দিল্লি, 23 জুলাই : ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের বেতন বাড়ানো হবে 15 শতাংশ । প্রায় তিন বছর ধরে তাঁদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা ছিল । গতকাল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং কর্মী সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাদের মধ্যে একটি বেতন সংশোধন সংক্রান্ত চুক্তিও সই হয় । প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় 14 লাখ কর্মী এই বেতন বৃদ্ধিতে লাভবান হবেন ।
মুম্বইয়ে গতকাল এই বৈঠক হয় । সেখানেই 15 শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব মেনে নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন । জানায়, 2017-এর 1 নভেম্বর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে । গতকালের চুক্তি অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের 15 শতাংশ বেতন বাড়ানো হবে । তার অতিরিক্ত হিসাব অনুযায়ী পরবর্তীতে মুনাফার ভিত্তিতে আবার তাঁদের বেতন বাড়ানো হবে ।
ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের (IBA) তরফে জানানো হয়, "বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়ে তিন বছর ধরে আলোচনা চলছিল তার সমাধান হয়েছে । একটি MoU স্বাক্ষরিত হয়েছে ।"
2017 সালের 1 নভেম্বর থেকে এই বর্ধিত বেতন কার্যকর করা হবে । 2022 সালের 31 অক্টোবর পর্যন্ত এই চুক্তির ভিত্তিতেই বেতন পাবেন কর্মীরা । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশাপাশি কয়েকটি পুরোনো বেসরকারি ব্যাঙ্ক কর্মীরা সংশোধিত বেতন পাবেন ।
2012 সালে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং কর্মী সংগঠনের মধ্যে এই বেতন বৃদ্ধির বিষয়ে বৈঠক হয় এবং একটি সিদ্ধান্তে আসে তারা । এরপর বেতন নিয়ে পুনর্বিবেচনার বিষয়টি 2017-এর নভেম্বর থেকে স্থগিত ছিল । তবে কোন ব্যাঙ্কের কর্মীদের কত বেতন বাড়বে তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের লাভের উপর ।