ETV Bharat / business

আইজিএসটি সেটলমেন্টের জন্য রাজ্যগুলিকে কেন্দ্রের তরফে ৪৪ হাজার কোটি - আইজিএসটি সেটলমেন্ট

রাজস্ব সংগ্রহ এবং জিএসটি কমপেনসেশন সেস সংগ্রহে এই চড়া পতনের কারণে কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে খোলা একটি বিশেষ উইনডো থেকে ঋণ নিতে, যাতে তারা তাদের রাজস্ব সংগ্রহে ঘাটতি মেটাতে পারে । লিখছেন কৃষ্ণানন্দ ত্রিপাঠি ৷

centre-releases-rs-44000-crore-to-states-in-gst-dues-igst-settlement
centre-releases-rs-44000-crore-to-states-in-gst-dues-igst-settlement
author img

By

Published : Apr 1, 2021, 5:25 PM IST

কেন্দ্রীয় সরকার মঙ্গলবার দেশের 37টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাকে জরুরি ভিত্তিতে ইন্টিগ্রেটেড জিএসটি-এর (আইজিএসটি) বরাদ্দ হিসাবে 14,000 কোটি টাকা দিয়েছে । এই অর্থ কেন্দ্র সংগ্রহ করলেও গোটাটাই কেন্দ্র এবং রাজ্যগুলির মধে্য সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে । এছাড়াও কেন্দ্রের তরফে জিএসটি ক্ষতিপূরণ হিসাবে শনিবার রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলির জন্য 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে । মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ‘আইজিএসটি সেটলমেন্ট’ হিসাবে 14,000 কোটি টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে মোট 44,000 কোটি টাকাও পাঠিয়েছে জিএসটি ক্ষতিপূরণের বকেয়া এবং আইজিএসটি ‘সেটলমেন্ট’ হিসাবে ।

অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “2020-21-এ এখনও পর্যন্ত মোট যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তার পরিমাণ হল 70,000 কোটি টাকা।”

কেন্দ্র রাজ্যগুলিকে পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দেবে

জিএসটি (রাজ্যগুলিকে ক্ষতিপূরণ) আইন 2017-এর আওতায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য যদি কোনও কারণে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহে কোনও ঘাটতি দেখা দেয়, সেই সমস্ত করের জন্য যা জিএসটি-র অর্ন্তভুক্ত, 2017 সালের জুলাইয়ে নতুন কর আইন কার্যকর হওয়ার পর থেকেই । ক্ষতিপূরণের অঙ্ক হিসাব করা হয় কোনও রাজে্যর রাজস্ব সংগ্রহের 14 শতাংশ কম্পাউন্ড বছর থেকে বছর বৃদ্ধি ধরে নিয়ে । যদিও এই বছর কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণের অঙ্ক মেটানোর অসমর্থতার কথা জানিয়েছে কারণ কেন্দ্রের রাজস্ব সংগ্রহ (যার মধে্য রয়েছে জিএসটি কমপেনসেশন সেস সংগ্রহের বিষয়টিও) এবার কোভিড-19 বিশ্বব্যাপী প্যানডেমিকের জেরে বড়সড় ধাক্কার মুখে পড়েছে । এর ফলে, দেশের মনে করা হচ্ছে, দেশের জিডিপি চলতি অর্থবর্ষে 8 শতাংশ ঘাটতির মুখে পড়বে এবং এবছর রাজস্ব সংগ্রহেও ঘাটতি হবে 30 থেকে 35 শতাংশ।

রাজস্ব সংগ্রহ এবং জিএসটি কমপেনসেশন সেস সংগ্রহে এই চড়া পতনের কারণে কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে খোলা একটি বিশেষ উইনডো থেকে ঋণ নিতে, যাতে তারা তাদের রাজস্ব সংগ্রহে ঘাটতি মেটাতে পারে। পরে এই অর্থ কেন্দ্র মিটিয়ে দেবে জিএসটি কমপেনসেশন সংগ্রহের মেয়াদ পাঁচ বছরের থেকে বাড়িয়ে দিয়ে ।

অর্থমন্ত্রক জানিয়েছে, জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পর পর 1,10,208 কোটি টাকার ঋণও রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে দেওয়া হয়েছে চলতি অর্থবর্ষে জিএসটি কমপেনসেশন দেওয়ার ঘাটতির পরিবর্তে ।

আরও পড়ুন: GST এর ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অচলাবস্থা

63,000 কোটি টাকার জিএসটি এখনও বকেয়া

রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাগুলিকে গত চার দিনে জিএসটি কমপেনসেশন বকেয়া এবং আইজিএসটি ‘সেটলমেন্ট’ হিসাবে 44,000 কোটি টাকা দেওয়ার পরও কেন্দ্র এখন এই বছরের জন্য নিজেদের আইনি দায় থেকে মুক্ত হতে পারেনি জিএসটি কমপেনসেশন আইন, 2017-এর আওতায় ।

সরকার জানিয়েছে, জিএসটি ক্ষতিপূরণ দেওয়া, রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে একটি বিশেষ উইনডোর মাধ্যমে ঋণের যোগান করে দেওয়া এবং আইজিএসটি ‘সেটলমেন্ট’ দিয়েও এখনও তাদের রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে অন্তত 63,000 টাকা দেওয়া বাকি। আর এই টাকা চলতি অর্থবর্ষে বকেয়া জিএসটি ক্ষতিপূরণ মেটাতেই দিতে হবে ।

30,000 কোটি টাকার জিএসটি বকেয়া মেটানো হয়েছে

27টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাকাকে শনিবার কেন্দ্রের তরফে যে 30,000 কোটি টাকার জিএসটি কমপেনসেশন বকেয়া মেটানো হয়েছে, তাতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মহারাষ্ট্র । কারণ ওইদিন মহারাষ্ট্র জিএসটি ক্ষতিপূরণ বকেয়া হিসাবে 4,446 কোটি টাকা পেয়েছে । অন্য প্রতিটি রাজ্যের ক্ষেত্রে যা আলাদা আলাদা ভাবে, মাসিক হারে হিসাব করা হয়েছে এবং দেওয়া হয়েছে দ্বিমাসিক ভিত্তিতে ।

মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্ণাটক (2,970 কোটি টাকা), গুজরাত (2,574 কোটি টাকা), তামিলনাড়ু (2,193 কোটি টাকা), উত্তরপ্রদেশ (2,094 কোটি টাকা) এবং দিল্লি (1,748 কোটি টাকা)।

ছ’টি অন্য রাজ্যও জিএসটি ক্ষতিপূরণ বকেয়া হিসাবে শনিবার 1,000 কোটি টাকারও বেশি পেয়েছে। এগুলি হল পাঞ্জাব (1,707 কোটি টাকা), পশ্চিমবঙ্গ (1,309 কোটি টাকা), কেরল (1,378 কোটি টাকা), রাজস্থান (1,176 কোটি টাকা), মধ্যপ্রদেশ (1,108 কোটি টাকা) এবং হরিয়ানা (1,020 কোটি টাকা)।

অন্ধ্রপ্রদেশযেখানে 742 কোটি টাকা পেয়েছে, সেখানেই অসম পেয়েছে 308 কোটি টাকা। বিহার পেয়েছে 818 কোটি টাকা, ছত্তিশগড় 635 কোটি টাকা, গোয়া 246 কোটি টাকা, হিমাচল প্রদেশে 338 কোটি টাকা, জম্মু—কাশ্মীর 419 কোটি টাকা, ঝাড়খণ্ড 461 কোটি টাকা, মেঘালয় 42 কোটি টাকা, ওড়িশা 786 কোটি টাকা, পুদুচেরি 140 কোটি টাকা, সিকিম 3.7 কোটি টাকা, তেলেঙ্গানা 771 কোটি টাকা, ত্রিপুরা 47 কোটি টাকা এবং উত্তরাখণ্ড 517 কোটি টাকা।

14,000 কোটি টাকার আইজিএসটি সেটলমেন্ট

মঙ্গলবার কেন্দ্র অ্যাডহক সেটলমেন্ট হিসাবে 37টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার জন্য 14,000 কোটি টাকা দিয়েছে।

পাঁচটি রাজ্য এই অ্যাডহক আইজিএসটি সেটলমেন্ট হিসাবে মঙ্গলবার 1,000 কোটি টাকারও বেশি টাকা পেয়েছে। এগুলি হল মহারাষ্ট্র (2,115 কোটি টাকা), কর্ণাটক (1,263 কোটি টাকা), উত্তরপ্রদেশ (1,167 কোটি টাকা), তামিলনাড়ু (1,041 কোটি টাকা) এবং গুজরাত (1,009 কোটি টাকা)।

কেন্দ্রীয় সরকার মঙ্গলবার দেশের 37টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাকে জরুরি ভিত্তিতে ইন্টিগ্রেটেড জিএসটি-এর (আইজিএসটি) বরাদ্দ হিসাবে 14,000 কোটি টাকা দিয়েছে । এই অর্থ কেন্দ্র সংগ্রহ করলেও গোটাটাই কেন্দ্র এবং রাজ্যগুলির মধে্য সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে । এছাড়াও কেন্দ্রের তরফে জিএসটি ক্ষতিপূরণ হিসাবে শনিবার রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলির জন্য 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে । মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ‘আইজিএসটি সেটলমেন্ট’ হিসাবে 14,000 কোটি টাকা পাঠানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে মোট 44,000 কোটি টাকাও পাঠিয়েছে জিএসটি ক্ষতিপূরণের বকেয়া এবং আইজিএসটি ‘সেটলমেন্ট’ হিসাবে ।

অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “2020-21-এ এখনও পর্যন্ত মোট যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তার পরিমাণ হল 70,000 কোটি টাকা।”

কেন্দ্র রাজ্যগুলিকে পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দেবে

জিএসটি (রাজ্যগুলিকে ক্ষতিপূরণ) আইন 2017-এর আওতায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে পাঁচ বছর ধরে ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য যদি কোনও কারণে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহে কোনও ঘাটতি দেখা দেয়, সেই সমস্ত করের জন্য যা জিএসটি-র অর্ন্তভুক্ত, 2017 সালের জুলাইয়ে নতুন কর আইন কার্যকর হওয়ার পর থেকেই । ক্ষতিপূরণের অঙ্ক হিসাব করা হয় কোনও রাজে্যর রাজস্ব সংগ্রহের 14 শতাংশ কম্পাউন্ড বছর থেকে বছর বৃদ্ধি ধরে নিয়ে । যদিও এই বছর কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণের অঙ্ক মেটানোর অসমর্থতার কথা জানিয়েছে কারণ কেন্দ্রের রাজস্ব সংগ্রহ (যার মধে্য রয়েছে জিএসটি কমপেনসেশন সেস সংগ্রহের বিষয়টিও) এবার কোভিড-19 বিশ্বব্যাপী প্যানডেমিকের জেরে বড়সড় ধাক্কার মুখে পড়েছে । এর ফলে, দেশের মনে করা হচ্ছে, দেশের জিডিপি চলতি অর্থবর্ষে 8 শতাংশ ঘাটতির মুখে পড়বে এবং এবছর রাজস্ব সংগ্রহেও ঘাটতি হবে 30 থেকে 35 শতাংশ।

রাজস্ব সংগ্রহ এবং জিএসটি কমপেনসেশন সেস সংগ্রহে এই চড়া পতনের কারণে কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে খোলা একটি বিশেষ উইনডো থেকে ঋণ নিতে, যাতে তারা তাদের রাজস্ব সংগ্রহে ঘাটতি মেটাতে পারে। পরে এই অর্থ কেন্দ্র মিটিয়ে দেবে জিএসটি কমপেনসেশন সংগ্রহের মেয়াদ পাঁচ বছরের থেকে বাড়িয়ে দিয়ে ।

অর্থমন্ত্রক জানিয়েছে, জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পর পর 1,10,208 কোটি টাকার ঋণও রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে দেওয়া হয়েছে চলতি অর্থবর্ষে জিএসটি কমপেনসেশন দেওয়ার ঘাটতির পরিবর্তে ।

আরও পড়ুন: GST এর ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অচলাবস্থা

63,000 কোটি টাকার জিএসটি এখনও বকেয়া

রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাগুলিকে গত চার দিনে জিএসটি কমপেনসেশন বকেয়া এবং আইজিএসটি ‘সেটলমেন্ট’ হিসাবে 44,000 কোটি টাকা দেওয়ার পরও কেন্দ্র এখন এই বছরের জন্য নিজেদের আইনি দায় থেকে মুক্ত হতে পারেনি জিএসটি কমপেনসেশন আইন, 2017-এর আওতায় ।

সরকার জানিয়েছে, জিএসটি ক্ষতিপূরণ দেওয়া, রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে একটি বিশেষ উইনডোর মাধ্যমে ঋণের যোগান করে দেওয়া এবং আইজিএসটি ‘সেটলমেন্ট’ দিয়েও এখনও তাদের রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে অন্তত 63,000 টাকা দেওয়া বাকি। আর এই টাকা চলতি অর্থবর্ষে বকেয়া জিএসটি ক্ষতিপূরণ মেটাতেই দিতে হবে ।

30,000 কোটি টাকার জিএসটি বকেয়া মেটানো হয়েছে

27টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাকাকে শনিবার কেন্দ্রের তরফে যে 30,000 কোটি টাকার জিএসটি কমপেনসেশন বকেয়া মেটানো হয়েছে, তাতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মহারাষ্ট্র । কারণ ওইদিন মহারাষ্ট্র জিএসটি ক্ষতিপূরণ বকেয়া হিসাবে 4,446 কোটি টাকা পেয়েছে । অন্য প্রতিটি রাজ্যের ক্ষেত্রে যা আলাদা আলাদা ভাবে, মাসিক হারে হিসাব করা হয়েছে এবং দেওয়া হয়েছে দ্বিমাসিক ভিত্তিতে ।

মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্ণাটক (2,970 কোটি টাকা), গুজরাত (2,574 কোটি টাকা), তামিলনাড়ু (2,193 কোটি টাকা), উত্তরপ্রদেশ (2,094 কোটি টাকা) এবং দিল্লি (1,748 কোটি টাকা)।

ছ’টি অন্য রাজ্যও জিএসটি ক্ষতিপূরণ বকেয়া হিসাবে শনিবার 1,000 কোটি টাকারও বেশি পেয়েছে। এগুলি হল পাঞ্জাব (1,707 কোটি টাকা), পশ্চিমবঙ্গ (1,309 কোটি টাকা), কেরল (1,378 কোটি টাকা), রাজস্থান (1,176 কোটি টাকা), মধ্যপ্রদেশ (1,108 কোটি টাকা) এবং হরিয়ানা (1,020 কোটি টাকা)।

অন্ধ্রপ্রদেশযেখানে 742 কোটি টাকা পেয়েছে, সেখানেই অসম পেয়েছে 308 কোটি টাকা। বিহার পেয়েছে 818 কোটি টাকা, ছত্তিশগড় 635 কোটি টাকা, গোয়া 246 কোটি টাকা, হিমাচল প্রদেশে 338 কোটি টাকা, জম্মু—কাশ্মীর 419 কোটি টাকা, ঝাড়খণ্ড 461 কোটি টাকা, মেঘালয় 42 কোটি টাকা, ওড়িশা 786 কোটি টাকা, পুদুচেরি 140 কোটি টাকা, সিকিম 3.7 কোটি টাকা, তেলেঙ্গানা 771 কোটি টাকা, ত্রিপুরা 47 কোটি টাকা এবং উত্তরাখণ্ড 517 কোটি টাকা।

14,000 কোটি টাকার আইজিএসটি সেটলমেন্ট

মঙ্গলবার কেন্দ্র অ্যাডহক সেটলমেন্ট হিসাবে 37টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার জন্য 14,000 কোটি টাকা দিয়েছে।

পাঁচটি রাজ্য এই অ্যাডহক আইজিএসটি সেটলমেন্ট হিসাবে মঙ্গলবার 1,000 কোটি টাকারও বেশি টাকা পেয়েছে। এগুলি হল মহারাষ্ট্র (2,115 কোটি টাকা), কর্ণাটক (1,263 কোটি টাকা), উত্তরপ্রদেশ (1,167 কোটি টাকা), তামিলনাড়ু (1,041 কোটি টাকা) এবং গুজরাত (1,009 কোটি টাকা)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.