হায়দরাবাদ, 11 জানুয়ারি: একটু বাড়তি যত্ন আপনার আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে । আপনি যদি নতুন বছরে মেয়াদি বীমা পলিসি নেওয়ার কথা ভাবছেন, তাহলে রাইডার পলিসি সম্পর্কেও অবশ্যই খোঁজ খবর নিন । অপ্রত্যাশিত সংকটজনক পরিস্থিতিতে ও অপ্রয়োজনীয় বোঝা থেকে নিজেকে মুক্তি দিতে এই সম্পূরক পলিসিগুলি নিতে ভুলবেন না (Supplementary riders to insurance covers) । রাইডাররা আপনার মূল নীতির মান বৃদ্ধি করবে এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে ।
বীমা কোম্পানিগুলি মেয়াদি পলিসি-সহ বিভিন্ন ধরনের রাইডার কভার অফার করে (Add riders to insurance for added protection) । প্রত্যেকের এই ধরনের পলিসির প্রয়োজন নাও হতে পারে । তারা বিবেচনা করে এবং প্রয়োজনের উপর নির্ভর করে যে কোনও একটি পলিসির নিতে পারেন । রাইডার পলিসিগুলি দুর্ঘটনা এবং গুরুতর অসুস্থতার সময়ে অতিরিক্ত সুরক্ষা দেয় । কিছু রাইডার পলিসি আবার প্রিমিয়াম মওকুফ সুবিধা প্রদান করে ।
ঘটনাক্রমে পলিসিধারীর কিছু ঘটলে 'অ্যাক্সিডেন্টাল ডেথ রাইডার' (Accidental death rider) অতিরিক্ত বীমা কভারেজ দেয় । দুর্ঘটনার কয়েকদিনের মধ্যে ব্যক্তির মৃত্যু ঘটলে এই রাইডারের অধীনে যতটা বীমা আছে সেই অর্থ প্রদান করা হয় । এটিতে স্ট্যান্ডার্ড পলিসির অধীনে প্রদত্ত ক্ষতিপূরণ ছাড়াও, সুবিধাভোগী পরিবারকে যে কোনও অপ্রত্যাশিত আর্থিক বোঝা থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয় (Waiver of premium rider) ।
ধরুন আপনি 'ক্রিটিকাল ইলনেস' পলিসি (Critical illness rider) বেছে নিয়েছেন ৷ তাহলে মেয়াদ শেষের আগে কোনও গুরুতর অসুস্থতার ক্ষেত্রে এই পলিসি আপনাকে ক্ষতিপূরণ দেবে । চিকিৎসার খরচের ক্ষেত্রে এই পলিসি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে । যেটি রোগগুলি পলিসিতে উল্লেখ করা রয়েছে তাদের ক্ষেত্রেই ৷ কখনও কখনও প্রদত্ত ক্ষতিপূরণ মৌলিক নীতি থেকে বাদ দেওয়া হয় । তখন অতিরিক্ত পরিমাণ অর্থ প্রদান করতে হয় । এটা আপনি কী পলিসি নিচ্ছেন তার উপর নির্ভর করে ৷
আরও পড়ুন: কোম্পানির কাছে কীভাবে স্বাস্থ্য বীমা পলিসি দাবি করবেন, জেনে নিন
পলিসি হোল্ডারকে রাইডারদের ভালোভাবে বুঝতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের তা নির্বাচন করতে হবে । যদি তাড়াহুড়ো করেন তাহলে আপনাকে অর্থের অপচয় করতে হবে । এমন রাইডার বেছে নিন যেগুলো যেকোনও পরিস্থিতিতে আপনার ভবিষ্যতের চাহিদা পূরণ করবে । তবেই তারা অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে ।