দিল্লি , 1 জানুয়ারি : GST খাতে কেন্দ্রে 2019-র ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ টাকা জমা পড়েছে তার পরিমাণ 1,03,184 কোটি টাকা । তার মধ্যে CGST-র পরিমাণ 19,962 কোটি টাকা । SGST-র পরিমাণ 26,295 কোটি এবং IGST-র পরিমাণ 48,099 কোটি টাকা ।
গত বছরের নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যতগুলি 3বি রিটার্ন ফাইল হয়েছে তার পরিমাণ 81.21 লাখ টাকা ।
![gst](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/i20201101_0101newsroom_1577874880_392.png)
2019-র 31 ডিসেম্বর ডোমেস্টিক ট্রানজ়াকশনে GST খাতে আদায় করা রাজস্বের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে । কেন্দ্রীয় সরকার CGST খাতে 21, 814 কোটি টাকা ও SGST খাতে 15,366 কোটি টাকা আদায় করেছে । কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফে আদায় করা মোট রাজস্বের পরিমাণ যথাক্রমে 41,776 কোটি ও 42, 158 কোটি টাকা ।