দিল্লি, 24 অক্টোবর : 2019-20 অর্থবর্ষের (2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল আয়কর দপ্তর । সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) আজ একটি নির্দেশিকায় জানিয়েছে, 2019 সালের 1 এপ্রিল থেকে 2020 সালের 31 মার্চের মধ্যে ব্যক্তিগত আয়ের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে 31 ডিসেম্বর পর্যন্ত । যা আগে ছিল 31 নভেম্বর । কোরোনা পরিস্থিতিতে আয়করদাতাদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে CBDT।
2019-20 অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এর আগে চারবার বাড়ানো হয়েছে । কোরোনা পরিস্থিতির জন্য প্রথমে CBDT 31 মার্চের নির্ধারিত সময়সীমা বাড়িয়ে করে 30 জুন । এরপর করা হয় 31 জুলাই । তৃতীয় দফায় 30 সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয় । পরে তা বাড়িয়ে করা হয়েছিল 30 নভেম্বর । এবার তা আরও একমাস বাড়ানো হল ।
আজ CBDT আরও জানিয়েছ, যে করদাতারা আন্তর্জাতিক বা বিশেষ অভ্যন্তরীণ লেনদেন করেন, তাঁদের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 30 নভেম্বর । এক্ষেত্রে যে আয়করদাতাদের অ্যাকাউন্ট অডিটের প্রয়োজন রয়েছে, তাঁদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় পিছিয়ে 2021 সালের 31 জানুয়ারি করা হল ।