দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রভিডেন্ট ফান্ডে যাদের বার্ষিক সঞ্চয় 2.5 লাখ টাকা বা তার বেশি, তারা পরবর্তী অর্থবর্ষ থেকে কর ছাড়ের আবেদন করতে পারবেন না ৷ আজ 2021 সালে বাজেট পেশের সময় এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ বর্তমানে প্রভিডেন্ট ফান্ডে অর্জিত সুদ আয়করের বাইরে রেখেছে কেন্দ্রীয় সরকার ৷
আরও পড়ুন : পশ্চিমবঙ্গকে ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায় সরকার : মোদি
নির্মলা সীতারমন জানিয়েছেন, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কর্মীদের কল্যাণের জন্য ৷ তাই কর্মীরা এই সিদ্ধান্তে কোনওভাবে প্রভাবিত হবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ৷ তিনি আরও জানান, এটা অনেক বড় অঙ্কের অর্থ যা ইপিএফও থেকে আসে ৷ সেই টাকায় কর ছাড়ের সুবিধা থাকে এবং তার উপর 8 শতাংশ সুদ থাকছে ৷ এর ব্যাখ্য়া দিতে গিয়ে সীতারমন জানিয়েছেন, যদি কারোর এক কোটি টাকা প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে জমা পড়ে, তবে ভেবে দেখার বিষয় যে তার মাসিক আয় কত হতে পারে ৷ তাই এই মুহূর্তে সরকার কর্মীদের পিএফের সুবিধা থেকে বঞ্চিত না করে, এই বিপুল পরিমাণ বেতন ভুক্ত কর্মীদের পিএফ থেকে কর সংগ্রহ করবে কেন্দ্র ৷