ETV Bharat / business

ক্ষুদ্র ব্যবসা ও গৃহঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক - ক্ষুদ্র ব্যবসা ও গৃহঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে সুদের হার 8.15 শতাংশ । তা কমিয়ে 7.95 শতাংশ করা হয়েছে । তবে মহিলাদের ক্ষেত্রে এই হার আরও .5 শতাংশ কমিয়ে 7.9 শতাংশ করা হয়েছে ।

state bank reduced home loan
স্টেট ব্যাঙ্ক
author img

By

Published : Dec 31, 2019, 1:42 PM IST

দিল্লি, 31 ডিসেম্বর : বর্ষশেষে ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্তদের সুখবর দিল স্টেট ব্যাঙ্ক । স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় 1 জানুয়ারি থেকে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে সুদের হার 8.15 শতাংশ । তা কমিয়ে 7.95 শতাংশ করা হয়েছে । তবে মহিলাদের ক্ষেত্রে এই হার আরও .5 শতাংশ কমিয়ে 7.9 শতাংশ করা হয়েছে ।

সোমাবর স্টেট ব্যাঙ্ক EBR (এক্সটারনাল বেঞ্চমার্ক রেট) 25 বেসিস পয়েন্ট কমিয়ে 8.05 শতাংশ থেকে 7.8 করার কথা ঘোষণা করেছে । এই সিদ্ধান্তও 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে ।

দিল্লি, 31 ডিসেম্বর : বর্ষশেষে ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্তদের সুখবর দিল স্টেট ব্যাঙ্ক । স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, গৃহঋণ ও ক্ষুদ্র ব্যবসায় 1 জানুয়ারি থেকে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।

স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে সুদের হার 8.15 শতাংশ । তা কমিয়ে 7.95 শতাংশ করা হয়েছে । তবে মহিলাদের ক্ষেত্রে এই হার আরও .5 শতাংশ কমিয়ে 7.9 শতাংশ করা হয়েছে ।

সোমাবর স্টেট ব্যাঙ্ক EBR (এক্সটারনাল বেঞ্চমার্ক রেট) 25 বেসিস পয়েন্ট কমিয়ে 8.05 শতাংশ থেকে 7.8 করার কথা ঘোষণা করেছে । এই সিদ্ধান্তও 1 জানুয়ারি থেকে কার্যকর করা হবে ।

Vadodara (Gujarat), Dec 31 (ANI): Vadodara's Aayushi Dholakia who won Miss Teen International, said that she was pleased to represent India and become the first Asian to win the teen pageant in 27 years. "I was very pleased that I could represent my country and win Miss Teen International crown for my country," said Aayushi, on winning the pageant for India in which contestants from 22 countries took part from 13-19 December in New Delhi. Aayushi, first had to beat 31 contestants from across India to enter the international leg of the competition. "When I entered the competition and gave my audition. I was very raw. I only knew that I had to walk. When I got to the national pageant I thought of getting some training for walk, Q and A and body language and so I did," she added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.