কলকাতা, 1 জানুয়ারি: চেক থেকে টাকা তোলার ক্ষেত্রে নয়া নিয়ম লাগু হল আজ থেকে। নয়া এই নিয়মের নাম পজিটিভ পে। গত অগস্টেই এই বিষয়ে ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে যাঁরা চেকের মাধ্যমে ব্যাঙ্কে লেনদেনে অভ্যস্ত তাঁদের এই বিষয়গুলি জেনে নেওয়া জরুরি।
পজিটিভি পে কী?
চেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি থাকে, সেগুলিকে দ্বিতীয়বার যাচাই করে নেওয়ার পদ্ধতিকেই বলা হচ্ছে পজিটিভ পে। কোনও ব্যক্তি বা সংস্থাকে চেক প্রদান করলে, তাতে তারিখ, নাম, কাকে চেক দেওয়া হল, টাকার পরিমাণ উল্লেখ থাকে। যাঁকে চেক দেওয়া হল, তিনি তা ব্যাঙ্কে জমা করলে সিটিএস ব্যবস্থার মাধ্যমে আরও একবার যাচাই করে নেওয়া হবে। যিনি চেক দিয়েছেন, তাঁর কাছ থেকেই যাচাই করা হবে। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম ইত্যাদির মাধ্যমে এই তথ্য জমা দেওয়া যাবে। যদি কোনও অমিল পাওয়া যায়, তাহলে চেক ভাঙানো যাবে না।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান! 2021-এ নতুন 5টি নিয়ম জেনে নিন
কী ধরনের প্রতারণা এই পজিটিভ পে-র মাধ্যমে রুখে দেওয়া যাবে?
তিন ধরনের প্রতারণা রোখা সম্ভব। নন-ব্যাঙ্কিং কাগজে চেক তৈরি করে নিয়ে গেল, চেকে প্রদানকারীর সাক্ষর জাল করা হলে এবং আসল চেকে গ্রহিতার নাম বা টাকার পরিমাণ বদল করা হলে, তা আটকানো সম্ভব।
এটা কি সমস্ত রকম চেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
যাঁরা 50 হাজার টাকা বা তার থেকে বেশি পরিমাণ টাকার চেক ইশু করবেন, তাঁদের জন্য এই পজিটিভ পে ব্যবস্থা চালু করবে ব্যাঙ্ক। তবে এখন পুরোটাই গ্রাহকদের ইচ্ছের উপর নির্ভর করছে বলে আরবিআই জানিয়েছে। প্রতিটি চেকের বিস্তারিত তথ্য আগে থেকে ব্যাঙ্ককে জানাতে হবে। না জানালে তা যাচাই ছাড়াই ছেড়ে দেওয়া হবে। তবে আগামিদিনে 5 লক্ষ বা তার বেশি পরিমাণ টাকার চেকে এই ব্যবস্থা বাধ্যতামূলক করা হতে পারে বলে আরবিআই ইঙ্গিত দিয়েছে।
আরও পড়ুন: বাড়ি কেনার সবথেকে সাশ্রয়ী বাজার কলকাতায় : রিপোর্ট
পজিটিভ পে সম্বন্ধে গ্রাহকদের কী জানতে হবে?
ব্যাঙ্কের গ্রাহকদের জানতে যে কোনও চেকগুলি পজিটিভ পে-এর আওতায় আসছে। তবে সিটিএসের বাইরে গিয়েও ব্যাঙ্ক এই যাচাইয়ের কাজ করতে পারে বলে আরবিআই জানিয়েছে।
কোন কোন ব্যাঙ্ক পজিটিভি পে জারি করার বিষয়ে ঘোষণা করেছে?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এই ব্যবস্থা নিয়ে ঘোষণা করে দিয়েছে। আজ থেকে তা চালুও হয়ে গিয়েছে। এক টুইট বার্তায় এই কথা জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে স্থানীয় শাখায়। আইসিআইসিআই-ও আছে এই তালিকায়। তবে তারা আংশিকভাবে এই পরিষেবা চালু করেছে। যাঁরা 2016 সালের পর অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। ওই ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা চেকের তথ্য ব্যাঙ্কে জমা করতে পারবেন।