ETV Bharat / business

হাস্যকৌতুক বাজেট 2021! - সোশ্যাল মিডিয়া

কেন্দ্রীয় বাজেট 2021 নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি ৷ আয়কর থেকে বাজেট সেশনে রাহুল গান্ধি, স্মৃতি ইরানি-সহ বিভিন্ন নেচা মন্ত্রীদের ভঙ্গিমা নিয়ে হাস্যকৌতুকে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷

Union Budget 2021 a busy day for the internet as social media users flooded Twitter with memes
হাস্যকৌতুক বাজেট 2021
author img

By

Published : Feb 1, 2021, 7:00 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2021-র কেন্দ্রীয় বাজেট নিয়ে জোর চর্চা সোশ্য়াল মিডিয়ায় ৷ যেখানে টুইটার ও ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাজেটের মিমে ছেয়ে গিয়েছে ৷ যেখানে নির্মলা সীতারমনের বাজেট ভাষণ নিয়ে নানান হাস্যকৌতুক সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ৷ যেখানে হ্যাশট্যাগ ট্রেন্ডে এগিয়ে রয়েছে আয়কর, আত্মনির্ভর ভারতের মতো বিষয়গুলি ৷

কেন্দ্রীয় বাজেট 2021 এর ঘোষণায় আজ নির্মলা সীতারমন আত্মনির্ভর ভারত প্রকল্পে 4.12 লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন তিনি ৷ তেমনি তামিলনাড়ু, অসম এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সেই সব রাজ্য়ে পরিকাঠামোর উন্নয়নে বাজেটে জোর দিয়েছে কেন্দ্র সরকার ৷ আর সেই সব নিয়েই মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷

টুইটারে এক নেটিজ়েন স্মৃতি ইরানির বিভিন্ন মুডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আজকের বাজেট নিয়ে আমি আমার মত প্রকাশ করলাম ৷’’ #budget2021

সেরকমই এক নেটিজ়েন রাহুল গান্ধির একটি চোখ বোজা ছবি টুইটারে শেয়ার করেছেন ৷ সেখানে লেখা, ‘‘এক বছর ওয়ার্ক ফ্রম হোম করার পর অফিস গিয়ে৷’’ #budget2021

তেমনি আর এক নেটিজ়েন হিন্দিতে লিখেছেন, ‘‘সিএ লোগ আজকে দিন...’’

আরও পড়ুন : বাজেট পেশের সময় গাঢ় লাল রংয়ের শাড়িতে নজর কাড়লেন নির্মলা

এমনই নানা মজাদার মিম সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বাজেটকে কেন্দ্র করে ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : 2021-র কেন্দ্রীয় বাজেট নিয়ে জোর চর্চা সোশ্য়াল মিডিয়ায় ৷ যেখানে টুইটার ও ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাজেটের মিমে ছেয়ে গিয়েছে ৷ যেখানে নির্মলা সীতারমনের বাজেট ভাষণ নিয়ে নানান হাস্যকৌতুক সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ৷ যেখানে হ্যাশট্যাগ ট্রেন্ডে এগিয়ে রয়েছে আয়কর, আত্মনির্ভর ভারতের মতো বিষয়গুলি ৷

কেন্দ্রীয় বাজেট 2021 এর ঘোষণায় আজ নির্মলা সীতারমন আত্মনির্ভর ভারত প্রকল্পে 4.12 লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন তিনি ৷ তেমনি তামিলনাড়ু, অসম এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে সেই সব রাজ্য়ে পরিকাঠামোর উন্নয়নে বাজেটে জোর দিয়েছে কেন্দ্র সরকার ৷ আর সেই সব নিয়েই মিমে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷

টুইটারে এক নেটিজ়েন স্মৃতি ইরানির বিভিন্ন মুডের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘আজকের বাজেট নিয়ে আমি আমার মত প্রকাশ করলাম ৷’’ #budget2021

সেরকমই এক নেটিজ়েন রাহুল গান্ধির একটি চোখ বোজা ছবি টুইটারে শেয়ার করেছেন ৷ সেখানে লেখা, ‘‘এক বছর ওয়ার্ক ফ্রম হোম করার পর অফিস গিয়ে৷’’ #budget2021

তেমনি আর এক নেটিজ়েন হিন্দিতে লিখেছেন, ‘‘সিএ লোগ আজকে দিন...’’

আরও পড়ুন : বাজেট পেশের সময় গাঢ় লাল রংয়ের শাড়িতে নজর কাড়লেন নির্মলা

এমনই নানা মজাদার মিম সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বাজেটকে কেন্দ্র করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.