ETV Bharat / business

করোনা বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল এসবিআই, বরাদ্দ 71 কোটি টাকা - SBI

জানা গিয়েছে যে অস্থায়ী হাসপাতাল তৈরির জন্য 30 কোটি টাকা দিচ্ছে এসবিআই ৷ সেখানে 1 হাজার বেড, 250 টি আইসিইউ বেড ও আইসোলেশনে থাকার জন্য 1 হাজার বেড তৈরি করা হবে ৷

করোনা বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল এসবিআই, বরাদ্দ 71 কোটি টাকা
করোনা বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল এসবিআই, বরাদ্দ 71 কোটি টাকা
author img

By

Published : May 3, 2021, 2:14 PM IST

Updated : May 3, 2021, 5:10 PM IST

কলকাতা, 3 মে : করোনার দ্বিতীয় সংক্রমণের ধাক্কা সামলাতে দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর জন্য তারা 71 কোটি টাকা বরাদ্দ করল ৷ এই অর্থ থেকে করোনা মোকাবিলায় একাধিক পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে ৷ সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

জানা গিয়েছে যে অস্থায়ী হাসপাতাল তৈরির জন্য 30 কোটি টাকা দিচ্ছে এসবিআই ৷ সেখানে 1 হাজার বেড, 250 টি আইসিইউ বেড ও আইসোলেশনে থাকার জন্য 1 হাজার বেড তৈরি করা হবে ৷

  • SBI has allocated Rs 71 crores to undertake various support initiatives to help India combat second wave of COVID-19. Bank has dedicated Rs 30 crores to setup 1000-bedded makeshift hospitals, 250 bed ICU facilities & 1000-bedded isolation facilities in some worst-hit states: SBI pic.twitter.com/vcawp1Y6Jk

    — ANI (@ANI) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই মুহূর্তে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের জেরে দেশের রাজ্যগুলির অবস্থা সবচেয়ে খারাপ, সেখানে এই অস্থায়ী হাসপাতাল তৈরিতে এসবিআই অর্থ বরাদ্দ করেছে বলে খবর ৷

আরও পড়ুন : কর্নাটকের হাসপাতালে 24 ঘণ্টায় মৃত 24 কোভিড রোগী

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে গত মাসখানেক ধরেই ভারতের পরিস্থিতি অত্যন্ত খারাপ ৷ দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ বাড়ছে ৷ ওষুধ নিয়ে টানাপোড়েন চলছে ৷ অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে ৷ বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্যের অবস্থা খুব খারাপ ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অনেক দেশ ৷

কলকাতা, 3 মে : করোনার দ্বিতীয় সংক্রমণের ধাক্কা সামলাতে দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর জন্য তারা 71 কোটি টাকা বরাদ্দ করল ৷ এই অর্থ থেকে করোনা মোকাবিলায় একাধিক পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে ৷ সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

জানা গিয়েছে যে অস্থায়ী হাসপাতাল তৈরির জন্য 30 কোটি টাকা দিচ্ছে এসবিআই ৷ সেখানে 1 হাজার বেড, 250 টি আইসিইউ বেড ও আইসোলেশনে থাকার জন্য 1 হাজার বেড তৈরি করা হবে ৷

  • SBI has allocated Rs 71 crores to undertake various support initiatives to help India combat second wave of COVID-19. Bank has dedicated Rs 30 crores to setup 1000-bedded makeshift hospitals, 250 bed ICU facilities & 1000-bedded isolation facilities in some worst-hit states: SBI pic.twitter.com/vcawp1Y6Jk

    — ANI (@ANI) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই মুহূর্তে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের জেরে দেশের রাজ্যগুলির অবস্থা সবচেয়ে খারাপ, সেখানে এই অস্থায়ী হাসপাতাল তৈরিতে এসবিআই অর্থ বরাদ্দ করেছে বলে খবর ৷

আরও পড়ুন : কর্নাটকের হাসপাতালে 24 ঘণ্টায় মৃত 24 কোভিড রোগী

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় সংক্রমণের জেরে গত মাসখানেক ধরেই ভারতের পরিস্থিতি অত্যন্ত খারাপ ৷ দেশের বিভিন্ন রাজ্যে সংক্রমণ বাড়ছে ৷ ওষুধ নিয়ে টানাপোড়েন চলছে ৷ অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে ৷ বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত-সহ বেশ কয়েকটি রাজ্যের অবস্থা খুব খারাপ ৷ এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অনেক দেশ ৷

Last Updated : May 3, 2021, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.