ETV Bharat / business

কোরোনায় আক্রান্ত কর্মী, মুম্বই-থানের তিনটি শাখা সাময়িকভাবে বন্ধ SBI-র - state bank of india news

আটজন কর্মী কোরোনা আক্রান্ত হওয়ার পর মুম্বই ও থানের তিনটি শাখা বন্ধ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।

sbi
sbi
author img

By

Published : Jun 15, 2020, 4:29 AM IST

মুম্বই, 14 জুন : মুম্বই ও থানের তিনটি শাখা সাময়িকভাবে বন্ধ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এই তিনটি শাখার আট কর্মী কোরোনা আক্রান্ত হন । এরপরই মুম্বইয়ের দুই শাখা এবং নিকটবর্তী থানের একটি শাখা বন্ধ করে SBI ।

থানের প্রধান শাখা গত সপ্তাহে বন্ধ করে SBI । ওই শাখার 25জন কর্মীর মধ্যে সাতজন কোরোনা আক্রান্ত হয়েছেন । উত্তর পশ্চিম মু্ম্বইয়ের একটি শাখার ক্লিয়ারিং বিভাগের এক কর্মী কোরোনা আক্রান্ত হন । এই শাখাও গত সপ্তাহে সাময়িকভাবে বন্ধ করা হয় । আন্ধেরি-র একটি শাখায় বাগান কর্মী কোরোনা আক্রান্ত হওয়ার পর সেই শাখার স্থানীয় চেক ক্লিয়ার বিভাগীয় কাজ বন্ধ করে SBI ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যোগাযোগ করা হয় । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, “আমাদের পর্যবেক্ষক দল দেশের সর্বত্র সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে । আমাদের অনেক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁরা সুস্থ হয়েছেন । আবার কাজে যোগ দিয়েছেন ।”

ভারতে সর্বাধিক কোরোনা সংক্রমিত মহারাষ্ট্র । সেখানে এখন মোট কোরোনা আক্রান্তের সংখ্যা এক লাখেরও বেশি । সংক্রমণের কেন্দ্রস্থান মুম্বই । এইরকম পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা । কয়েকজন কর্মী জানান, ব্যাঙ্ক থেকে তাঁদের ক্যাজ়ুয়াল লিভ-র আবেদন জানাতে বাধ্য করা হয়েছে । এবং তাঁরা অল্টারনেটিভ দিনে কাজ করছেন । কোনও কমিউটিং অ্যালাওয়েন্স দেওয়া হচ্ছে না । 1 জুন থেকে কোনও গাড়ির ব্যবস্থা করা হচ্ছে না । একজন কর্মী প্রতিদিন 400টাকা গাড়ি ভাড়া দিচ্ছেন বলে জানান ।

অন্যদিকে, থানের প্রধান শাখায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন এক কর্মী ।

PPE কিটের ব্যবহার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কয়েকজন কর্মী জানান, ব্যাঙ্কের তরফে PPE কিট দেওয়া হয়েছে । কিন্তু তা পরে কাজ করা কার্যত অসম্ভব ।

মুম্বই, 14 জুন : মুম্বই ও থানের তিনটি শাখা সাময়িকভাবে বন্ধ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । এই তিনটি শাখার আট কর্মী কোরোনা আক্রান্ত হন । এরপরই মুম্বইয়ের দুই শাখা এবং নিকটবর্তী থানের একটি শাখা বন্ধ করে SBI ।

থানের প্রধান শাখা গত সপ্তাহে বন্ধ করে SBI । ওই শাখার 25জন কর্মীর মধ্যে সাতজন কোরোনা আক্রান্ত হয়েছেন । উত্তর পশ্চিম মু্ম্বইয়ের একটি শাখার ক্লিয়ারিং বিভাগের এক কর্মী কোরোনা আক্রান্ত হন । এই শাখাও গত সপ্তাহে সাময়িকভাবে বন্ধ করা হয় । আন্ধেরি-র একটি শাখায় বাগান কর্মী কোরোনা আক্রান্ত হওয়ার পর সেই শাখার স্থানীয় চেক ক্লিয়ার বিভাগীয় কাজ বন্ধ করে SBI ।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য যোগাযোগ করা হয় । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানায়, “আমাদের পর্যবেক্ষক দল দেশের সর্বত্র সবসময় পরিস্থিতির উপর নজর রাখছে । আমাদের অনেক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছিলেন । তাঁরা সুস্থ হয়েছেন । আবার কাজে যোগ দিয়েছেন ।”

ভারতে সর্বাধিক কোরোনা সংক্রমিত মহারাষ্ট্র । সেখানে এখন মোট কোরোনা আক্রান্তের সংখ্যা এক লাখেরও বেশি । সংক্রমণের কেন্দ্রস্থান মুম্বই । এইরকম পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা । কয়েকজন কর্মী জানান, ব্যাঙ্ক থেকে তাঁদের ক্যাজ়ুয়াল লিভ-র আবেদন জানাতে বাধ্য করা হয়েছে । এবং তাঁরা অল্টারনেটিভ দিনে কাজ করছেন । কোনও কমিউটিং অ্যালাওয়েন্স দেওয়া হচ্ছে না । 1 জুন থেকে কোনও গাড়ির ব্যবস্থা করা হচ্ছে না । একজন কর্মী প্রতিদিন 400টাকা গাড়ি ভাড়া দিচ্ছেন বলে জানান ।

অন্যদিকে, থানের প্রধান শাখায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন এক কর্মী ।

PPE কিটের ব্যবহার প্রসঙ্গে প্রশ্ন করা হলে কয়েকজন কর্মী জানান, ব্যাঙ্কের তরফে PPE কিট দেওয়া হয়েছে । কিন্তু তা পরে কাজ করা কার্যত অসম্ভব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.