ETV Bharat / business

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ল 137%, কোভিড টিকায় বরাদ্দ 35,000 কোটি - স্বাস্থ্যখাতে বরাদ্দ

স্বাস্থ্যখাতে 137 শতাংশ বাড়ল বাজেট বরাদ্দ। 2021-22 সালের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে 2,23,846 কোটি টাকা। আর কোভিড টিকার জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে।

Union Budget 2021: Outlay for health and well being in Budget 2021 , Rs 35,000 crore for COVID-19 vaccines
স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ল 137%, কোভিড টিকায় বরাদ্দ 35,000 কোটি
author img

By

Published : Feb 1, 2021, 3:20 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি: 2021-22 সালের কেন্দ্রীয় বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হল কোভিড টিকার বরাদ্দে। কোরোনা টিকায় 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে শুধু কোভিড টিকায় নয়, এ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে স্বাস্থ্যখাতে। বরাদ্দ বেড়েছে 137%।

সোমবার সংসদে বাজেট পেশের সময় কোভিড টিকায় বরাদ্দের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মেড ইন ইন্ডিয়া কোভিড টিকার জন্য বরাদ্দ করা হয়েছে 35,000 কোটি টাকা। নির্মলা জানান, ''এ ব্যাপারে আরও প্রয়োজন হলে তা বরাদ্দ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।''

স্বাস্থ্য খাতে এ বারের বাজেটে মোট 2,23,846 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর বাজেটে এ ক্ষেত্রে বরাদ্দ ছিল 94,452 কোটি টাকা। অর্থাত্‍‌ স্বাস্থ্যখাতে গতবারের থেকে এ বছর বরাদ্দ বেড়েছে 137 শতাংশ। ত্রাণ খাতে 2.71 লক্ষ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই পরিমাণ অর্থ দেশের জিডিপি-র 13 শতাংশ।

আরও পড়ুন: বাজেট 2021: বাংলায় তৈরি হবে 675 কিমি রাস্তা, বরাদ্দ 25 হাজার কোটি

এ ছাড়াও কেন্দ্রের খরচে তৈরি প্রকল্প প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। এই খাতে 6 বছরেরও বেশি সময়ে খরচ হবে 64,180 কোটি টাকা।

দিল্লি, 1 ফেব্রুয়ারি: 2021-22 সালের কেন্দ্রীয় বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হল কোভিড টিকার বরাদ্দে। কোরোনা টিকায় 35,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে শুধু কোভিড টিকায় নয়, এ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে স্বাস্থ্যখাতে। বরাদ্দ বেড়েছে 137%।

সোমবার সংসদে বাজেট পেশের সময় কোভিড টিকায় বরাদ্দের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মেড ইন ইন্ডিয়া কোভিড টিকার জন্য বরাদ্দ করা হয়েছে 35,000 কোটি টাকা। নির্মলা জানান, ''এ ব্যাপারে আরও প্রয়োজন হলে তা বরাদ্দ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।''

স্বাস্থ্য খাতে এ বারের বাজেটে মোট 2,23,846 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর বাজেটে এ ক্ষেত্রে বরাদ্দ ছিল 94,452 কোটি টাকা। অর্থাত্‍‌ স্বাস্থ্যখাতে গতবারের থেকে এ বছর বরাদ্দ বেড়েছে 137 শতাংশ। ত্রাণ খাতে 2.71 লক্ষ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই পরিমাণ অর্থ দেশের জিডিপি-র 13 শতাংশ।

আরও পড়ুন: বাজেট 2021: বাংলায় তৈরি হবে 675 কিমি রাস্তা, বরাদ্দ 25 হাজার কোটি

এ ছাড়াও কেন্দ্রের খরচে তৈরি প্রকল্প প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য যোজনার কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। এই খাতে 6 বছরেরও বেশি সময়ে খরচ হবে 64,180 কোটি টাকা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.