দিল্লি, 11 জুলাই : দেশের আর্থিক উন্নতি সবসময় অগ্রাধিকার পাবে ৷ বললেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস ৷ আজ সপ্তম SBI ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমিকস কলক্লেভ উপলক্ষে SBI-এর চেয়ারম্যান রজনীশ কুমারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন শক্তিকান্ত দাস ৷ সেখানে অর্থনীতিতে COVID-19 এর প্রভাব নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে ৷
দেশের অর্থনীতি গত 100 বছরের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত৷ পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাও ভেঙে পড়েছে বলে মন্তব্য করেন RBI গভর্নর ৷ বলেন, ‘‘COVID-19 এর কারণে বহু মানুষ কর্মহীন ৷ বিশ্ব অর্থনীতি তথা শ্রমের উপর মহামারীর ব্যাপক প্রভাব পড়েছে ৷ ফলে, আমাদের অর্থনীতির পরিকাঠামো ও স্থিতাবস্থা বড় পরীক্ষার মধ্যে পড়েছে ৷ এই কঠিন পরিস্থিতিতে অতীতে কেন্দ্রীয় ব্যাঙ্ক যা যা সিদ্ধান্ত নিয়েছিল, সেইসব সিদ্ধান্ত আমাদের কাজে আসতে পারে ৷ অর্থনীতিকে রক্ষা করতে RBI বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ৷ যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেগুলির সুদূরপ্রসারী ফল পাওয়া গেছে ৷ COVID-19 পরিস্থিতিতেও RBI সুবিধাজনক অবস্থায় রয়েছে ৷’’
গত বছর ফেব্রুয়ারি থেকে 250 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে RBI ৷ আর্থিক নীতি ও নগদের ক্ষেত্রে গতানুগতিক নিয়ম ও তার বাইরে বিভিন্ন পদক্ষেপে বাজার সচল ছিল ৷ নগদ ক্ষেত্রে নয় লাখ 57 হাজার কোটি টাকার জোগান দিয়েছে RBI ৷ যা GDP-র 4.7 শতাংশ ৷ অর্থনীতির উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ৷ পাশাপাশি আর্থিক স্থিতাবস্থার দিকে সমান গুরুত্ব দিতে হবে বলে জানান শক্তিকান্ত দাস ৷ NBFC ও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অতিরিক্ত চাপ কমানোর দিকে নজর দিতে হবে বলেও জানান তিনি ৷