ETV Bharat / business

LPG Price Likely to Drop: অপরিশোধিত তেলের বাজারে পতন, কমতে পারে গ্যাসের দাম - SBI Credit Card

পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) পর, এ বার দাম কমানো হতে পারে রান্নার গ্যাসেরও (এলপিজি) । এক দিকে করোনার নয়া রূপ ওমিক্রনের ধাক্কা, অন্য দিকে আন্তর্জাতিক বাজারে (International Oil Market) অপরিশোধিত তেলের দামে পতন, তাতে একটু হলেও রেহাই পেতে পারেন আমজনতা (LPG Price Likely to Drop) ।

LPG Price Likely to Drop amid the fall in crude oil prices in international market
কমতে পারে এলপিজি সিলিন্ডারের দাম ।
author img

By

Published : Nov 28, 2021, 9:00 PM IST

নয়াদিল্লি, 28 নভেম্বর: ডিসেম্বরের শুরুতেই মিলতে পারে স্বস্তি । পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) পর, এবার দাম কমানো হতে পারে রান্নার গ্যাসেরও (এলপিজি) । এক দিকে করোনার নয়া রূপ ওমিক্রনের ধাক্কা, অন্য দিকে আন্তর্জাতিক বাজারে (International Oil Market) অপরিশোধিত তেলের দামে পতন, তাতে একটু হলেও রেহাই পেতে পারেন আমজনতা (LPG Price Likely to Drop) ।

শুক্রবার ব্যারেল প্রতি ব্রেন্ট অপরিশোধিত তেলের দামে 10 ডলার (ভারতীয় মুদ্রায় 750 টাকা) পতন হয়েছে । তা বিবেচনা করে দেখে ডিসেম্বরের শুরুতে তেল সংস্থাগুলি এলপিজি-র দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে দিল্লি ৷ সূত্রে এমনটাই জানা গিয়েছে । উল্লেখ্য, 2020-র পর এই প্রথম এলপিজি-র দামে একটা পতন ঘটল ।

আরও পড়ুন: India Crude Oil Release: দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে সঞ্চয় থেকে অপরিশোধিত তেল ছাড়বে ভারত

অন্য দিকে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফও) অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করার সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে । এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেই দিল্লি সূত্রে খবর । তাই এ বার আধার সংযুক্ত না-করলে প্রভিডেন্ট ফান্ডের টাকা অ্যাকাউন্টে জমা পড়বে না । আবার প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাও তুলতে পারবেন না গ্রাহক ।

আধার এবং প্যানকার্ডের সংযুক্তিকরণ না হলে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিয়োর‌্যান্স (ইডিএলআই)-এ প্রিমিয়াম জমা দেওয়া যাবে না । ফলে লক্ষ টাকার বিমা থেকে বঞ্চিত হবেন গ্রাহক ।

আরও পড়ুন: Airtel Hikes Prepaid Tariff: প্রি-পেড প্ল্যানে 20-25 শতাংশ দাম বাড়াচ্ছে এয়ারটেল

যাঁরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহার করেন, 1 ডিসেম্বর থেকে তাঁদের খরচ বেড়ে যাচ্ছে । এত দিন এসবিআই কার্ডের উপর শুধুমাত্র সুদ নেওয়া হতো । 1 ডিসেম্বর থেকে কেনাকাটার সময় প্রসেসিং ফি-ও নেওয়া হবে ।

উৎসবের মরসুমে এ বছর একাধিক ব্যাঙ্ক এবং অর্থ সংস্থা কম সুদে ঋণের সুবিধা এনেছিল । আবার প্রসেসিং ফি সম্পূর্ণ মকুবও করে দিয়েছিল অনেক সংস্থা । আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ওই সুবিধা পাওয়া গেলেও, এলআইসি হাউজিং প্রদত্ত ওই সুবিধা নভেম্বরেই শেষ হয়ে যাচ্ছে । উৎসবের মরসুমে এলআইসি হাউজিং 6.66 শতাংশ সুদের হারে 2 কোটি টাকা পর্যন্ত ঋণের সুবিধা এনেছিল ।

নয়াদিল্লি, 28 নভেম্বর: ডিসেম্বরের শুরুতেই মিলতে পারে স্বস্তি । পেট্রল-ডিজেলের (Petrol-Diesel Price) পর, এবার দাম কমানো হতে পারে রান্নার গ্যাসেরও (এলপিজি) । এক দিকে করোনার নয়া রূপ ওমিক্রনের ধাক্কা, অন্য দিকে আন্তর্জাতিক বাজারে (International Oil Market) অপরিশোধিত তেলের দামে পতন, তাতে একটু হলেও রেহাই পেতে পারেন আমজনতা (LPG Price Likely to Drop) ।

শুক্রবার ব্যারেল প্রতি ব্রেন্ট অপরিশোধিত তেলের দামে 10 ডলার (ভারতীয় মুদ্রায় 750 টাকা) পতন হয়েছে । তা বিবেচনা করে দেখে ডিসেম্বরের শুরুতে তেল সংস্থাগুলি এলপিজি-র দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে দিল্লি ৷ সূত্রে এমনটাই জানা গিয়েছে । উল্লেখ্য, 2020-র পর এই প্রথম এলপিজি-র দামে একটা পতন ঘটল ।

আরও পড়ুন: India Crude Oil Release: দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে সঞ্চয় থেকে অপরিশোধিত তেল ছাড়বে ভারত

অন্য দিকে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফও) অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত করার সময়সীমা 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে । এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেই দিল্লি সূত্রে খবর । তাই এ বার আধার সংযুক্ত না-করলে প্রভিডেন্ট ফান্ডের টাকা অ্যাকাউন্টে জমা পড়বে না । আবার প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাও তুলতে পারবেন না গ্রাহক ।

আধার এবং প্যানকার্ডের সংযুক্তিকরণ না হলে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনসিয়োর‌্যান্স (ইডিএলআই)-এ প্রিমিয়াম জমা দেওয়া যাবে না । ফলে লক্ষ টাকার বিমা থেকে বঞ্চিত হবেন গ্রাহক ।

আরও পড়ুন: Airtel Hikes Prepaid Tariff: প্রি-পেড প্ল্যানে 20-25 শতাংশ দাম বাড়াচ্ছে এয়ারটেল

যাঁরা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) ক্রেডিট কার্ড (SBI Credit Card) ব্যবহার করেন, 1 ডিসেম্বর থেকে তাঁদের খরচ বেড়ে যাচ্ছে । এত দিন এসবিআই কার্ডের উপর শুধুমাত্র সুদ নেওয়া হতো । 1 ডিসেম্বর থেকে কেনাকাটার সময় প্রসেসিং ফি-ও নেওয়া হবে ।

উৎসবের মরসুমে এ বছর একাধিক ব্যাঙ্ক এবং অর্থ সংস্থা কম সুদে ঋণের সুবিধা এনেছিল । আবার প্রসেসিং ফি সম্পূর্ণ মকুবও করে দিয়েছিল অনেক সংস্থা । আগামী 31 ডিসেম্বর পর্যন্ত ওই সুবিধা পাওয়া গেলেও, এলআইসি হাউজিং প্রদত্ত ওই সুবিধা নভেম্বরেই শেষ হয়ে যাচ্ছে । উৎসবের মরসুমে এলআইসি হাউজিং 6.66 শতাংশ সুদের হারে 2 কোটি টাকা পর্যন্ত ঋণের সুবিধা এনেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.