নয়াদিল্লি, 30 জানুয়ারি: প্রাক-কোভিড সময়ের বরাদ্দের তুলনায় চলতি অর্থবছরে ভারতের স্বাস্থ্য বাজেট (Budget 2023) প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে ৷ তবে তথ্য দেখায় যে মূলধন ব্যয়, হাসপাতাল, ক্লিনিক তৈরিতে ব্যয় করা জনসাধারণের অর্থ, টেস্ট ল্যাব এবং এই জাতীয় অন্যান্য সুবিধায় স্বাস্থ্য খাতে বরাদ্দ রাজস্ব ব্যয়ের 4-5 শতাংশের নিম্ন স্তরেই রয়ে গিয়েছে (Country health budget increased)।
কোভিডের পর স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে বেড়েছে উদ্বেগ: অনুচ্ছেদ 112-এর অধীনে কেন্দ্রীয় সরকারকে একটি আর্থিক বছরে তার আনুমানিক প্রাপ্তি (আয়) এবং ব্যয়ের একটি বিবৃতি সংসদে উপস্থাপন করতে হবে । স্বাস্থ্য খাতে ভারতের কম সরকারি ব্যয় সবসময়ই উদ্বেগের কারণ এবং কোভিড-19 অতিমারির প্রাদুর্ভাবের পরে স্বাস্থ্য বাজেট জনসাধারণের কাছে আরও বেশি উদ্বেগের জায়গা ৷ কোভিডে দেশে 5,70,000-এরও বেশি মানুষের প্রাণ গিয়েছে এবং সারা বিশ্বে কোভিড কেড়ে নিয়েছে 6.75 মিলিয়নেরও বেশি লোকের প্রাণ (Health budget news update)।
কোভিডকালের তুলনায় বেড়েছে স্বাস্থ্য খাতে বরাদ্দ: বাজেট নথি অনুসারে, প্রাক-কোভিড বছরে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দের তুলনায় চলতি অর্থ বছরে কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে ভারতের জনস্বাস্থ্য ব্যয় প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছে । তথ্য দেখায় যে, কেন্দ্রীয় সরকার 2019-20 অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতে 69,000 কোটি টাকারও বেশি ব্যয় করেছে ৷ সেই বছরের মার্চ মাসে দেশে কোভিড-19 আঘাত হানা দেওয়ার ঠিক আগে বাজেট পেশ হয় । একটি ক্লোজার স্ক্রুটিনি প্রকাশ করে যে, সেই বছরের জন্য স্বাস্থ্য বাজেটে মূলধন ব্যয় ছিল মাত্র 2,772 কোটি টাকা, যা বাজেটে বিভিন্ন খাতের জন্য মোট বরাদ্দের 4 শতাংশ ।
আরও পড়ুন: বাজেট অধিবেশনের আগে আজ সর্বদল বৈঠক
স্বাস্থ্য ক্ষেত্রে নতুন পরিকাঠামো নিয়ে চিন্তা: স্বাস্থ্য খাতে উচ্চ মূলধন ব্যয় জনস্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্য বাজেটের এই অংশটি নতুন হাসপাতাল, ক্লিনিক, পরীক্ষা-ল্যাব নির্মাণ এবং কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ও ল্যাবগুলির জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য খরচ করা হয় । কিন্তু তথ্য দেখায় যে, কেন্দ্রীয় স্বাস্থ্য বাজেটের একটি বড় অংশ রাজস্ব ব্যয়ে যায় কারণ সেই বছরের মোট বরাদ্দের 95% এর বেশি বেতন, মজুরি এবং স্থাপনা ব্যয়ে খরচ হয়েছিল, যার ফলে দেশে নতুন স্বাস্থ্য পরিকাঠামো তৈরি হয়নি ।
গত চার বছরে বরাদ্দ বেড়েছে: গত চারটি আর্থিক বছরের বাজেটের তথ্যগুলি দেখে বোঝা যায় যে, কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এক লাফে অনেকটা বেড়েছে ৷ 2019-20 সালে কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্য খাতের জন্য মোট ব্যয় (প্রকৃত) ছিল 69,375 কোটি টাকা, যা প্রথম অতিমারি বছর 2020-21 অর্থবছরে 9,1605 কোটি টাকায় পৌঁছয় । অর্থাৎ 22,230 কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি হয়, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে ।
স্বল্প মূলধন ব্যয় উদ্বেগের কারণ: তবে সে বছর স্বাস্থ্য খাতে মূলধন ব্যয় ছিল 3,587 কোটি টাকা, যা এই খাতে মোট বাজেট বরাদ্দের 4 শতাংশেরও কম । গত আর্থিক বছরে (2021-22 আর্থিক বছর) যদিও সংশোধিত অনুমান অনুসারে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ ছিল রেকর্ড 1.24 লক্ষ কোটি টাকা, মূলধন ব্যয় ছিল মাত্র 6,545 কোটি টাকা, যা 5% এর কিছু বেশি ।
চলতি অর্থবছরের (2022-23 অর্থবছর) জন্য মোট বরাদ্দ আবার 1.13 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে কিন্তু মূলধন ব্যয় 5,632 কোটি টাকার নিম্ন স্তরেই রয়ে গিয়েছে ৷ অর্থাৎ স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট বরাদ্দের 5%-এরও কম ।