ETV Bharat / business

গ্রাহকদের আর ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না SBI অ্যাকাউন্টে - SBI bank news

এতদিন পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের মেট্রো, সেমি-আরবান, রুরাল শাখার অ্যাকাউন্টে যথাক্রমে 3000 টাকা, 2000 টাকা এবং 1000 টাকা ব্যালেন্স রাখতেই হত । ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলেই পাঁচ থেকে দশ টাকা, এছাড়াও করের একটি পরিমাণ কাটত ব্যাঙ্ক । এইবার থেকে সেই চিন্তা থেকে মুক্ত হচ্ছেন গ্রাহকরা । ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলেও দুশ্চিন্তার মুখে পড়তে হবে না ।

SBI
SBI
author img

By

Published : Mar 12, 2020, 9:01 AM IST

দিল্লি, 12 মার্চ : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে রাখতে হবে না ন্যূনতম ব্যালেন্স । বুধবার SBI-র তরফে এই ঘোষণা করা হয় । ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার যে নিয়ম মেনে চলতে হত, সেই নিয়ম আর রাখছে না SBI ।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার কমিয়ে তিন শতাংশ করেছে । বাতিল করেছে SMS চার্জও ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার একটি বিবৃতি জারি করেন । বিবৃতিতে জানানো হয়েছে, "এই ঘোষণা আমাদের গ্রাহকদের কথা ভেবেই । তাঁদের মুখে হাসি আনবে । গ্রাহকরা খুশি হবেন । আমাদের বিশ্বাস এই উদ্যোগ আমাদের গ্রাহকদের SBI-র সঙ্গে ব্যাঙ্কিংয়ে উৎসাহ দেবে এবং SBI-র সঙ্গে সংযুক্ত রাখবে । "

এতদিন পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের মেট্রো, সেমি-আরবান, রুরাল শাখার অ্যাকাউন্টে যথাক্রমে 3000 টাকা, 2000 টাকা এবং 1000 টাকা ব্যালেন্স রাখতেই হত । ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলেই পাঁচ থেকে দশ টাকা, এছাড়াও করের একটি পরিমাণ কাটত ব্যাঙ্ক । এইবার থেকে সেই চিন্তা থেকে মুক্ত হচ্ছেন গ্রাহকরা । ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলেও দুশ্চিন্তার মুখে পড়তে হবে না । এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের কিছুটা স্বস্তি হল বলে করছে বিশেষজ্ঞ মহল ।

স্থায়ী আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্তও নেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ এই সুদের হার 10 মার্চ থেকে লাগু হবে বলে জানিয়েছে SBI ৷ এর আগে 10 ফেব্রুয়ারি স্থায়ী আমানতে তারা সুদের হার কমিয়েছিল ৷

স্থায়ী আমানতে নতুন সুদের হার অনুযায়ী, 7-45 দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদ হচ্ছে 4 শতাংশ ৷ যা আগে ছিল 4.5 শতাংশ ৷ এক বছর থেকে 5 বছরের কম পর্যন্ত স্থায়ী আমানতে নতুন সুদের হার 5.9 শতাংশ ৷ আগে ছিল 6 শতাংশ ৷ আর 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার হচ্ছে 5.9 শতাংশ ৷ এই সুদের হারও ছিল 6 শতাংশ ৷ সমস্ত সুদের হার 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য ৷ SBI জানিয়েছে, সিনিয়র সিটিজ়েনরা যেকোনও স্থায়ী আমানতে 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন ৷

ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । দেশে 24 হাজার শাখা রয়েছে । 400 মিলিয়নের উপর গ্রাহক স্টেট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ।

দিল্লি, 12 মার্চ : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে এবার থেকে রাখতে হবে না ন্যূনতম ব্যালেন্স । বুধবার SBI-র তরফে এই ঘোষণা করা হয় । ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার যে নিয়ম মেনে চলতে হত, সেই নিয়ম আর রাখছে না SBI ।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার কমিয়ে তিন শতাংশ করেছে । বাতিল করেছে SMS চার্জও ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার একটি বিবৃতি জারি করেন । বিবৃতিতে জানানো হয়েছে, "এই ঘোষণা আমাদের গ্রাহকদের কথা ভেবেই । তাঁদের মুখে হাসি আনবে । গ্রাহকরা খুশি হবেন । আমাদের বিশ্বাস এই উদ্যোগ আমাদের গ্রাহকদের SBI-র সঙ্গে ব্যাঙ্কিংয়ে উৎসাহ দেবে এবং SBI-র সঙ্গে সংযুক্ত রাখবে । "

এতদিন পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের মেট্রো, সেমি-আরবান, রুরাল শাখার অ্যাকাউন্টে যথাক্রমে 3000 টাকা, 2000 টাকা এবং 1000 টাকা ব্যালেন্স রাখতেই হত । ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলেই পাঁচ থেকে দশ টাকা, এছাড়াও করের একটি পরিমাণ কাটত ব্যাঙ্ক । এইবার থেকে সেই চিন্তা থেকে মুক্ত হচ্ছেন গ্রাহকরা । ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলেও দুশ্চিন্তার মুখে পড়তে হবে না । এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের কিছুটা স্বস্তি হল বলে করছে বিশেষজ্ঞ মহল ।

স্থায়ী আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্তও নেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ এই সুদের হার 10 মার্চ থেকে লাগু হবে বলে জানিয়েছে SBI ৷ এর আগে 10 ফেব্রুয়ারি স্থায়ী আমানতে তারা সুদের হার কমিয়েছিল ৷

স্থায়ী আমানতে নতুন সুদের হার অনুযায়ী, 7-45 দিন পর্যন্ত স্থায়ী আমানতে সুদ হচ্ছে 4 শতাংশ ৷ যা আগে ছিল 4.5 শতাংশ ৷ এক বছর থেকে 5 বছরের কম পর্যন্ত স্থায়ী আমানতে নতুন সুদের হার 5.9 শতাংশ ৷ আগে ছিল 6 শতাংশ ৷ আর 5 থেকে 10 বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার হচ্ছে 5.9 শতাংশ ৷ এই সুদের হারও ছিল 6 শতাংশ ৷ সমস্ত সুদের হার 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য ৷ SBI জানিয়েছে, সিনিয়র সিটিজ়েনরা যেকোনও স্থায়ী আমানতে 50 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন ৷

ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । দেশে 24 হাজার শাখা রয়েছে । 400 মিলিয়নের উপর গ্রাহক স্টেট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.