ETV Bharat / business

অর্থনীতিকে চাঙ্গা করতে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

RBI-র গভর্নর শাক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন আর্থিক নীতি কমিটি (MPC) আর্থিক স্থিতিশীলতা না আসা অবধি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷

RBI governor
RBI-র গভর্নর শাক্তিকান্ত দাস
author img

By

Published : Feb 6, 2020, 6:03 PM IST

দিল্লি, 6 ফেব্রুয়ারি : মুদ্রাস্ফীতি রোধের জন্য ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো হার অপরিবর্তিত রাখল ৷ অর্থাৎ ৫.১৫ শতাংশই থাকল রেপো রেট ।

RBI-র গভর্নর শাক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন আর্থিক নীতি কমিটি (MPC) আর্থিক স্থিতিশীলতা না আসা অবধি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ RBI-র গভর্নর শাক্তিকান্ত দাস বলেন, ‘‘আমাদের সিদ্ধান্তের মূল লক্ষ্য হল আর্থিক স্থিতিশীলতা আনা ৷’’ আর্থিক নীতি কমিটির ছয় সদস্যই রেপো রেটে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে ভোট দিয়েছেন । RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে ঋণ দিয়ে থাকে, তাই-ই হল রেপো রেট ৷

RBI চলতি আর্থিক বছরে GDP বৃদ্ধির হার 5 শতাংশে রেখেছে ৷ এবং আগামী আর্থিক বছরে অর্থাৎ 2020-21 সালে GDP বেড়ে 6 শতাংশে দাঁড়াবে বলে মনে করছে ৷ তবে চলতি অর্থবর্ষে অর্থনৈতিক মন্দা এবং কর্পোরেট করে ঘাটতির কারণে সরকারের আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা ৩.৩ শতাংশ পূরণ করতে সক্ষম হবে না । আর্থিক নীতি কমিটির মতে, স্বল্প সঞ্চয় প্রকল্পে কিছু বদল আনা দরকার ৷ এছাড়া ছোটো উদ্যোগগুলিতে এককালীন পুনর্গঠন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি ।

আর্থিক নীতি কমিটির মতে, কোরোনা ভাইরাসের প্রভাবে ভারতে পর্যটন এবং বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়বে ৷ অন্যদিকে অর্থনীতিতে মন্দার কারণে আনাজপাতির মূল্যবৃদ্ধি হতে পারে ৷ তবে এই পরিস্থিতিতে সহনশীল নীতি অনুসরণ করলে অর্থনীতির হাল ফিরতে পারে বলে মনে করছেন অনেকে ৷

দিল্লি, 6 ফেব্রুয়ারি : মুদ্রাস্ফীতি রোধের জন্য ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো হার অপরিবর্তিত রাখল ৷ অর্থাৎ ৫.১৫ শতাংশই থাকল রেপো রেট ।

RBI-র গভর্নর শাক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন আর্থিক নীতি কমিটি (MPC) আর্থিক স্থিতিশীলতা না আসা অবধি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ RBI-র গভর্নর শাক্তিকান্ত দাস বলেন, ‘‘আমাদের সিদ্ধান্তের মূল লক্ষ্য হল আর্থিক স্থিতিশীলতা আনা ৷’’ আর্থিক নীতি কমিটির ছয় সদস্যই রেপো রেটে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে ভোট দিয়েছেন । RBI বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে ঋণ দিয়ে থাকে, তাই-ই হল রেপো রেট ৷

RBI চলতি আর্থিক বছরে GDP বৃদ্ধির হার 5 শতাংশে রেখেছে ৷ এবং আগামী আর্থিক বছরে অর্থাৎ 2020-21 সালে GDP বেড়ে 6 শতাংশে দাঁড়াবে বলে মনে করছে ৷ তবে চলতি অর্থবর্ষে অর্থনৈতিক মন্দা এবং কর্পোরেট করে ঘাটতির কারণে সরকারের আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা ৩.৩ শতাংশ পূরণ করতে সক্ষম হবে না । আর্থিক নীতি কমিটির মতে, স্বল্প সঞ্চয় প্রকল্পে কিছু বদল আনা দরকার ৷ এছাড়া ছোটো উদ্যোগগুলিতে এককালীন পুনর্গঠন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি ।

আর্থিক নীতি কমিটির মতে, কোরোনা ভাইরাসের প্রভাবে ভারতে পর্যটন এবং বিশ্ব বাণিজ্যেও এর প্রভাব পড়বে ৷ অন্যদিকে অর্থনীতিতে মন্দার কারণে আনাজপাতির মূল্যবৃদ্ধি হতে পারে ৷ তবে এই পরিস্থিতিতে সহনশীল নীতি অনুসরণ করলে অর্থনীতির হাল ফিরতে পারে বলে মনে করছেন অনেকে ৷


New Delhi, Feb 06 (ANI): Prime Minister Narendra Modi replied in Lok Sabha to the Motion of Thanks on the President's Address, on February 06. He said 'Ram Janmabhoomi'issue would have remained unresolved if his government worked like Congress. "Citizens of India have not only changed the Sarkar. They want the 'Sarokar' to be changed as well. If we had worked according to old ways and thoughts then-Article 370 would never have been abrogated. Muslim women would have kept suffering due to Triple Talaq. If we worked as per the old ways then-Ram Janmabhoomi issue would have remained unresolved. Kartarpur Sahib Corridor would not be made. There would be no India-Bangladesh land agreement," said the Prime Minister.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.