ETV Bharat / business

এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে ফিরতে ইচ্ছুক সংস্থা ? নতুন নির্দেশিকা প্রকাশ বোম্বে স্টক এক্সচেঞ্জের - BSE new guidelines for shifting of SMEs

BSE New Guidelines: এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে ফিরতে ইচ্ছুক সংস্থার জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করল বোম্বে স্টক এক্সচেঞ্জ ৷ জেনে নিন কী মেনে চলতে হবে ছোট এবং মাঝারি সংস্থাগুলিকে ৷

BSE new guidelines
বোম্বে স্টক এক্সচেঞ্জ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 8:42 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর: ছোট এবং মাঝারি সংস্থার (এসএমই) জন্য নতুন নির্দশিকা প্রকাশ করল বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ৷ যেসব ছোট এবং মাঝারি সংস্থা এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে ফিরতে চাইছে তাদের জন্যই এই নতুন নির্দেশিকা ৷

নির্দেশিকা অনুযায়ী, মূল বোর্ডে ফিরতে হলে আবেদনকারীর পূর্বে দুই আর্থিক বছরে কমপক্ষে 15 কোটি টাকা থাকতে হবে ৷ আবেদনকারী সংস্থাকে কমপক্ষে তিন বছরের জন্য এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে হবে । মূল বোর্ডে স্থানান্তর করার আগে তাদের 250 জন পাবলিক শেয়ারহোল্ডার থাকতে হবে । এছাড়াও, এসএমই-এর তিন আর্থিক বছরের মধ্যে অন্তত যে কোনও দু'টিতে ইতিবাচক পরিচালন মুনাফা থাকা উচিত এবং বোর্সে মাইগ্রেশন আবেদন করার জন্য বর্তমান আর্থিক বছরে পজিটিভ প্রফিট আফটার ট্যাক্স (প্যাট) থাকা উচিত ।

বিএসই নির্দেশিকায় বলেছে, "আবেদনকারীর পূর্ববর্তী দু'টি পূর্ণ আর্থিক বছরের জন্য কমপক্ষে 15 কোটি টাকার সম্পদ থাকতে হবে । আবেদনকারীর পেড অ্যাপ ইক্যুইটি ক্যাপিটাল 10 কোটি টাকার বেশি হওয়া উচিত এবং বাজারে কমপক্ষে 25 কোটি টাকা থাকা উচিত । অন্যান্য মাপকাটিগুলির মধ্যে একটি হল, আবেদনকারী কোম্পানি যেন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (এনসিএলটি) তরফে কোনও উইন্ডিং-আপ পিটিশন না পায় এবং এসএমই-এর বিরুদ্ধে লেনদেন স্থগিত করার মতো গত তিন বছরে সংস্থার বিরুদ্ধে কোনও উপাদান নিয়ন্ত্রক পদক্ষেপ যেন না নেওয়া হয় । এছাড়াও আবেদনকারী কোম্পানি, এর প্রোমোটার ও এর সহযোগী সংস্থাগুলিকে সেবির তরফে কোনও নিষেধাজ্ঞা থাকলে হবে না ।

বোম্বে স্টক এক্সচেঞ্জ এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য যোগ্যতার মানদণ্ডও পরিবর্তন করেছে । নতুন নির্দেশিকা 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে ৷ এমনটাই জানিয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ । এখন পর্যন্ত 464টি কোম্পানি বিএসই এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে 181টি মূল বোর্ডে স্থানান্তরিত হয়েছে ৷ প্ল্যাটফর্মের তথ্যে এমনটাই দেখানো হয়েছে ।

আরও পড়ুন:

নয়াদিল্লি, 26 নভেম্বর: ছোট এবং মাঝারি সংস্থার (এসএমই) জন্য নতুন নির্দশিকা প্রকাশ করল বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ৷ যেসব ছোট এবং মাঝারি সংস্থা এসএমই প্ল্যাটফর্ম থেকে মূল বোর্ডে ফিরতে চাইছে তাদের জন্যই এই নতুন নির্দেশিকা ৷

নির্দেশিকা অনুযায়ী, মূল বোর্ডে ফিরতে হলে আবেদনকারীর পূর্বে দুই আর্থিক বছরে কমপক্ষে 15 কোটি টাকা থাকতে হবে ৷ আবেদনকারী সংস্থাকে কমপক্ষে তিন বছরের জন্য এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে হবে । মূল বোর্ডে স্থানান্তর করার আগে তাদের 250 জন পাবলিক শেয়ারহোল্ডার থাকতে হবে । এছাড়াও, এসএমই-এর তিন আর্থিক বছরের মধ্যে অন্তত যে কোনও দু'টিতে ইতিবাচক পরিচালন মুনাফা থাকা উচিত এবং বোর্সে মাইগ্রেশন আবেদন করার জন্য বর্তমান আর্থিক বছরে পজিটিভ প্রফিট আফটার ট্যাক্স (প্যাট) থাকা উচিত ।

বিএসই নির্দেশিকায় বলেছে, "আবেদনকারীর পূর্ববর্তী দু'টি পূর্ণ আর্থিক বছরের জন্য কমপক্ষে 15 কোটি টাকার সম্পদ থাকতে হবে । আবেদনকারীর পেড অ্যাপ ইক্যুইটি ক্যাপিটাল 10 কোটি টাকার বেশি হওয়া উচিত এবং বাজারে কমপক্ষে 25 কোটি টাকা থাকা উচিত । অন্যান্য মাপকাটিগুলির মধ্যে একটি হল, আবেদনকারী কোম্পানি যেন ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের (এনসিএলটি) তরফে কোনও উইন্ডিং-আপ পিটিশন না পায় এবং এসএমই-এর বিরুদ্ধে লেনদেন স্থগিত করার মতো গত তিন বছরে সংস্থার বিরুদ্ধে কোনও উপাদান নিয়ন্ত্রক পদক্ষেপ যেন না নেওয়া হয় । এছাড়াও আবেদনকারী কোম্পানি, এর প্রোমোটার ও এর সহযোগী সংস্থাগুলিকে সেবির তরফে কোনও নিষেধাজ্ঞা থাকলে হবে না ।

বোম্বে স্টক এক্সচেঞ্জ এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্তির জন্য যোগ্যতার মানদণ্ডও পরিবর্তন করেছে । নতুন নির্দেশিকা 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে ৷ এমনটাই জানিয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ । এখন পর্যন্ত 464টি কোম্পানি বিএসই এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে 181টি মূল বোর্ডে স্থানান্তরিত হয়েছে ৷ প্ল্যাটফর্মের তথ্যে এমনটাই দেখানো হয়েছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.