ETV Bharat / business

ঝাড়খণ্ডের ফলাফলের প্রভাব পড়তে পারে "অপারেশন টুইস্টে" - অর্থনীতি

আগামী সপ্তাহ থেকে F&O ক্ষেত্রে লগ্নিতে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে ৷ 2020 সালের জানুয়ারি পর্যন্ত এই ঘাটতি চলবে ৷ ঝাড়খণ্ডে নির্বাচনী ফলঘোষণাকে ঘিরে BJP-র যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে লগ্নিকারীরা প্রভাবিত হতে পারেন ৷ এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷

Operation Twist
ফাইল ছবি
author img

By

Published : Dec 23, 2019, 7:36 PM IST

মুম্বই, 23 ডিসেম্বর : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে ভারত বন্ড EPF-এ ৷ পাশাপাশি টাকার মূল্যের ওঠা নামাও ভারত বন্ডে লগ্নিকে প্রভাবিত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ কিছুদিন আগেই অ্যামেরিকান ফেডেরাল রিজ়ার্ভের অনুকরণে দেশীয় বাজারে এসেছে ভারত বন্ড ৷ দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতেই কেন্দ্রীয় সরকারের তরফে এই নয়া ফান্ড চালু করা হয় ৷

বেসরকারি এক ব্যাঙ্কের রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে F&O ক্ষেত্রে লগ্নিতে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে ৷ 2020 সালের জানুয়ারি পর্যন্ত এই ঘাটতি চলবে বলেও জানিয়েছেন দীপক জাসানি ৷

"23 ডিসেম্বর, 2019 ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা ৷ নির্বাচনী ফলঘোষণাকে ঘিরে BJP-র যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে লগ্নিকারীরা প্রভাবিত হতে পারেন ৷" এমনই মনে করছেন ওই বেসরকারি সংস্থার রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি ৷

আরও পড়ুন : চাঙ্গা হবে অর্থনীতি, 'অপারেশন টুইস্ট'-এর আদলে দেশের বাজারে ভারত বন্ড

আর এক লগ্নিকারী সংস্থার মার্কেট স্ট্রাটেজির প্রধান সাহিল কাপুর মনে করছেন, "দেশের আর্থিক নীতিকে চাঙ্গা করতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অপারেশন টুইস্ট নিয়ে এসেছে যা ভবিষ্যতের বাজার অর্থনীতি আরও প্রশস্ত করার ইঙ্গিত দিচ্ছে ৷"

ভারত বন্ড EPF বিনিয়োগের সুযোগ দেবে ক্ষুদ্র লগ্নিকারীদেরও ৷ স্বল্পমেয়াদে (3 বছর) বন্ড ছাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি (10 বছর) বন্ড কিনবে সরকারি উদ্যোগে তৈরি এই ফান্ড ৷ বন্ডের ন্যূনতম অঙ্ক থাকছে 1000 টাকা ৷ পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই নিজের অংশ নিয়ে বেরিয়ে আসতে পারবেন ৷ প্রসঙ্গত, 2011-12 সালে অ্যামেরিকার ফেডেরাল রিজ়ার্ভের তরফেও একই ধরনের নীতি আনা হয় যার নাম অপারেশন টুইস্ট ৷

মুম্বই, 23 ডিসেম্বর : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রভাব পড়তে পারে ভারত বন্ড EPF-এ ৷ পাশাপাশি টাকার মূল্যের ওঠা নামাও ভারত বন্ডে লগ্নিকে প্রভাবিত করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷ কিছুদিন আগেই অ্যামেরিকান ফেডেরাল রিজ়ার্ভের অনুকরণে দেশীয় বাজারে এসেছে ভারত বন্ড ৷ দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতেই কেন্দ্রীয় সরকারের তরফে এই নয়া ফান্ড চালু করা হয় ৷

বেসরকারি এক ব্যাঙ্কের রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে F&O ক্ষেত্রে লগ্নিতে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে ৷ 2020 সালের জানুয়ারি পর্যন্ত এই ঘাটতি চলবে বলেও জানিয়েছেন দীপক জাসানি ৷

"23 ডিসেম্বর, 2019 ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ফলঘোষণা ৷ নির্বাচনী ফলঘোষণাকে ঘিরে BJP-র যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে লগ্নিকারীরা প্রভাবিত হতে পারেন ৷" এমনই মনে করছেন ওই বেসরকারি সংস্থার রিটেইল রিসার্চের প্রধান দীপক জাসানি ৷

আরও পড়ুন : চাঙ্গা হবে অর্থনীতি, 'অপারেশন টুইস্ট'-এর আদলে দেশের বাজারে ভারত বন্ড

আর এক লগ্নিকারী সংস্থার মার্কেট স্ট্রাটেজির প্রধান সাহিল কাপুর মনে করছেন, "দেশের আর্থিক নীতিকে চাঙ্গা করতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অপারেশন টুইস্ট নিয়ে এসেছে যা ভবিষ্যতের বাজার অর্থনীতি আরও প্রশস্ত করার ইঙ্গিত দিচ্ছে ৷"

ভারত বন্ড EPF বিনিয়োগের সুযোগ দেবে ক্ষুদ্র লগ্নিকারীদেরও ৷ স্বল্পমেয়াদে (3 বছর) বন্ড ছাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি (10 বছর) বন্ড কিনবে সরকারি উদ্যোগে তৈরি এই ফান্ড ৷ বন্ডের ন্যূনতম অঙ্ক থাকছে 1000 টাকা ৷ পাশাপাশি বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষ হওয়ার আগে সহজেই নিজের অংশ নিয়ে বেরিয়ে আসতে পারবেন ৷ প্রসঙ্গত, 2011-12 সালে অ্যামেরিকার ফেডেরাল রিজ়ার্ভের তরফেও একই ধরনের নীতি আনা হয় যার নাম অপারেশন টুইস্ট ৷

Ranchi (Jharkhand), Dec 23 (ANI): Congress' Jharkhand in-charge, RPN Singh stated that trends are good and they were confident enough on getting clear majority. "We were confident that Jharkhand will give clear majority to our alliance. Trends are good but I won't make comment until final result. We've clearly said that Hemant Soren will be CM candidate of our alliance," said RPN Singh.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.