ফেসলেস অ্যাসেসমেন্ট ও ফেসলেস অ্যাপিল পরিষেবা চালু হওয়ায় আয়কর দপ্তরে কর্মী সংকোচন হবে ৷ ট্রান্সফার করা হবে বিশাল সংখ্যক কর্মীকে ৷ আয়কর দপ্তরের কর্মী সংগঠনের তরফে এমনই অভিযোগ তোলা হয়েছে ৷ তবে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সসের (CBDT) শীর্ষ আধিকারিকরা আয়কর দপ্তরের কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন, কোনও কর্মী সংকোচন হবে না ৷ বিশাল সংখ্যক কর্মীকে ট্রান্সফার করা হবে না বলেও জানা গেছে ৷
CBDT-র চেয়ারম্যান পি সি মোদি ও শীর্ষ আধিকারিকরা গতকাল কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন ৷ বৈঠকে ফেসলেস অ্যাসেসমেন্ট স্কিম ও ট্যাক্সপেয়ার্স চ্যাটার নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ৷ এবং দপ্তরের কর্মীদের ট্রান্সফার ও কর্মপদ্ধতি বদলের বিষয়টি নিয়ে আলোচনা করেন ৷
ETV ভারতকে এক আধিকারিক বলেন, "আয়কর অফিসারদের CBDT চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে বর্তমান কর্মীদের নিয়েই কাজ হবে ৷" কোনও কর্মী সংকোচন হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন ৷
সৎ করদাতাদের সম্মান জানাতে 13 অগাস্ট আয়কর রিটার্নের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ এবার থেকে আয়কর দাতাকে আর আয়কর অফিসে আসতে হবে না ৷ কোনও আয়কর অফিসারের সামনেও উপস্থিত হতে হবে না ৷ এরজন্য ফেসলেস অ্যাসেসমেন্ট ও ফেসলেস অ্যাপিল পরিষেবা চালুর কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷ আয়কর রিটার্নের জন্য ফেসলেস অ্যাসেসমেন্ট পরিষেবা 13 অগাস্ট থেকেই চালু হয়েছে ৷ আর ফেসলেস অ্যাপিল পরিষেবা চালু হবে 25 সেপ্টেম্বর থেকে ৷
এই সংক্রান্ত আরও খবর : কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন প্ল্যাটফর্ম ; এবার ফেসলেস অ্যাসেসমেন্টস, ফেসলেস অ্যাপিলস
অনুষ্ঠানে আয়কর রিটার্নের নতুন প্ল্যাটফর্মের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, মুম্বই ভিত্তিক একজন করদাতার আয়কর রিটার্নের মূল্যায়ন ছত্তিশগড়ের চেন্নাই, গুয়াহাটি বা রায়পুর থেকে করা যেতে পারে ।
একইভাবে সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি কম্পিউটার প্রোগ্রাম অ্যাসাইন করা হবে । এটি পঞ্জাব বা অন্য যে কোনও রাজ্য থেকে ব্যবহার করা যাবে । ফলে আয়কর আধিকারিক ও আয়করদাতাদের একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকবে না ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, "এতে অন্তর্বিভাগীয় বদলি ও পদপ্রাপ্তির জন্য তদবির করা বন্ধ হবে ।"
বৈঠকে CBDT চেয়ারম্যান পি সি মোদি ফেসলেস অ্যাসেসমেন্ট ব্যবস্থার বেশকিছু দিক তুলে ধরেছেন । কর পরিষেবা দপ্তরের মানোন্নয়ন ও দপ্তর সম্পর্কে কোনও নেতিবাচক ধারণা পরিবর্তন করার ক্ষেত্রে এই বিষয়টি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি ।