ETV Bharat / business

জালিয়াতির জেরে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে ব্যাঙ্ক - india

সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার জেরে জনস্বার্থ বিঘ্নিত । ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দেশে উত্তরোত্তর বেড়ে চলায় সাধারণ মানুষ আতঙ্কিত । ব্যাঙ্কের উপর থেকে আস্থা হারাচ্ছে দেশের সাধারণ মানুষ ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 20, 2019, 11:04 PM IST

কলকাতা, 20 জুন : নীরব মোদি, বিজয় মালিয়ার মতো ঋণখেলাপিরা বহাল তবিয়তে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে । বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে শোধ না করেই চলে গেছেন দেশের বাইরে । ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দেশে উত্তরোত্তর বেড়ে চলায় সাধারণ মানুষ আতঙ্কিত । ব্যাঙ্কের উপর থেকে আস্থা হারাচ্ছে দেশের সাধারণ মানুষ ।

সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার জেরে জনস্বার্থ বিঘ্নিত । তারপরও জালনথির ভিত্তিতে অনেকেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিচ্ছে । সেই অর্থ ফিরিয়ে আনতে ব্যর্থ ব্যাঙ্ক কর্তৃপক্ষ । এই জালিয়াতির তদন্ত করতে গিয়ে দেখা গেছে, ব্যাঙ্কগুলো অনেকসময় কম্পানি বা সংস্থার পক্ষ থেকে দেওয়া নথিতে কোনও ত্রুটি থাকার পরও বিশাল অঙ্কের ঋণ মঞ্জুর করছে ।

অন্যদিকে, নির্ধারিত শর্তাবলী অনুসরণ করেও প্রয়োজনে ঋণ পাচ্ছেন না সাধারণ ঋণগ্রহীতা থেকে দেশের কৃষকরা । ঋণ পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী পূরণ না করেই বিপুল অর্থের ঋণ পাচ্ছে বড় সংস্থা বা তার মালিকরা । ব্যাঙ্কের পদস্থ আধিকারিকরাই নীরব মোদি, কেতন পারেখ, ভূপেশ জৈনর মতো প্রতারকদের বিপুল পরিমাণ ঋণ পেতে সাহায্য করেছেন । উলটো দিকে, ভারতের কৃষকরা ঋণ পাওয়ার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছেন না ।

আরও পড়ুন : কবিগুরুর আদর্শে গড়ে উঠুক নয়া ভারত, চান রাষ্ট্রপতি

RTI-র দায়ের হওয়া একটি পিটিশনের ভিত্তিতে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, তা রীতিমতো উদ্বেগজনক । গত পাঁচ বছরে 23 হাজার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে । তথ্য বলছে, বিগত 11 বছরে 53 হাজার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে । পরিসংখ্যান আনুযায়ী, গত বছর জালিয়াতির জেরে ব্যাঙ্কগুলোর ঘাটতি হয়েছে প্রায় 71 হাজার 500 কোটি টাকা । প্রায় 6 হাজার 800টি মামলা দায়ের হয়েছে । বিগত 11 বছরে ব্যাঙ্কের দুই লাখ কোটি টাকা পরিশোধ করেনি ঋণখেলাপিরা ।

আরও পড়ুন : সবদলের নেতাদের ধন্যবাদ, বৈঠক শেষে টুইট মোদির

সুরক্ষার নামে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যেভাবে ঋণ পাওয়ার ক্ষেত্রে কঠিন শর্তারোপ করছে, তাতে সাধারণ ঋণগ্রহীতারা মুশকিলে পড়ছেন । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা সহজেই প্রলোভনের শিকার হচ্ছেন । এর জেরে কৃষকরা বিভ্রান্ত হচ্ছেন । ব্যাঙ্কের উপর থেকে সাধারণ ঋণগ্রহীতাদের ভরসা নষ্ট হচ্ছে ।

আরও পডুন : সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর

কলকাতা, 20 জুন : নীরব মোদি, বিজয় মালিয়ার মতো ঋণখেলাপিরা বহাল তবিয়তে দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে । বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে শোধ না করেই চলে গেছেন দেশের বাইরে । ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দেশে উত্তরোত্তর বেড়ে চলায় সাধারণ মানুষ আতঙ্কিত । ব্যাঙ্কের উপর থেকে আস্থা হারাচ্ছে দেশের সাধারণ মানুষ ।

সম্প্রতি ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার জেরে জনস্বার্থ বিঘ্নিত । তারপরও জালনথির ভিত্তিতে অনেকেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিচ্ছে । সেই অর্থ ফিরিয়ে আনতে ব্যর্থ ব্যাঙ্ক কর্তৃপক্ষ । এই জালিয়াতির তদন্ত করতে গিয়ে দেখা গেছে, ব্যাঙ্কগুলো অনেকসময় কম্পানি বা সংস্থার পক্ষ থেকে দেওয়া নথিতে কোনও ত্রুটি থাকার পরও বিশাল অঙ্কের ঋণ মঞ্জুর করছে ।

অন্যদিকে, নির্ধারিত শর্তাবলী অনুসরণ করেও প্রয়োজনে ঋণ পাচ্ছেন না সাধারণ ঋণগ্রহীতা থেকে দেশের কৃষকরা । ঋণ পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী পূরণ না করেই বিপুল অর্থের ঋণ পাচ্ছে বড় সংস্থা বা তার মালিকরা । ব্যাঙ্কের পদস্থ আধিকারিকরাই নীরব মোদি, কেতন পারেখ, ভূপেশ জৈনর মতো প্রতারকদের বিপুল পরিমাণ ঋণ পেতে সাহায্য করেছেন । উলটো দিকে, ভারতের কৃষকরা ঋণ পাওয়ার জন্য ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছেন না ।

আরও পড়ুন : কবিগুরুর আদর্শে গড়ে উঠুক নয়া ভারত, চান রাষ্ট্রপতি

RTI-র দায়ের হওয়া একটি পিটিশনের ভিত্তিতে যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, তা রীতিমতো উদ্বেগজনক । গত পাঁচ বছরে 23 হাজার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে । তথ্য বলছে, বিগত 11 বছরে 53 হাজার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে । পরিসংখ্যান আনুযায়ী, গত বছর জালিয়াতির জেরে ব্যাঙ্কগুলোর ঘাটতি হয়েছে প্রায় 71 হাজার 500 কোটি টাকা । প্রায় 6 হাজার 800টি মামলা দায়ের হয়েছে । বিগত 11 বছরে ব্যাঙ্কের দুই লাখ কোটি টাকা পরিশোধ করেনি ঋণখেলাপিরা ।

আরও পড়ুন : সবদলের নেতাদের ধন্যবাদ, বৈঠক শেষে টুইট মোদির

সুরক্ষার নামে ব্যাঙ্ক কর্তৃপক্ষ যেভাবে ঋণ পাওয়ার ক্ষেত্রে কঠিন শর্তারোপ করছে, তাতে সাধারণ ঋণগ্রহীতারা মুশকিলে পড়ছেন । বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা সহজেই প্রলোভনের শিকার হচ্ছেন । এর জেরে কৃষকরা বিভ্রান্ত হচ্ছেন । ব্যাঙ্কের উপর থেকে সাধারণ ঋণগ্রহীতাদের ভরসা নষ্ট হচ্ছে ।

আরও পডুন : সংসদে জয় বাংলা স্লোগান শুনে বিষণ্ণ, টুইট তথাগতর

Lucknow (Uttar Pradesh), June 20 (ANI): A vehicle carrying passengers fell in Indira canal at Nagram in UP's Lucknow on Thursday. Rescue operations are underway. UP CM has taken cognizance of the incident and directed the SSP and the NDRF to make all possible efforts for search and rescue operation. Later, family members of victims reached to the spot too. Speaking on the incident, SK Bhagat, IG Range Lucknow said, "A vehicle carrying around 29 people fell into the canal, around 22 people have been rescued so far, 7 children are still missing. Rescue operations by NDRF and local divers underway."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.