ETV Bharat / business

জ়ি এন্টারটেইনমেন্ট থেকে সরে দাঁড়ালেন সুভাষ চন্দ্র - পদত্যাগ করলেন সুভাষ চন্দ্রের

জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় থেকে পদত্যাগ করলেন সুভাষ চন্দ্র ৷ তবে নন-এগজ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি ৷

সুভাষ চন্দ্র
author img

By

Published : Nov 25, 2019, 11:29 PM IST

দিল্লি, 25 নভেম্বর : জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় থেকে পদত্যাগ করলেন সুভাষ চন্দ্র ৷ যদিও নন-এগজ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি ৷

তাxর পদত্যাগ গ্রহণের পর জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় বোর্ড থেকে বলা হয়েছে এটি SEBI তালিকাভুক্তি সংস্থার নিয়মের সাঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সুভাষ চন্দ্রের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে ৷ নিয়ম অনুযায়ী সংস্থার বোর্ডের চেয়ারম্যানকে ম্যানেজিং ডিরেক্টর বা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সম্পর্কিত হওয়া চলবে না ৷ আর এই নিয়ম বিধি মানতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে, জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় বোর্ডের পুনর্গঠন হয়েছে ৷ যেখানে জি এন্টারটেইনমেন্টের প্রোমটর এসেলস় গ্রুপের দু'জন ও একজন মনোনীত প্রতিনিধির পরিবর্তে তিন জন নতুন প্রতিনিধি আর গোপালান, সুরেন্দ্র সিং ও অপরাজিতা জৈনকে নিয়োগ করা হয়েছে ৷

নব নির্মিত বোর্ডে 6 জন নির্বাচিত সদস্য ও এসেলস় গ্রুপের 2 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে ।

দিল্লি, 25 নভেম্বর : জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় থেকে পদত্যাগ করলেন সুভাষ চন্দ্র ৷ যদিও নন-এগজ়িকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি ৷

তাxর পদত্যাগ গ্রহণের পর জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় বোর্ড থেকে বলা হয়েছে এটি SEBI তালিকাভুক্তি সংস্থার নিয়মের সাঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সুভাষ চন্দ্রের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে ৷ নিয়ম অনুযায়ী সংস্থার বোর্ডের চেয়ারম্যানকে ম্যানেজিং ডিরেক্টর বা সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সম্পর্কিত হওয়া চলবে না ৷ আর এই নিয়ম বিধি মানতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ৷

সংস্থার তরফ থেকে আরও বলা হয়েছে, জ়ি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ় বোর্ডের পুনর্গঠন হয়েছে ৷ যেখানে জি এন্টারটেইনমেন্টের প্রোমটর এসেলস় গ্রুপের দু'জন ও একজন মনোনীত প্রতিনিধির পরিবর্তে তিন জন নতুন প্রতিনিধি আর গোপালান, সুরেন্দ্র সিং ও অপরাজিতা জৈনকে নিয়োগ করা হয়েছে ৷

নব নির্মিত বোর্ডে 6 জন নির্বাচিত সদস্য ও এসেলস় গ্রুপের 2 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে ।

Daltonganj (Jharkhand), Nov 25 (ANI): While addressing public gathering in Jharkhand's Daltonganj Prime Minister Narendra Modi said, "The matter of dispute over the birthplace of lord Ram was stalled by Congress. Had they wanted a solution, it could've been found much earlier. But they didn't do that, they cared about their vote bank. Such thinking of Congress affected the country."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.