ETV Bharat / business

World Bank President Election: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন অজয় বাঙ্গা - World Bank President

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাতিক হতে চলেছেন মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গা ৷ তাঁর বিপরীতে এই পদের জন্য আর কোনও মনোনয়ন জমা পড়েনি ৷ বিশ্ব ব্যাংকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

World Bank President Election ETV BHARAT
World Bank President Election
author img

By

Published : Mar 31, 2023, 2:09 PM IST

ওয়াশিংটন, 31 মার্চ: বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গা নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ৷ গতকাল শেষ হওয়া মনোনয়ন পেশের শেষদিনে প্রেসিডেন্ট পদে আর কোনও আবেদন জমা পড়েনি ৷ ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন তিনি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও পছন্দ ছিলেন অজয় ৷ বাইডেনই তাঁর নাম প্রস্তাব করেন। বিশ্ব ব্যাংক জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা এই মনোনয়ন পেশের প্রক্রিয়ায় কেবল মাত্র অজয় বাঙ্গা প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র পেশ করেছিলেন ৷

উল্লেখ্য, 189 দেশের দারিদ্রের সঙ্গে লড়াই করা সংস্থার বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস জুন মাসে পদত্যাগ করছেন ৷ তিনি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন, সময়ের 1 বছর আগেই তিনি অবসর নিতে চলেছেন ৷ ডেভিড মালপাসের পাঁচ বছরের মেয়াদ 2024 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল ৷ দরিদ্র দেশগুলির উপর বিশাল ঋণের ভার না-চাপিয়ে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিকল্পিত প্রকল্পগুলিতে আর্থিক সাহায্যের জন্য বিশ্ব ব্যাংকের উপর বিশাল চাপ রয়েছে ৷ মূলত, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির তরফে সেই চাপ ক্রমশ বাড়ানো হচ্ছে ৷

তবে, আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা নিয়ে বিশ্ব ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ আর সেক্ষেত্রে সমালোচকদের তরফে দাবি করা হয়েছে, সেই সব সমস্যার সমাধানে বিশ্ব ব্যাংককে আরও ভালোভাবে কাজ করতে হবে ৷ বিশেষত, মহামারী নিয়ে গবেষণা এবং তার টিকাকরণের মতো কাজকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ৷ আর সেই কাজে অজয় বাঙ্গা সবচেয়ে উপযোগী ব্যক্তি বলেই মনে করা হচ্ছে ৷ অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের প্রথমসারির দেশগুলির সমর্থন বাঙ্গার সঙ্গে রয়েছে ৷ বর্তমানে তিনি প্রাইভেট ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস-চেয়ারম্যান ৷ 30 বছরের বেশি বাণিজ্যিক ও বিশ্বের বাজার পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: ভারত আসছেন মার্কিন মনোনীত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের প্রার্থী অজয় বাঙ্গা

তিনি মাস্টারকার্ডের পাশাপাশি, আমেরিকান রেড ক্রস, ক্রাফ্ট ফুডস এবং ডাও ইনকর্পোরেটেডের বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন ৷ আর ভারতে জন্মগ্রহণকারী প্রথম কোনও ব্যক্তি হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মোননীত হয়েছেন ৷ তাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৷ আর সেখানে মহামারী নিয়ে গবেষণা এবং ব্যাপক হারে টিকাকরণে বিশ্ব ব্যাংকের তরফে আর্থিক সাহায্য করা হবে বলেই মনে করা হচ্ছে ৷

ওয়াশিংটন, 31 মার্চ: বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গা নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত ৷ গতকাল শেষ হওয়া মনোনয়ন পেশের শেষদিনে প্রেসিডেন্ট পদে আর কোনও আবেদন জমা পড়েনি ৷ ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন তিনি ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও পছন্দ ছিলেন অজয় ৷ বাইডেনই তাঁর নাম প্রস্তাব করেন। বিশ্ব ব্যাংক জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা এই মনোনয়ন পেশের প্রক্রিয়ায় কেবল মাত্র অজয় বাঙ্গা প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র পেশ করেছিলেন ৷

উল্লেখ্য, 189 দেশের দারিদ্রের সঙ্গে লড়াই করা সংস্থার বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস জুন মাসে পদত্যাগ করছেন ৷ তিনি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন, সময়ের 1 বছর আগেই তিনি অবসর নিতে চলেছেন ৷ ডেভিড মালপাসের পাঁচ বছরের মেয়াদ 2024 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল ৷ দরিদ্র দেশগুলির উপর বিশাল ঋণের ভার না-চাপিয়ে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিকল্পিত প্রকল্পগুলিতে আর্থিক সাহায্যের জন্য বিশ্ব ব্যাংকের উপর বিশাল চাপ রয়েছে ৷ মূলত, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির তরফে সেই চাপ ক্রমশ বাড়ানো হচ্ছে ৷

তবে, আন্তর্জাতিক সমস্যার মোকাবিলা নিয়ে বিশ্ব ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ আর সেক্ষেত্রে সমালোচকদের তরফে দাবি করা হয়েছে, সেই সব সমস্যার সমাধানে বিশ্ব ব্যাংককে আরও ভালোভাবে কাজ করতে হবে ৷ বিশেষত, মহামারী নিয়ে গবেষণা এবং তার টিকাকরণের মতো কাজকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ৷ আর সেই কাজে অজয় বাঙ্গা সবচেয়ে উপযোগী ব্যক্তি বলেই মনে করা হচ্ছে ৷ অন্তত মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের প্রথমসারির দেশগুলির সমর্থন বাঙ্গার সঙ্গে রয়েছে ৷ বর্তমানে তিনি প্রাইভেট ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস-চেয়ারম্যান ৷ 30 বছরের বেশি বাণিজ্যিক ও বিশ্বের বাজার পরিস্থিতির অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: ভারত আসছেন মার্কিন মনোনীত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের প্রার্থী অজয় বাঙ্গা

তিনি মাস্টারকার্ডের পাশাপাশি, আমেরিকান রেড ক্রস, ক্রাফ্ট ফুডস এবং ডাও ইনকর্পোরেটেডের বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেছেন ৷ আর ভারতে জন্মগ্রহণকারী প্রথম কোনও ব্যক্তি হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মোননীত হয়েছেন ৷ তাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৷ আর সেখানে মহামারী নিয়ে গবেষণা এবং ব্যাপক হারে টিকাকরণে বিশ্ব ব্যাংকের তরফে আর্থিক সাহায্য করা হবে বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.