ETV Bharat / budget-2019

মহারাষ্ট্রে বাড়ছে না লকডাউনের মেয়াদ, জানাল মুখ্যমন্ত্রীর দপ্তর - মুখ্যমন্ত্রী উদ্ভব বালাসাহেব ঠাকরে

ক্রমশ কোরোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়েও উঠেছিল প্রশ্ন। আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে লকডাউনের মেয়াদ না বাড়ানোর ঘোষণা করা হল।

Maharashtra coronavirus
Maharashtra coronavirus
author img

By

Published : Jun 12, 2020, 10:49 PM IST

মহারাষ্ট্র, 12 জুন : মহারাষ্ট্রে বাড়বে না লকডাউনের মেয়াদ। আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে যে গুজব সৃষ্টি হয়েছিল, তা খারিজ করে জানানো হল এই কথা।

দেশের মধ্যে সর্বোচ্চ কোরোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই । এক লাখ ছুঁতে চলেছে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর মনে লকডাউনের মেয়াদ নিয়েও উঠছিল প্রশ্ন। তবে আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হল, লকডাউন আগামী 30 জুন অবধিই চলবে । বাড়ানো হচ্ছে না মেয়াদ।

আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটি টুইট বার্তায় জানানো হয়, " লকডাউন ফের ঘোষণা করা হবে না। মুখ্যমন্ত্রী উদ্ভব বালাসাহেব ঠাকরে জনগণকে অনুরোধ করেছেন যাতে তাঁরা কোথাও জনসমাগম না করেন। সরকারের নির্দেশগুলি পালন করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। "

মহারাষ্ট্রে কোরোনা সংক্রমণ ক্রমবর্ধমান হওয়ায় লকডাউন বৃদ্ধির গুজব রটেছিল। মহারাষ্ট্রে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 97,648।

পঞ্চম দফার লকডাউন ঘোষণার পর থেকেই ভারতে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন 10,956 জন, যা একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। অন্যদিকে গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 396 জনের।

মহারাষ্ট্র, 12 জুন : মহারাষ্ট্রে বাড়বে না লকডাউনের মেয়াদ। আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে যে গুজব সৃষ্টি হয়েছিল, তা খারিজ করে জানানো হল এই কথা।

দেশের মধ্যে সর্বোচ্চ কোরোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই । এক লাখ ছুঁতে চলেছে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর মনে লকডাউনের মেয়াদ নিয়েও উঠছিল প্রশ্ন। তবে আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হল, লকডাউন আগামী 30 জুন অবধিই চলবে । বাড়ানো হচ্ছে না মেয়াদ।

আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটি টুইট বার্তায় জানানো হয়, " লকডাউন ফের ঘোষণা করা হবে না। মুখ্যমন্ত্রী উদ্ভব বালাসাহেব ঠাকরে জনগণকে অনুরোধ করেছেন যাতে তাঁরা কোথাও জনসমাগম না করেন। সরকারের নির্দেশগুলি পালন করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। "

মহারাষ্ট্রে কোরোনা সংক্রমণ ক্রমবর্ধমান হওয়ায় লকডাউন বৃদ্ধির গুজব রটেছিল। মহারাষ্ট্রে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 97,648।

পঞ্চম দফার লকডাউন ঘোষণার পর থেকেই ভারতে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন 10,956 জন, যা একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। অন্যদিকে গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 396 জনের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.