মুম্বই, 23 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশের একাধিক রাজ্য লকডাউন করে দেওয়া হয়েছে ৷ বেশ কিছু রাজ্যে পরিস্থিতি যাতে নাগালের বাইরে না বেড়িয়ে যায়, সেই কারণে কারফিউ জারি করা হয়েছে ৷ কারফিউ চলছে মহারাষ্ট্রেও ৷ তবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন, বন্ধ হবে না দালাল স্ট্রিট ৷ জনতা কারফিউয়ের জেরে কাটতে না কাটতেই দেশের একাধিক রাজ্য লকডাউন ৷ আর এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও ৷ সাম্প্রতিক ইতিহাসে সবথেকে বড় পতন ঘটল সেনসেক্সে ৷ 3,900 পয়েন্ট পড়ল সেনসেক্সের সূচক ৷
আজ বাজার খুলতে না খুলতেই 10 শতাংশ পড়ে যায় সেনসেক্সের সূচক ৷ গত তিন বছরে এই প্রথম এতটা ধস শেয়ার বাজারে ৷ আজ সকালে শেয়ার বাজার খোলার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় শেয়ার কেনাবেচা ৷ প্রায় 45 মিনিট শেয়ার কেনা-বেচা বন্ধ ছিল ৷
শতাংশের নিরিখে দেখতে গেলে আজ সেনসেক্সের পতন হয়েছে 13.15 শতাংশ ৷ এর আগে 1992 সালের 28 এপ্রিল সর্বোচ্চ পতন হয়েছিল 12.8 শতাংশ ৷ এছাড়া 11.1 শতাংশ পড়েছিল 2004 সালে, 10.96 শতাংশ পড়েছিল 2008 সালের অক্টোবরে ৷ 1992 সালের মে মাসে 9.8 শতাংশ পতন ঘটেছিল সেনসেক্সে ৷ পাশাপাশি ধস নামে নিফটিতেও ৷ দিনের শেষে নিফটি 1.135.20 পয়েন্ট ধস নামে নিফটিতে ৷
এদিকে, কোরোনা ভাইরাসের দ্রুত সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন ঘোষণার পর থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে ব্যাঙ্কিং, অটোমোবাইল সেক্টরগুলিতে ৷ SBI, HDFC, ICICI ব্যাঙ্কের মতো মোট 12 টি হেভিওয়েট ঋণদাতাদের শেয়ার কমেছে 12.74 শতাংশ ৷