ETV Bharat / business

এবার সেভিংসে সুদ কমাল SBI

এক লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়ে সুদের হার 3 শতাংশ থেকে কমিয়ে 2.75 শতাংশ করা হবে ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 8, 2020, 7:45 PM IST

Updated : Apr 8, 2020, 8:25 PM IST

দিল্লি, 8 এপ্রিল : কোরোনার জেরে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি । ইতিমধ্যেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কমেছে সুদের হার । যার জেরে প্রকল্পগুলি থেকে আয়ের পরিমাণও কমেছে । এদিকে লকডাউনের জেরে উপার্জনও বন্ধ সাধারণ মানুষের । ফের আরও এক ধাক্কা । সেভিংস অ্যাকাউন্টে জমা অর্থের উপরও সুদের হারে পরিবর্তন ঘটবে । 15 এপ্রিল থেকে এই প্রক্রিয়া কার্যকর হবে । এক লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়ে সুদের হার 3 শতাংশ থেকে কমিয়ে 2.75 শতাংশ করা হবে ।

অন্যদিকে, ঋণগ্রহীতাদের খানিকটা হলেও স্বস্তি দিল স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া । গতকালই MCLR (মার্জিনাল কস্ট অফ ফান্ডস) 35 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে SBI । 10 এপ্রিল থেকে কার্যকর হবে এই ঘোষণা । এনিয়ে টানা 11 বার কমল সুদের হার । স্টেট ব্যাঙ্কের এই পদক্ষেপে MCLR সংযুক্ত যেকোনও ঋণ যেমন গৃহ ঋণের ক্ষেত্রে উপকৃত হবেন ঋণগ্রহীতারা । এক্ষেত্রে এক বছরের মেয়াদে MCLR-এ সুদ 7.75 শতাংশ থেকে কমে দাঁড়াল 7.40 শতাংশে । SBI-র তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির MCLR সংযুক্ত 30 বছরের গৃহঋণের ক্ষেত্রে প্রতি এক লাখ টাকায় 24 টাকা কম EMI দিতে হবে ।

উল্লেখ্য গতমাসে রেপো রেট 75 বেসিস পয়েন্ট কমিয়ে 4.40 শতাংশে আনা হয় । তারপরই স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িটেও সুদের হার কমায় SBI ।

দিল্লি, 8 এপ্রিল : কোরোনার জেরে ক্ষতিগ্রস্ত বিশ্ব অর্থনীতি । ইতিমধ্যেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কমেছে সুদের হার । যার জেরে প্রকল্পগুলি থেকে আয়ের পরিমাণও কমেছে । এদিকে লকডাউনের জেরে উপার্জনও বন্ধ সাধারণ মানুষের । ফের আরও এক ধাক্কা । সেভিংস অ্যাকাউন্টে জমা অর্থের উপরও সুদের হারে পরিবর্তন ঘটবে । 15 এপ্রিল থেকে এই প্রক্রিয়া কার্যকর হবে । এক লাখ টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়ে সুদের হার 3 শতাংশ থেকে কমিয়ে 2.75 শতাংশ করা হবে ।

অন্যদিকে, ঋণগ্রহীতাদের খানিকটা হলেও স্বস্তি দিল স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া । গতকালই MCLR (মার্জিনাল কস্ট অফ ফান্ডস) 35 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে SBI । 10 এপ্রিল থেকে কার্যকর হবে এই ঘোষণা । এনিয়ে টানা 11 বার কমল সুদের হার । স্টেট ব্যাঙ্কের এই পদক্ষেপে MCLR সংযুক্ত যেকোনও ঋণ যেমন গৃহ ঋণের ক্ষেত্রে উপকৃত হবেন ঋণগ্রহীতারা । এক্ষেত্রে এক বছরের মেয়াদে MCLR-এ সুদ 7.75 শতাংশ থেকে কমে দাঁড়াল 7.40 শতাংশে । SBI-র তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তির MCLR সংযুক্ত 30 বছরের গৃহঋণের ক্ষেত্রে প্রতি এক লাখ টাকায় 24 টাকা কম EMI দিতে হবে ।

উল্লেখ্য গতমাসে রেপো রেট 75 বেসিস পয়েন্ট কমিয়ে 4.40 শতাংশে আনা হয় । তারপরই স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজ়িটেও সুদের হার কমায় SBI ।

Last Updated : Apr 8, 2020, 8:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.