ETV Bharat / business

SBI-র ভুয়ো শাখা চালাচ্ছিল প্রাক্তন কর্মীর ছেলেই !

চেন্নাই শহরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি ভুয়ো শাখা বন্ধ করল পুলিশ । এক প্রাক্তন SBI কর্মীর ছেলের নামই জড়িয়েছে এই ঘটনা ।

author img

By

Published : Jul 12, 2020, 6:54 PM IST

sbi
sbi

চেন্নাই, 12জুলাই : তিন মাস ধরে চেন্নাইয়ে চলছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভুয়ো শাখা । এই ভুয়ো শাখার পিছনে প্রধান হাত এক প্রাক্তন SBI কর্মীর ছেলেরই । রাজ্য প্রশাসনের তরফে এই ব্যাঙ্কটি চিহ্নিত করা হয় এবং শাখাটি বন্ধ করে তামিলনাড়ু পুলিশ । গ্রেপ্তার তিনজন ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের শহরের অন্য একটি শাখার বিষয়ে সচেতন করা হয়েছিল । এরপরেই তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন । কমল বাবু, এ কুমার এবং এম মান্সিকম নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । কমল এক প্রাক্তন SBI-র কর্মীর ছেলে । তাঁর বাবার মৃত্যু হয়েছে । অন্য একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন তাঁর মা । দুই বছর আগে অবসরপ্রাপ্ত হন ।

অত্যন্ত পরিকল্পনার সঙ্গে ভুয়ো শাখা পরিচালনা করেছিল কমল । দেখে বোঝার উপায় নেই, সংশ্লিষ্ট শাখাটি আদৌ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা নয় । চমকে গিয়েছিল ব্যাঙ্কের কর্মকর্তারাও । পুলিশ ওই শাখাটি চিহ্নিত করার পরে ব্যাঙ্কের কর্মকর্তারা সেই শাখা পরিদর্শনে যান । তাঁরা জানান, ওই শহরেই তাঁদের আসল শাখার হুবহু প্রতিবিম্ব এই ভুয়ো শাখাটি ।

পুলিশ সূত্রে খবর, কমলের এই ব্যাঙ্কের জন্য ছিল লকার, প্রযুক্তিগত হার্ডওয়্যার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি । কমলের বাবা SBI কর্মী ছিলেন । সেই সময় থেকে তাঁর বাবার সঙ্গে ব্যাঙ্কে যেত কমল । প্রত্যেকটি সূক্ষ্ম বিষয় সে মনে রেখেছে, সেইভাবেই সাজিয়েছে ভুয়ো শাখাটি । বাবার মৃত্যুর পর সেই চাকরির জন্য আবেদন করেছিল কমল । কিন্তু তার আবদেনের কোনও উত্তর পায়নি সে ।

স্টেট ব্যাঙ্কের এই ভুয়ো শাখাটি চলছিল তামিলনাড়ুর কাদ্দালোরের পানরুটিতে । পুলিশ জানিয়েছে, এই শাখায় প্রতারিত হয়ে কোনও গ্রাহকের টাকা মার যায়নি । অন্তত পক্ষে এখনও পর্যন্ত এমন কোনও রিপোর্ট পায়নি পুলিশ । এই বিষয়টিতে অবাক হয়েছে পুলিশ । যদিও কমল জানিয়েছে, কোনও গ্রাহককে প্রতারণা করা উদ্দেশ্য ছিল না তার । শুধু নিজে একটি ব্যাঙ্ক খুলতে চেয়েছিল ।

চেন্নাই, 12জুলাই : তিন মাস ধরে চেন্নাইয়ে চলছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভুয়ো শাখা । এই ভুয়ো শাখার পিছনে প্রধান হাত এক প্রাক্তন SBI কর্মীর ছেলেরই । রাজ্য প্রশাসনের তরফে এই ব্যাঙ্কটি চিহ্নিত করা হয় এবং শাখাটি বন্ধ করে তামিলনাড়ু পুলিশ । গ্রেপ্তার তিনজন ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের শহরের অন্য একটি শাখার বিষয়ে সচেতন করা হয়েছিল । এরপরেই তাঁরা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন । কমল বাবু, এ কুমার এবং এম মান্সিকম নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । কমল এক প্রাক্তন SBI-র কর্মীর ছেলে । তাঁর বাবার মৃত্যু হয়েছে । অন্য একটি ব্যাঙ্কে কর্মরত ছিলেন তাঁর মা । দুই বছর আগে অবসরপ্রাপ্ত হন ।

অত্যন্ত পরিকল্পনার সঙ্গে ভুয়ো শাখা পরিচালনা করেছিল কমল । দেখে বোঝার উপায় নেই, সংশ্লিষ্ট শাখাটি আদৌ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা নয় । চমকে গিয়েছিল ব্যাঙ্কের কর্মকর্তারাও । পুলিশ ওই শাখাটি চিহ্নিত করার পরে ব্যাঙ্কের কর্মকর্তারা সেই শাখা পরিদর্শনে যান । তাঁরা জানান, ওই শহরেই তাঁদের আসল শাখার হুবহু প্রতিবিম্ব এই ভুয়ো শাখাটি ।

পুলিশ সূত্রে খবর, কমলের এই ব্যাঙ্কের জন্য ছিল লকার, প্রযুক্তিগত হার্ডওয়্যার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি । কমলের বাবা SBI কর্মী ছিলেন । সেই সময় থেকে তাঁর বাবার সঙ্গে ব্যাঙ্কে যেত কমল । প্রত্যেকটি সূক্ষ্ম বিষয় সে মনে রেখেছে, সেইভাবেই সাজিয়েছে ভুয়ো শাখাটি । বাবার মৃত্যুর পর সেই চাকরির জন্য আবেদন করেছিল কমল । কিন্তু তার আবদেনের কোনও উত্তর পায়নি সে ।

স্টেট ব্যাঙ্কের এই ভুয়ো শাখাটি চলছিল তামিলনাড়ুর কাদ্দালোরের পানরুটিতে । পুলিশ জানিয়েছে, এই শাখায় প্রতারিত হয়ে কোনও গ্রাহকের টাকা মার যায়নি । অন্তত পক্ষে এখনও পর্যন্ত এমন কোনও রিপোর্ট পায়নি পুলিশ । এই বিষয়টিতে অবাক হয়েছে পুলিশ । যদিও কমল জানিয়েছে, কোনও গ্রাহককে প্রতারণা করা উদ্দেশ্য ছিল না তার । শুধু নিজে একটি ব্যাঙ্ক খুলতে চেয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.