষ্টির জন্য, মূলধন বিনিয়োগের পরিধি টানা তৃতীয় বছরে 33 শতাংশ বেড়ে 10 লক্ষ কোটি টাকা হয়েছে, যা হবে জিডিপির 3.3 শতাংশ । 2020 সালে করা ব্যয়ের তিন গুণ ।
শৌচালয়, এলপিজি সংযোগ, কোভিড টিকা
11.7 পরিবারের শৌচালয় হয়েছে ৷ 9.6 কোটি এলপিজি সংযোগ হয়েছে, 220 টি কোভিড টিকা, 102 কোটি মানুষ টিকা পেয়েছে ৷ 44.6 কোটি মানুষের বিমা হয়েছে ৷
ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ
ভারতীয় অর্থনীতি গত 9 বছরে দশম থেকে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ৷
157টি নতুন নার্সিং কলেজ
স্বাস্থ্য, শিক্ষা এবং দক্ষতা । 2014 সাল থেকে 157টি মেডিক্যাল কলেজ স্থাপিত হয়েছে ৷ বিদ্যমান মেডিকেল কলেজগুলির সঙ্গে মিলিতভাবে 157টি নতুন নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হবে ।
'মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি বেড়ে'
মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে 1.97 লাখ টাকা । ভারতের অর্থনীতি ইউপিআই-এর মাধ্যমে 7400 কোটি ডিজিটাল পেমেন্ট থেকে 126 লক্ষ কোটি টাকায় বেড়েছে ।
পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান
ঐতিহ্যবাহী কারিগরদের সহায়তার জন্য প্যাকেজটির ভাবনা, যা তাদের পণ্যের গুণমানের উন্নতি করতে সক্ষম হবে, এমএসএমই ভ্যালু চেইনের সঙ্গে এটি সংযুক্ত হবে ।
এই প্রকল্পের উপাদানগুলির মধ্যে থাকবে আর্থিক সহায়তা, দক্ষ সবুজ প্রযুক্তির অ্যাক্সেস, উন্নত দক্ষতা প্রশিক্ষণ, সামাজিক নিরাপত্তা, আধুনিক ডিজিটাল কৌশল, ব্র্যান্ডের প্রচার, বাজার সংযোগ; দুর্বল শ্রেণির মানুষেরা এর ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন ।
বাজেটের অগ্রাধিকার
বাজেটে সাতটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে । তারা একে অপরের পরিপূরক । সপ্তঋষি অমৃতকালে আমাদের পথ দেখান ।
1. অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
2. শেষ মাইল পৌঁছনো
3.পরিকাঠামো এবং বিনিয়োগ
4. সম্ভাবনা উন্মোচন
5. সবুজ বৃদ্ধি
6. যুবশক্তি
7. আর্থিক ক্ষেত্র
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই হল সরকারের দর্শন ৷
সবকা সাথ সবকা বিকাশ কৃষক, মহিলা, যুবক, ওবিসি, তফসিলি জাতি ও উপজাতি, অর্থনৈতিকভাবে দুর্বল অংশ এবং সুবিধাবঞ্চিতদের জন্য সামগ্রিক উন্নয়নের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুবিধা দিয়েছে ।
'G20 প্রেসিডেন্সি আমাদের ভূমিকা শক্তিশালী করেছে'
G20 প্রেসিডেন্সি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের ভূমিকা শক্তিশালী করার অনন্য সুযোগ দিয়েছে । আমরা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন সহজতর করার জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী জনকেন্দ্রিক এজেন্ডা পরিচালনা করছি ।
উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোচ্ছি, বললেন নির্মলা
নির্মলা সীতারমন বলেন, "গত বাজেটে ভিত্তি করে এই বাজেট তৈরি হয়েছে । সারা বিশ্ব উজ্জ্বল অর্থনীতির দেশ হিসাবে ভারতকে দেখে ।"
করোনা পরিস্থিতিতে নজর কেন্দ্রের
করোনার সময় দেশের কেউ যেন অভুক্ত না থাকে আমরা সেদিকে নজর দিয়েছি । আমরা 28 মাসের মধ্যে 80 জন কোটি মানুষের জন্য খাবার সরবরাহ করেছি । আমাদের প্রতিশ্রুতি অব্যাহত রেখে আমরা 2023 জানুয়ারি থেকে সমস্ত অন্ত্যোদয় এবং সমস্ত অগ্রাধিকার গৃহগুলিতে খাদ্য এবং সমস্ত পুষ্টিকর উপাদান সরবরাহ শুরু করছি ৷
'পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে বাজেট'
দেশের অর্থনৈতিক বৃদ্ধি 7 শতাংশের কাছে পৌঁছেছে । পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেই এই বাজেট পেশ করছি । অর্থনৈতিক সংস্কারের দিকে আমাদের দৃষ্টি রয়েছে ।