ETV Bharat / business

গৃহঋণে সুদ কমাল এসবিআই - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

একই সঙ্গে যাঁরা 30 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ নেবেন, তাঁদের 6.95 হারে সুদ দিতে হবে ৷ আর 75 লক্ষ টাকার বেশি গৃহঋণের ক্ষেত্রে এসবিআই সুদের হার নির্ধারণ করেছেন 7.05 শতাংশ ৷

গৃহঋণে সুদ কমাল এসবিআই
গৃহঋণে সুদ কমাল এসবিআই
author img

By

Published : May 1, 2021, 2:53 PM IST

কলকাতা, 1 মে : গৃহঋণের সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ 30 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ নিতে গেলে এখন থেকে সুদ দিতে হবে 6.70 শতাংশ ৷

একই সঙ্গে যাঁরা 30 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ নেবেন, তাঁদের 6.95 হারে সুদ দিতে হবে ৷ আর 75 লক্ষ টাকার বেশি গৃহঋণের ক্ষেত্রে এসবিআই সুদের হার নির্ধারণ করেছেন 7.05 শতাংশ ৷

অন্যদিকে মহিলারা গৃহঋণ নিলে, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ মহিলাদের বিশেষ 5 বিপিএস ছাড় দিয়েছে ৷ কিন্তু ঘরে বসে ইয়োনো অ্যাপের মাধ্যমে আবেদন করলেই এই ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : মোবাইল শপিং অ্যাপ বন্ধ করতে চলেছে গুগল

করোনা পরিস্থিতির জেরে যখন আর্থিক সংকট চলছে দেশে ৷ দেশের বাসিন্দাদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে গত এক বছরে ৷ সেই প্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত স্বস্তি দেবে মধ্যবিত্তকে ৷

কলকাতা, 1 মে : গৃহঋণের সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ 30 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ নিতে গেলে এখন থেকে সুদ দিতে হবে 6.70 শতাংশ ৷

একই সঙ্গে যাঁরা 30 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণ নেবেন, তাঁদের 6.95 হারে সুদ দিতে হবে ৷ আর 75 লক্ষ টাকার বেশি গৃহঋণের ক্ষেত্রে এসবিআই সুদের হার নির্ধারণ করেছেন 7.05 শতাংশ ৷

অন্যদিকে মহিলারা গৃহঋণ নিলে, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ মহিলাদের বিশেষ 5 বিপিএস ছাড় দিয়েছে ৷ কিন্তু ঘরে বসে ইয়োনো অ্যাপের মাধ্যমে আবেদন করলেই এই ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : মোবাইল শপিং অ্যাপ বন্ধ করতে চলেছে গুগল

করোনা পরিস্থিতির জেরে যখন আর্থিক সংকট চলছে দেশে ৷ দেশের বাসিন্দাদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে গত এক বছরে ৷ সেই প্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত স্বস্তি দেবে মধ্যবিত্তকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.