ETV Bharat / business

AI Conversational Payments in UPI: শীঘ্রই ইউপিআই'তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কথোপকথনের মাধ্যমে হবে পেমেন্ট - কথোপকথনমূলক অর্থপ্রদান

ইউপিআই'তে কথোপকথনে অর্থপ্রদান পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷ এর ফলে ইউপিআই ব্যবহারকারীরা একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-চালিত সিস্টেমের সঙ্গে কথোপকথনে মাধ্যমে টাকার সম্পূর্ণ লেনদেন করতে পারবে ।

AI Conversational Payments in UPI
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইউপিআই পেমেন্ট
author img

By

Published : Aug 10, 2023, 2:33 PM IST

মুম্বই, 10 অগস্ট: এবার গ্রাহকদের জন্য নয়া চমক নিয়ে হাজির হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷ আরবিআই চালু করতে চলেছে কথোপকথনমূলক অর্থপ্রদান পরিষেবা ৷ যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ৷ এই পরিষেবায় ইউপিআই ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-চালিত সিস্টেমের মাধ্যমে নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশে টাকা লেনদেন করতে পারবে ৷ অর্থাৎ পেমেন্টের সময় এআই প্রতিনিধি আপনার সঙ্গে কথোপকথন করবে ৷ যার মাধ্যমে টাকা এক অ্যাকাউন্ট থেকে চলে যাবে অন্য অ্য়াকাউন্টে ৷ এমনটাই মনিটরি পলিসি বৈঠক নিয়ে বলার সময় সংবাদমাধ্যমের সামনে বৃহস্পতিবার জানিয়েছেন আইবিআই গর্ভনর শক্তিকান্ত দাস ৷

তিনি এ দিন দেশের কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমূলক ও নিয়ন্ত্রণমূলক নীতিগত পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন । সেসময় বিবৃতিতে জানান, ইউপিআই-এর ব্যবহার সহজ ৷ নিরাপত্তা এবং রিয়েল-টাইম বৈশিষ্ট্য-সহ ভারতে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে বদলে দিয়েছে ইউপিআই । বিবৃতিতে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক নতুন বৈশিষ্ট্যের সংযোজন হবে ইউপিআই-এ ৷ ইউপিআই টাকা লেনদেনের প্রয়োজনীয়তাগুলিকে সহজতর করে তুলেছে ।

ডিজিটাল অর্থনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা আনা হচ্ছে ৷ যেখানে কথার মাধ্যমে নির্দেশ দেওয়া যাবে ৷ যাতে সহজেই যে কেউ ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন ৷ এর ফলে ইউপিআই-এর ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর । তাই ইউপিআই-তে একটি উদ্ভাবনী পেমেন্ট মোড, যেমন কথোপকথনমূলক অর্থপ্রদান চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যা ব্যবহারকারীদের নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশে লেনদেন শুরু এবং সম্পূর্ণ করতে একটি এআই-চালিত সিস্টেমের সঙ্গে কথোপকথনে নিযুক্ত করবে ।

এই চ্যানেলটি স্মার্টফোন এবং ফিচার ফোন-ভিত্তিক হবে ৷ ইউপিআই চ্যানেল উভয়ক্ষেত্রেই উপলব্ধ করা হবে ৷ যার ফলে দেশে ডিজিটাল পেমেন্টের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । সুবিধাটি প্রাথমিকভাবে হিন্দি এবং ইংরেজিতে উপলব্ধ হবে এবং পরবর্তীকালে আরও ভারতীয় আঞ্চলিক ভাষায় উপলব্ধ করা হবে । এনপিসিআই-কে শীঘ্রই এ বিষয়ে নির্দেশ জারি করা হবে ৷ এমনটাই বিবৃতিতে জানানো হয়েছে ।

আরও পড়ুন: 6.5 শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

আরবিআই জানিয়েছে, অন-ডিভাইস ওয়ালেটের সঙ্গে ইউপিআই-লাইট 2022 সালের সেপ্টেম্বরে চালু হয়েছে ৷ যা ব্যাংকগুলির প্রক্রিয়াকরণ সংস্থানগুলিকে নিখুঁত করতে এবং লেনদেনে গতি আনতে নিয়ার ফিল্ড 4 কমিউনিকেশন (NFC) প্রযুক্তি ব্যবহার করবে । বর্তমানে এটি মাসে দশ মিলিয়নেরও বেশি লেনদেন প্রক্রিয়া করে । ইউপিআই-লাইট-এর ব্যবহারকে আরও উন্নত করার জন্য আরবিআই এনএফসি প্রযুক্তি ব্যবহার করে অফলাইন লেনদেন সহজতর করবে । এই বৈশিষ্ট্যটি কেবলমাত্র ইন্টারনেট/টেলিকম সংযোগ যেখানে দুর্বল সেখানে উপলব্ধ হবে না ৷ ফলে এমন পরিস্থিতিতে খুচরো ডিজিটাল পেমেন্ট করা যাবে না ৷ এটি ন্যূনতম লেনদেন হ্রাসের সঙ্গে পেমেন্টে গতি আনবে ।

অফলাইন মোডে এবার পেমেন্টের নিম্নসীমা সংশোধিত করে 200 টাকা থেকে 500 টাকায় করা হয়েছে ৷ ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড-সহ অফলাইন মোডে স্বল্পমূল্যের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এই লেনদেন করা যাবে ৷ পেমেন্টের সর্বোচ্চসীমা হবে 2000 ৷ ইউপিআই-লাইট-এর ক্ষেত্রেও নিম্নসীমা সংশোধিত করে 200 টাকা থেকে 500 টাকায় করা হয়েছে ৷ তবে পেমেন্টের সর্বোচ্চসীমা অপরিবর্তিত থাকবে ।

মুম্বই, 10 অগস্ট: এবার গ্রাহকদের জন্য নয়া চমক নিয়ে হাজির হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ৷ আরবিআই চালু করতে চলেছে কথোপকথনমূলক অর্থপ্রদান পরিষেবা ৷ যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে ৷ এই পরিষেবায় ইউপিআই ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-চালিত সিস্টেমের মাধ্যমে নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশে টাকা লেনদেন করতে পারবে ৷ অর্থাৎ পেমেন্টের সময় এআই প্রতিনিধি আপনার সঙ্গে কথোপকথন করবে ৷ যার মাধ্যমে টাকা এক অ্যাকাউন্ট থেকে চলে যাবে অন্য অ্য়াকাউন্টে ৷ এমনটাই মনিটরি পলিসি বৈঠক নিয়ে বলার সময় সংবাদমাধ্যমের সামনে বৃহস্পতিবার জানিয়েছেন আইবিআই গর্ভনর শক্তিকান্ত দাস ৷

তিনি এ দিন দেশের কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমূলক ও নিয়ন্ত্রণমূলক নীতিগত পদক্ষেপ নিয়ে বক্তব্য রাখেন । সেসময় বিবৃতিতে জানান, ইউপিআই-এর ব্যবহার সহজ ৷ নিরাপত্তা এবং রিয়েল-টাইম বৈশিষ্ট্য-সহ ভারতে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে বদলে দিয়েছে ইউপিআই । বিবৃতিতে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক নতুন বৈশিষ্ট্যের সংযোজন হবে ইউপিআই-এ ৷ ইউপিআই টাকা লেনদেনের প্রয়োজনীয়তাগুলিকে সহজতর করে তুলেছে ।

ডিজিটাল অর্থনীতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবস্থা আনা হচ্ছে ৷ যেখানে কথার মাধ্যমে নির্দেশ দেওয়া যাবে ৷ যাতে সহজেই যে কেউ ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন ৷ এর ফলে ইউপিআই-এর ব্যবহার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর । তাই ইউপিআই-তে একটি উদ্ভাবনী পেমেন্ট মোড, যেমন কথোপকথনমূলক অর্থপ্রদান চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যা ব্যবহারকারীদের নিরাপদ এবং সুরক্ষিত পরিবেশে লেনদেন শুরু এবং সম্পূর্ণ করতে একটি এআই-চালিত সিস্টেমের সঙ্গে কথোপকথনে নিযুক্ত করবে ।

এই চ্যানেলটি স্মার্টফোন এবং ফিচার ফোন-ভিত্তিক হবে ৷ ইউপিআই চ্যানেল উভয়ক্ষেত্রেই উপলব্ধ করা হবে ৷ যার ফলে দেশে ডিজিটাল পেমেন্টের প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । সুবিধাটি প্রাথমিকভাবে হিন্দি এবং ইংরেজিতে উপলব্ধ হবে এবং পরবর্তীকালে আরও ভারতীয় আঞ্চলিক ভাষায় উপলব্ধ করা হবে । এনপিসিআই-কে শীঘ্রই এ বিষয়ে নির্দেশ জারি করা হবে ৷ এমনটাই বিবৃতিতে জানানো হয়েছে ।

আরও পড়ুন: 6.5 শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

আরবিআই জানিয়েছে, অন-ডিভাইস ওয়ালেটের সঙ্গে ইউপিআই-লাইট 2022 সালের সেপ্টেম্বরে চালু হয়েছে ৷ যা ব্যাংকগুলির প্রক্রিয়াকরণ সংস্থানগুলিকে নিখুঁত করতে এবং লেনদেনে গতি আনতে নিয়ার ফিল্ড 4 কমিউনিকেশন (NFC) প্রযুক্তি ব্যবহার করবে । বর্তমানে এটি মাসে দশ মিলিয়নেরও বেশি লেনদেন প্রক্রিয়া করে । ইউপিআই-লাইট-এর ব্যবহারকে আরও উন্নত করার জন্য আরবিআই এনএফসি প্রযুক্তি ব্যবহার করে অফলাইন লেনদেন সহজতর করবে । এই বৈশিষ্ট্যটি কেবলমাত্র ইন্টারনেট/টেলিকম সংযোগ যেখানে দুর্বল সেখানে উপলব্ধ হবে না ৷ ফলে এমন পরিস্থিতিতে খুচরো ডিজিটাল পেমেন্ট করা যাবে না ৷ এটি ন্যূনতম লেনদেন হ্রাসের সঙ্গে পেমেন্টে গতি আনবে ।

অফলাইন মোডে এবার পেমেন্টের নিম্নসীমা সংশোধিত করে 200 টাকা থেকে 500 টাকায় করা হয়েছে ৷ ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড-সহ অফলাইন মোডে স্বল্পমূল্যের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এই লেনদেন করা যাবে ৷ পেমেন্টের সর্বোচ্চসীমা হবে 2000 ৷ ইউপিআই-লাইট-এর ক্ষেত্রেও নিম্নসীমা সংশোধিত করে 200 টাকা থেকে 500 টাকায় করা হয়েছে ৷ তবে পেমেন্টের সর্বোচ্চসীমা অপরিবর্তিত থাকবে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.